১
উপদেশ দাতা :
আপনার থেকে নম্র স্বভাবের হলে তার কথা শুনেন।
আপনার থেকে কঠিন স্বভাবের হলে তার থেকে দূরে থাকেন।
২
উপদেশ না শুনলে যদি সে ক্ষিপ্ত হয় তবে বুঝবেন :
উপদেশ দাতা নিজের ভালো চাচ্ছিলো
আপনার ভালো না।
৩
ভালো উপদেশও গ্রহন করবেন কি না :
শেষ স্বিদ্ধান্ত আপনাকে একা নিতে হবে।
কারন উপদেশ যদি শেষে মন্দ আনে আপনি একা ভোগ করবেন।
উপদেশ দাতা না।