Post# 1596903276

8-Aug-2020 10:14 pm


প্রদিপ দাদার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। যেমন, কি করে গুলি করতে হয়। কারো দোষ না দেখি। বরং সবার থেকে ভালোটা শিখি। আর think positive.

"এত শেখার দারকার কি?"

কারন, আমাদের জানা নেই সামনে কোন বছর কোন ইলম কাজে আসা আরম্ভ করবে। তখন এগুলো শেখার সুযোগ পাবেন না।

মাননীয় সরকার এগুলো শেয়ার করার অনুমতি দিচ্ছে বলে শেয়ার করলাম। মহোদয় রাগ করছেন খবরে আসলে সরিয়ে দেবো ইনশাল্লাহ। ৭১ টিভি বলে কথা।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

8-Aug-2020 10:14 pm

Published
8-Aug-2020