মাদ্রাসা খুলছে, ঠিক? যা বুঝলাম --
ক্ষুদ্র ঘটনা :
মিটিংয়ের শেষে কোনো এক সচিব বিদায় করার জন্য বলেছেন "... ঠিক আছে পরিক্ষার প্রস্তুতি নেন, সমস্যা কি?"
যিনি শুনেছেন তিনি ফেসবুকে এসে পোষ্ট করেন :
পরিক্ষা নেবার অনুমতি পাওয়া গিয়েছে।
বাকিরা সেটার স্ক্রিন শট নিয়ে বলা আরম্ভ করেছে :
মাদ্রাসা খুলার অনুমতি পাওয়া গিয়েছে।
সেই স্টেটাসগুলো রেফার করে পরের লেভেলের শেয়ার কারিরা :
মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা খুলার অনুমতি দিয়েছেন।
দেখতে থাকেন ...