Post# 1598457896

26-Aug-2020 10:04 pm


মামুনুল হক সাহেবের প্রশ্নোত্তর শুনছিলাম।

রিআইটারেট করলেন : নতুন টাকার নোট কিনা যাবে না বেশি টাকা দিয়ে। যেমন ছিড়া ৫২০ টাকা দিয়ে ৫০০ টাকার ভালো নোট নিলাম।

আমি এটা কখনো করি নি আলহামদুলিল্লাহ। সুদ হবে ধারনা করে। উনি নিশ্চিৎ করলেন এক্সট্রা টাকা যেটা দিচ্ছি সেটা সুদ।

#মাসলা

    Comments:
  • দুঃখিত। উত্তর দিতে পারলে খুশি হতাম। কিন্তু আমার জানা নেই।
  • হুম। শুনে আসলাম আজকে। আর নেটে দেখালম একাউন্ট মেইন্টেনেন্স চার্জ আছে বছরে ৬০০। যতদূর মনে পড়ে। এটা অবশ্য সব ব্যংকেই আছে।
  • ^ মালয়শিয়া-ইন্দোনেশি : শাফি।
    নর্থ আফ্রিকা : মালেকি।

    ব্যসিক্যলি এখন ইউরোপ আমেরিকা কোন দিকে ঝুকছে সেটা দেখার বিষয়।
    সিরিয়া থেকে মিশর পর্যন্ত সালাফি আছে মাইনরিটি। কিন্তু উনারা এখন কোন ঠাসা হয়ে আছেন, যতটুকু নেটে পড়ে বুঝছি।

26-Aug-2020 10:04 pm

Published
26-Aug-2020