Post# 1598874439

31-Aug-2020 5:47 pm


"আমি চাই আমার মৃত্যুর সময় বৃষ্টি পড়ুক"

বরং চাই যে হাশরে মাঠে উঠার সময় বৃষ্টি পড়ুক। সামনে তাকাই। দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। পিছনে বৃষ্টি পড়লেই কি আর না পড়লেই কি?

"আমার মৃত্যু আর কত দূর?"

বরং চিন্তা করি হাশরের দিন আর কতদূর? সমান দূর পৃথিবীর সবার জন্য। যার এখন ৮ বছর বয়স তার থেকে যত দিন দূর, যার ৮০ বছর বয়স তার থেকেও ঠিক তত দিন দূর।

"মৃত্যুর জন্য শ্রেষ্ঠ বয়স কত?"

আল্লাহ তায়ালা যাকে ঠিক করেছেন যে বয়সে দুনিয়া থেকে নেবেন, সে বয়স তার মৃত্যুর জন্য শ্রেষ্ঠ।

    Comments:
  • "রিপোষ্ট" মানে এডমিনের আইডিয়া শেষ। নতুন এডমিন লাগবে।

31-Aug-2020 5:47 pm

Published
31-Aug-2020