Post# 1597053536

10-Aug-2020 3:58 pm


"আলেমের ভুল"

দেখি ঐ ভুলটাই উনার মূল শিক্ষা কিনা। সারাদিন ঐটাই বলেন, ঐটা নিয়ে তর্ক করেন, ঐটাকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন -- এরকম কেইস কিনা।

তা যদি না হয় বরং ভুলটা প্রসংগক্রমে এসেছে তবে এটা নিয়ে বাড়া বাড়ি না করি। যদিও এটা ভুল।

"আপনাকে রুজু করতে হবে" "তৌবা করেছেন?" "কখন আপনি সেই কথা থেকে ফিরে আসছেন?" "উনি তো ঐ শিক্ষা দেন" তবে উনি যত না ভুল আমার উচ্চ বাচ্য তার থেকে থেকে বেশি ভুল।

উনার ভুলটা কেউ খেয়ালও করে নি। অল্প কেউ করেছে তারা হয়তো সেটা থেকে কোনো শিক্ষা নেয় নি। উনার থেকে আমার প্রতিবাদই বরং সবার মাঝে ঐ ভুল কথাটা অনেক বেশি প্রচার করছে।

অধিকাংশ ক্ষেত্রে আমার যত না ভুল সংশোধনের ইচ্ছা থাকে, তার থেকে বেশি ইচ্ছা থাকে ঐ আলেমকে হেয় করার। কারন সে আমার প্রতিপক্ষ।

"তবে কোনো আলেমের মূল শিক্ষায় যদি ভুল থাকে?"

তবে মূল শিক্ষা যে ভুল সেটা হাইলাইট করে কথা বলি। সাইড জিনিসগুলোকে হাইলাটই না করে।

সাইড জিনিসগুলো হাইলাইট করলে সাধারন পাবলিকের মাঝে নিজে জনপ্রীয় হওয়া যায় "দেখলেন, এই কথায় কেমন ভুল ধরলো? আমরা তো বুঝিই নাই।" কিন্তু এটা সমাজের ফিতনার কারন। আমার নিজের ধ্বংশের কারন।

জাজাকাল্লাহ।

10-Aug-2020 3:58 pm

Published
10-Aug-2020