ক্ষমতাসিনদের কাছে কোনো কিছু না চাওয়া।
১
যেমন,
চাকরির জন্য পদস্থ কাউকে ধরা।
জমি জমা সংক্রান্ত গন্ডোগোলে এলাকার চেয়ারম্যানকে তোশামুদি করা।
সরকারি কাগজ ঝামেলায় ক্ষমতাসিন কারো কাছে সুপারিশ নিয়ে যাওয়া।
২
প্রথমতঃ তুমি ছোট হবে।
এর পরও নিজে পদস্থ বা উপরের কেউ না হলে তাদের কাছে দাম পাবে না। কত শত লোক তাদের কাছে অনুরোধ নিয়ে যায়।
৩
দ্বিতীয়তঃ যদি তারা সাহায্য করে তবে শিগ্রই এর প্রতিদান চাইবে।
যেমন তোমাকে চাকরি দিলে। "ঠিক আছে এখন আমার আরেকজনকে তুমি চাকরি দাও, যেভাবে তুমি চাকরি পেয়েছো।"
৪
এই উপকার পাবার একটা দাম আছে যেটা তোমাকে দিতে হবে। এবং এই দামটা হবে তুমি যা পেয়েছো তার থেকে অনেক অনেক বেশি।
৫
মানুষের দ্বারস্থ না হয়ে বরং এই বিশ্বাস রাখার অভ্যাস রাখো যে যেটা পাওনি সেটা তোমার তকদিরে ছিলো না। পেতে না।
এর পর আল্লাহর উপর আস্থা রাখো। উনি ভালোটা করবেন। যেটা শেষে আমার জন্য ভালো। এখন আমার কাছে মন্দ লাগলেও।