Post# 1596348089

2-Aug-2020 12:01 pm


মানুষ মনে করে যেখানে দ্বিনি তর্ক হচ্ছে বা দ্বিনি পথভ্রষ্টতায় ভ্রষ্টদের ব্যপারে আলোচনা হচ্ছে সেখান গেলে সঠিক দ্বিন শেখা হবে।

সেখানে দ্বিন নেই। দ্বিন তার কাছে যে নিজের মুনাফেকির ব্যপারে প্রচন্ড আল্লাহকে ভয় করে, অধিকাংশ সময় মাথা নিচু করে চুপ থাকে আর আল্লাহর কাছে নিজের ব্যপারে রক্ষা চায়।

তার কাছে অল্প সময় বসলে দ্বিন শিখতে পারবে। সে দ্বিনি কোনো কথা না বললেও। কাছে বসার দরকার নেই, দূর থেকে তাকে দেখলেও তার ভয় তোমার অন্তরে চলে আসবে।

#ভয়

2-Aug-2020 12:01 pm

Published
2-Aug-2020