আশুরার রোজা :
আশুরার আগের দিন আর আশুরার দিন।
না পারলে, আশুরার দিন আর পরের দিন।
না পারলে, আশুরার দিন আর মহররম মাসের মাঝে যে কোনো এক দিন।
না পারলে, কেবল আশুরার দিন। এবং এই এক দিনই।
শুধু আশুরার দিনে রোজা রেখে এই মাসে আর কোনো রোজা না রাখলেও দোষ নেই। এর পরও আশুরার দিন রোজা রাখার পূর্ন সোয়াব পাবেন।
- Comments:
- https://www.facebook.com/Zia.Eshona/posts/1673568222799650
- This pic isn't from Bhutan. It's Nepal.