কওমি ফিতনা চরমে উঠার জন্য দুই বছর ধরছি। আরম্ভ হয়েছে ধরি জুন-২০২০ থেকে। তবলিগে যে রকম সময় লেগেছে।
তবে তবলিগের দ্বন্ধের চরম পয়ন্টের মতো দ্বন্ধ এখনো আরম্ভ হয় নি এখানে। হবে যেদিন দেখবো টংগির মাঠের ডিসেম্বরের জোড়ের মারামারির মতো উনাদের মাঝে লঠি নিয়ে মারামারি লাগছে।
উপরেরটা ভবিষ্যতের কথা যেটা দেখার বিষয় মিলে কিনা।
নিজের জন্য সাবধানতা যে তবলিগের দ্বন্ধের সময় কমপক্ষে তিন জন রিয়েল লাইফ পুরানো বন্ধুকে শত্রু করে ফেলেছিলাম পক্ষে বিপক্ষে পোষ্টের কারনে।
কিন্তু এই দ্বন্ধে আলেমদের কাউকে আমি শত্রু করতে চাচ্ছি না। এজন্য বেশি কাছের বন্ধুদের ব্লক করে রাখি : আমার স্টেটাস পড়ে আমার সাথে শত্রুতা করার দরকার নেই। বরং ফেসবুক থেকে দূরে থাকেন তবে আমার সাথে শত্রুতার কারনটা শেষ। দুজনই বন্ধু। দূরে থাকেন মানে ফেসবুক ছাড়ার দরকার নেই। একে অন্যের পোষ্ট না পড়তে পারলেই হলো।
ফেসবুক বন্ধুত্বের সিড়ি না। শত্রুতার সিড়ি।
- Comments:
- ^ বইয়ের পাতাগুলোর স্ক্রিন শট দেয়া আছে প্রথম দুই কমেন্টে। এর বাইরে সেই বইয়ে কিছু নেই।