#আল্লাহর_বান্দা - ৪
আবু ইয়াজিদ বুস্তামি বলেন :
আমি তিন বছর ধরে আল্লাহর ইবাদত করি।
এর পর দেখি একজন বলছে :
হে আবু ইয়াজিদ!
ইবাদতের পাত্র পূর্ন হয়ে গিয়েছে।
তবে লক্ষ্যে পৌছতে চাইলে এখন নিজেকে হেয় করো।
দীনতার পথ ধরো।
- মিনহাজুল আবেদিন
- Comments:
আবু ইয়াজিদ বুস্তামি বলেন :
আমি তিন বছর ধরে আল্লাহর ইবাদত করি।
এর পর দেখি একজন বলছে :
হে আবু ইয়াজিদ!
ইবাদতের পাত্র পূর্ন হয়ে গিয়েছে।
তবে লক্ষ্যে পৌছতে চাইলে এখন নিজেকে হেয় করো।
দীনতার পথ ধরো।
- মিনহাজুল আবেদিন