Post# 1596470684

3-Aug-2020 10:04 pm


#তবলিগ

মনে রাখি : নিজামুদ্দিনের মাওলানা জুবায়ের ছিলেন শুরার সাথি। বিপরিতে ছিলেন কেবল মাওলানা সা'দ।

মাওঃ জুবায়ের যতদিন বেচে ছিলেন চুপ ছিলেন। কোনো প্রতিবাদ, তবলিগ বাচাও, নিজের অধিকার -- কিছুই করেন নি। ধর্য্য ধরে সব সয়ে গিয়েছেন। সব ছেড়ে দিয়েছিলেন অন্য জনকে। যে এগুলো করার ব্যপারে বেশি আগ্রহী ছিলেন। বাতেল ভুল এগুলো বলে উনি "হক প্রতিষ্ঠা করছি" চিন্তা করে কিছু করেন নি।

এখন উনি আল্লাহর কাছে এর প্রতিদান পাচ্ছেন। আর উনার সকল না বলা কষ্ট? আল্লাহ তায়ালা উনার পক্ষ থেকে সবকিছু করছেন, আমাদের দেখাচ্ছেন।

শিক্ষা নেই।

সব কিছুই পরিক্ষা। আল্লাহ তায়ালা চাইলে দুনিয়ার বুকটা অংকের মতো সমতল রাখতে পারতেন, কিন্তু এই জটিলতাগুলো উনি দিয়েছেন প্রত্যেকের পরিক্ষার জন্য। আর আমরা যা বুঝি, জিনিসগুলো তার থেকে বহু বহু গুনে বেশি জটিল।

আমার কি করনীয় সেটা যেন ঠিক বুঝি। ঠিক মতো চলি। আমার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আল্লাহর উপর দৃষ্টি রেখে পথ চলি।

বাকি আল্লাহর কাজ আল্লাহ করবেন। মন্দও আল্লাহ দিচ্ছেন। ভালোও আল্লাহ দিচ্ছেন।

3-Aug-2020 10:04 pm

Published
3-Aug-2020