Post# 1596787577

7-Aug-2020 2:06 pm


কভিড থেকে বাচতে অনেকে মসজিদে যাচ্ছে না। এটাকে আমি খারাপ হিসাবে দেখি না। তার জন্য ঠিক আছে।


কিন্তু নিজে যদি মসজিদে না যাই, তখন?

তবে এর সাথে অনেক সমস্যা চলে আসে।

  • জুম্মাতেও কি যাবো না?
  • ঈদের নামাজেও না?
  • এভাবে বছর যাবার পরে অন্তরের অবস্থা কি আগে যখন যেতাম সেরকম থাকবে?


    যারা যায় না, তারা অধিকাংশ যায় না নিজেদের বৃদ্ধ মা-বাপের কথা চিন্তা করে। সেই সেন্স ঠিক আছে। কিন্তু এটা ব্যখ্যা না করে তারা বলে কাতারের ফাকের কথা। নয়তো প্রশ্নকারি "আপনার মা কেমন আছে? আপনার সাথে থাকে? সুস্থ আছে?" ব্যক্তিগত অনেক প্রশ্ন টানা আরম্ভ করে।


    কাতারের ফাক এখন আমাদের মসজিদে ওয়াক্তিয়া নামাজে স্বাভাবিকের থেকে অতিরিক্ত আরো ২ ইঞ্চি। জুম্মার দিনে ৬ ইঞ্চি কারন তখন নতুন পাবলিক আসে যারা জানে না আমরা কিভাবে নামাজ পড়ি।


    হানাফি মাজহাবে যদি প্লেগের জন্য মসজিদ বন্ধ রাখার হুকুম থাকতো তবে এও বলা থাকতো রোগ কমে কি পর্যায়ে গেলে মসজিদ আবার খুলতে হবে।

    এরকম কিছু বলা নেই। নেই কেন? কারন প্লেগে মসজিদ বন্ধ করতে হবে এই কথাটাই নেই।

    সেই "ফিকাহ"-ই আমরা তৈরি করি। কিন্তু আগের যুগের ফকিহদের বাদ দিয়ে নিজেরা নতুন করে পুরানো সমস্যার নতুন ফিকাহ বের করি।


    তাই কখন আবার মসজিদ আগের মতো খুলবে এটা কোথাও বলা নেই।

    7-Aug-2020 2:06 pm

  • Published
    7-Aug-2020