Post# 1598282232

24-Aug-2020 9:17 pm


লাষ্ট যখন বিকাশ একাউন্ট করার ব্যপারে খোজ নিচ্ছিলাম :
  • কয়েক পাতার একটা ফরম ফিলআপ করতে হবে।
  • ছবি লাগাতে হবে।
  • ভোটার আইডি কার্ডের ফটোস্টেট।
  • জমা দিয়ে সার্ভার ঠিক থাকলে তিন দিন পরে একাউন্ট।

    আজকে চেষ্টা করলাম :

  • এপ ইন্সটল : করা আছে।
  • ঐ এপ দিয়ে ভোটার আইডির ছবি তুলতে হবে।
  • নিজের ছবি তুলতে হবে।
  • সাবমিট বিছানায় শুয়ে শুয়ে।
  • একাউন্ট সংগে সংগে।

    সহজ হয়েছে।

    টাকা লোড করার জন্য যদি ব্যংক অনলাইন ট্রানজেকশন সাপোর্ট করে তবে এপ দিয়েই ব্যংক থেকে টাকা এনে বিকাশে লোড করে পাঠানো যাবে। দেশের অধিকাংশ ব্যংকই অনকাইন ট্রানজেকশন সাপোর্ট করে।

    এখন আর দোকানে দোকানে গিয়ে বিকাশ করার দরকার নেই।

    24-Aug-2020 9:17 pm

  • Published
    24-Aug-2020