কোরবানীর ঈদের পরে এই ৫ দিনে কাছের আত্মিয়দের মাঝে ৩য় বিয়ে আজকে।
তোমরা যারা বলো "কোভিডের জন্য বিয়ে করতে পারছি না"
বাই দা ওয়ে : বিশাল লাইট, নাচ, জাকজমক করে বিয়ের উৎসাহ থাকে মেয়ের, ছেলের না। কারন মেয়ের বান্ধবি রিনা আর মিলা বিশাল অনুষ্ঠান করে বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে। "আমি তাদের থেকে বড় অনুষ্ঠান করে দেখিয়ে দিতে চাই।"
"পরে যদি ঋনে পড়ে বাসায় জামাই সহ না খেয়ে থাকি, তবে মানুষ জানবে না। কিন্তু বিয়েটা যদি বড় করে না করি তবে বান্ধবিদের সামনে আমি মুখ দেখাতে পারবো না। কারন এটাই মানুষ দেখবে।" -- মেয়েদের কথা, লিটারেলি।
যাই হোক কভিড। রিনাদের দোষ বেশি না ধরি।
নিজের দোষ ধরি। :-)