Post# 1598092195

22-Aug-2020 4:29 pm


ইবাদতে বাধা ---


বলবে, "তুমি শো অফ করছো, রিয়াকার ..."

রিয়ার ভয়ে আমল ছেড়ে দেবো কেবল তখন যখন প্রথম থেকে আমলটা করার উদ্যেশ্য ছিলো মানুষকে দেখানো। যেমন "দেখাতে না চাইলে আমি এই আমলটা করতামই না।"

এমন না হলে আমল ছেড়ে দিলে আমার ক্ষতি। আশরাফ আলী থানভী সাহেবের নসিহা আছে এর উপর। আগে একসময় লিখেছিলাম।


বলবে, "অধিক আমল করলে মানুষ পাগল হয়ে যায়। শয়তানে ধরে।"

যেমন রাতে তাহাজ্জুদ পড়লে তাকে জ্বীনে ধরে। এটার জবাব দেয়ার প্রয়োজন নেই।


আমলের বদলে মানুষ আপনাকে তর্কে লিপ্ত করে দেবে।
"এটা ঠিক না"
"এর থেকে সেটা বেশি সোয়াবের"
"এটা দরকার নেই"
"না করলেও চলে"

চুপ থাকি। প্রথমটার জবাব দিলে সে দ্বিতীয়টা নিয়ে আসবে। সেটার পরে আরেকটা। উদ্দেশ্য আমাকে তর্কে ব্যস্ত রাখা।

22-Aug-2020 4:29 pm

Published
22-Aug-2020