Post# 1598246789

24-Aug-2020 11:26 am


একই বই পড়ে,
সাহাবা কিরামদের প্রতি আমার মহব্বত এত বাড়ে,
আরেকজন সাহাবা বিদ্বেষ পেয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে।

একই বই,
পড়ে আমি পথ পাই
অন্যজন এতে পথভ্রষ্টতা দেখে

একই বই,
কেউ বলে এর থেকে ভুলে ভরা বই দ্বিন ইসলামের উপর নেই
আরেক হিন্দু বলে আমি ঠিক এই বই পড়ে মুসলিম হয়েছি।

একই বই।

    Comments:
  • হয়তো হিন্দু পরিবার।

24-Aug-2020 11:26 am

Published
24-Aug-2020