মুহাররমের চাদ বাংলা থেকে দেখা গিয়েছে। তাই কালকে অগাষ্ট-২১ হলো মুহাররমের ১তারিখ।
হিজরি নতুন বছর ১৪৪২ আরম্ভ।
এখন "অগাষ্ট-২১ ছিলো হিজরির ১ম দিন" এটা যদি সারা বছর মনে রাখতে পারেন তবে সামনে রমজান কবে? ঈদ কবে? হজ্জ কবে? শবে বরাত কবে? সবগুলো প্রশ্নের "রাফ" উত্তর পাবেন সহজে।
মূল ফরমুলা : "প্রতিটা আরবি মাস, ইংরেজি মাস থেকে ঠিক ১ দিন কম" -- এতটুকুই।
তবে রমজান কবে?
রমজান হলো ৯ম মাস হিজরির। মানে এখন থেকে ৮ মাস পরে।
তাই অগাষ্ট ২১ তারিখের সাথে ৮ মাস যোগ দিন এর পর ৮ দিন বিয়োগ করেন = এপ্রিলের ১৩ তারিখ রমজান আরম্ভ -- রাফ।
হজ্জ কবে?
হজ্জ আমাদের হিসাবে পড়ে ৮ জিলহজ্জ [সৌদির ৯ই]। জিলহজ্জ হলো হিজরির ১২তম মাস। এখন থেকে ১১ মাস পরে।
অগাষ্ট ২১
=
জুলাই ১০ তারিখ = জিলহজ্জের ১ তারিখ।
তাই ৮ ই জিলহজ্জ এর ৭ দিন পরে
= জুলাই মাসের ১৭ তারিখ
সে দিন হজ্জ রাফ।
Published
20-Aug-2020