Post# 1597731536

18-Aug-2020 12:18 pm


#আল্লাহর_বান্দা - ১১

মালেক বিন দিনার বলেন :

আমার এক প্রতিবেশি। মারা যাচ্ছে। দেখতে যাই। মৃত্যু পথ যাত্রি আমাকে বলে

: আমার সামনে আগুনের দুটো পাহাড় দেখছি। বেয়ে উঠছি। কষ্ট হচ্ছে।

পরিবারকে জিজ্ঞাসা করি। সে ব্যবসায়ি। দুটো ওজন মাপার পাথর রাখতো একটা দিয়ে মেপে মাল কিনতো, অন্যটা দিয়ে বিক্রি।

বুঝি কেন। পরিবারকে বলি দুটোই আনো। এর পর একটা নিচে রেখে অন্যটা দিয়ে জোরে মেরে দুটোই ভেঙ্গে ফেলি।

এতে তার তৌবা হবে?

তখনো জিবিত। কাছে যাই।

বলে : কষ্ট আরো বেড়েছে। কমে নি।

- মিনহাজুল আবেদিন।

    Comments:
  • - ^ corrected.

18-Aug-2020 12:18 pm

Published
18-Aug-2020