Post# 1597730929

18-Aug-2020 12:08 pm


#আল্লাহর_বান্দা - ১০

এক নেককার লোক। উনার ছেলে শহিদ হন। সে ছেলেকে কখনো স্বপ্নে দেখে না।

ওমর বিন আব্দুল আজিজ একদিন মারা যান। সে রাতে নিজের ছেলেকে স্বপ্নে দেখেন। জিজ্ঞাসা করেন

: তুমি মারা যাওনি?

: না। আমাকে শহিদ করা হয়েছে। আমি জিবিত আছি। আল্লাহর থেকে রিজিক পাই।

: তবে এতদিন দেখি নি কেন? আজকে যে?

: আসমানের সমস্ত নবি, সিদ্দিক আর শহিদদের বলা হয়েছে উমর বিন আব্দুল আজিজের জানাজায় শরিক হতে। তাই এসেছি। ভাবলাম আপনার সাথে দেখা করে যাই।

- মিনহাজুল আবেদিন।

    Comments:

18-Aug-2020 12:08 pm

Published
18-Aug-2020