TIL : হানাফিরা যদি আহলে হাদিস ওয়াক্তে আসর পড়ে তবে দোহরাতে হবে না। [ খুশির ইমো হবে এখানে ]
এর পর আরো ডিটেইলস ফতোয়া লাগবে যেটা খুজিনি। কিন্তু এতেই সন্তষ্ট। কারন বাসায় আসর পড়লে আমি আহলে হাদিস ওয়াক্তেই নামাজ পড়ি অন্য একটা ফতোয়া অনুসরন করে। সেটাও হানাফি ফতোয়া কিন্তু ঠিক মেইন স্ট্রিম ফতোয়া না।
যাই হোক এই সব মাসলা নিয়ে কথা তুলাই মানে ধিকি কয়লাকে উসকে বড় আগুন করে দেয়া।
আল্লাহ তায়ালা এগুলো থেকে আমাকে হিফাজত করুন।