Post# 1597052757

10-Aug-2020 3:45 pm


মতিউর রহমান মাদানি সাহেবের ছোট একটা লেকচার শুনলাম বহুদিন পরে। নেটের প্রথম দিকে কেবল উনার বয়ানই ছিলো ইউটুব ফেসবুক নেটে। বাংলায় আর কোনো আলেমের ছিলো না। না হানাফি, না সালাফি, না ওয়াজ, না কথা। তাই উনার কথা শুনা হতো প্রচুর। ধরেন ২০০০ এর প্রথম দিকে। তাই উনার কথাই শুনা হতো। ইদানিং সব দ্বিনি লেকচার স্কিপ করে যাই। "ভালো" হয়ে গিয়েছি যেহেতু। : -)

যাই হোক : বললেন চার মাজহাবের ইমামরা ভালো, কিন্তু উনারা ভুল করেছেন। চারটাই ঠিক না, বরং চারটা মতের মাঝে বিভিন্ন বিষয়ে কোনো একটা মত ঠিক। আমাদের কাজ হলো সেই একটা ঠিক বের করা কারো অন্ধ অনুসরন না করে।

অনেক দূর আমরা এসেছি সেই ৯০ দশকের তকলিদ হারাম থেকে।

10-Aug-2020 3:45 pm

Published
10-Aug-2020