Post# 1598178953

23-Aug-2020 4:35 pm


দ্বিনের উপর চলতে :

কিছু যুক্তি ছাড়া বিশ্বাস লাগে।
কিছু বিশ্বাস না করে যুক্তি।

কিছু আলেমের কথা বাদ দিয়ে নিজের বুঝ।
কিছু নিজের বুঝ বাদ দিয়ে আলেমদের কথা।

কিছু আমিরের ভুল না ধরে তার অনুসরন লাগে।
কিছু অনুসরন না করে নিজের আমিরের ভুল ধরা।

কিছু বিজ্ঞান বাদ দিয়ে অন্ধ বিশ্বাস লাগে।
কিছু অন্ধ বিশ্বাস বাদ দিয়ে বিজ্ঞান।

কারো অল্প ইলম লাগে, অধিক আমল।
কখনো অল্প আমল, অধিক ইলম।

কখনো নামাজের থেকে দান করা ভালো।
কখনো দানের থেকে নামাজ পড়া।

কোনো কথা একজন দ্বিনদ্বার বললে আমি হাসি।
হুবহু একই কথা কোনো নাস্তিক বললে আমি রাগি।

ডাক্তার না হয়ে আলেম হওয়া দরকার আছে।
আবার আলেম না হয়ে ডাক্তার হওয়া দরকার আছে।

কোনোটাতেই আমি কনট্রাডিকশন দেখি না।

যারা কনট্রাডিকশন দেখে,
তাদেরকে ব্যখ্যা করে বুঝাতে পারবো --
সেটা মনে করি না।

#কনট্রাডিকশন

23-Aug-2020 4:35 pm

Published
23-Aug-2020