Post# 1597498203

15-Aug-2020 7:30 pm


১। ছেলে বিদেশ থেকে আসবে, এজন্য লাশ তিন দিন কোল্ড স্টোরেজে ঢুকিয়ে না রাখি।

২। গার্ড অফ অনার ছাড়া এই লাশ দাফন নিষেধ এজন্য লাশ বাইরে ফেলে না রাখি। অবশ্য এখানে কিছু করার নেই। মুক্তিযোদ্ধার লাশ যেহেতু তাই দাফন করলেই পরিবারের জেল। লাশ বাইরে ফেলে রাখতে হবে।

৩। জানাজার জন্য মাইকিং করা হয়েছে সবাই আসরের পরে আসবে, এজন্য লাশ সকাল থেকে সারা দিন ফেলে না রাখি।

তারাতারি দাফন দেই। মৃতেরও এতে শান্তি। জিবিতেরও সোয়াব।

রেলিভেন্ট ফতোয়ার লিংক :
https://www.facebook.com/permalink.php?story_fbid=2708203716061443&id=100006155237973

15-Aug-2020 7:30 pm

Published
15-Aug-2020