কথা : "সে আমার সাথে যা করলো, আল্লাহ তাকে ধ্বংশ করে দেবে!"
১
করেন না। এটা উনার করুনা, আরবিতে রহমত। আমি সারা জীবনে যত মানুষের সাথে চিটিং বাটপারি করেছি এর জন্য আল্লাহ তায়ালা আমাকে ধরলে আমি এতদিন ধ্বংশ হয়ে যেতাম।
উনি সুযোগ দেন, মাফ করেন। আমি মাফ না চাইলেও। যদিও কখনো চাইনি। এর পরও উনার করুনার কমতি নেই আমার উপর।
২
আমাদের এক মানুষের অন্য মানুষের প্রতি যতটুকু করুনা, আল্লাহর করুনা ঐ মানুষের উপর এর থেকে বেশি।
করুনা দিয়ে কোনো মানুষ উনাকে ক্রস করতে পারবে না। হাশরের ময়দানে এক লোক নিজের শেষ নেকিটা দিয়ে দেবে অন্য একজনকে "এক নেকি দিয়ে আমি তো আর মুক্তি পাচ্ছি না, তোমার এক নেকি শর্ট তুমি এটা নিয়ে চলে যাও।"
আল্লাহর থেকে বেশি রহমত কোন মানুষের? উনি দুজনকেই মাফ করবেন।
নিজের অন্তরে তাই সংগি মুসলিমদের প্রতি "গিল্লাহ" বা বিদ্বেষ না রাখি।
৩
এর পরও জালেমদের রক্ষা নেই। উনি প্রত্যেককে ধরবেন। কিন্তু তারা দুর্বলদের উপর জুলুম করলে আল্লাহর ধরেন। আমি যদি এত লানত, এত অভিশাপ, এত বদদোয়া করতে পারি -- তবে আমি দুর্বল না।
কাউকে আমি অপছন্দ করি -- এজন্য আল্লাহ তায়ালা তাকে ধরবেন না। আমি যতই চাই না কেন।