Post# 1597342263

14-Aug-2020 12:11 am


ফলোয়ারদের জন্য। দ্বিনি কোনো বিষয়ে কমেন্টে প্রশ্ন করে আমার কাছ থেকে কোনো জবাব পাবেন না। প্লাস আমাকে ডিসকাশনে নামাতে পারবেন না। তাই না করলে ভালো হয়।

কাউকে কিছু শিখানোর ইচ্ছা নেই। যতটুকু পোষ্টে বলি তার থেকে বেশি কিছু বলার নেই। দুঃখিত।

আর আমাকে বাদ দিয়ে অন্যরা নিজেদের মাঝে ডিসকাস করতে চাইলে আলাদা গ্রুপ করে দিতে পারি। কিন্তু সেটা মডারেট কে করবে সেটা নিয়ে গন্ডোগোল আরম্ভ হবে তাই কোনো সলুশন নেই।

তাই ডিসকাশন যার যার টাইমলাইনে। এর থেকে ভালো কোনো সমাধান নেই।

জাজাকাল্লাহ।

14-Aug-2020 12:11 am

Published
14-Aug-2020