হিজবুল বাহার পড়তে দোষ নেই। দোয়াটা হাদিসে না থাকলেও।
খেয়াল রাখবেন আমাদের আব্দুল মালেক সাহেব হানাফি-দেওবন্দিদের মাঝে সবচেয়ে বেশি "সহি ঘেষা" [ এর অর্থ যাই হোক ]। উনি যদি বলেন সমস্যা নেই, তবে আর কেউ সমস্যা আছে বলবে না ধরে নিতে পারি।
আর উনি জবাবে আরো যা বলেছেন। আসলেই যাচাই করতে করতে আমরা সব দোয়াই ছেড়ে দিয়েছি। আমাদের বাপ দাদারা যারা এতকিছু বুঝতো না, কিন্তু নিয়মতি এগুলো পড়ে যেতো। তারা তাদের সোয়াব নিয়ে চলে গিয়েছে।
বেশি ইলমে উপকার নেই।
দরকার প্রয়োজনীয় ইলম - আর বেশি আমল।
- Comments:
- ^ দুঃখিত। মূল বই পড়ে দেখতে পারেন কি বুঝেন। চার লাইনের স্টেটাসে বেশি কিছু পাবেন না।