"জানা নেই"
একই প্রশ্নের উত্তর বিভিন্ন ক্লাস, সমাজ, পরিবেশ, আইডলজি, গ্রুপ, দলের জন্য ভিন্ন ভিন্ন হবে।
কিন্তু মাসলা মাসায়িল বাদ দেই। একেবারে ফান্ডামেন্টাল জিনিসগুলোর ব্যপারে তো উত্তর এক?
"কাউকে প্রশ্ন করলেন কালেমার ব্যপারে। সে জবাব দিলো জানা নেই, তবে কি তার ঈমান থাকবে?"
ঠিক। এসব ব্যপারে নিশ্চই কোনো তর্ক নেই?
কিন্তু এসব ব্যপারে কেউ প্রশ্ন করে না। করে বিতর্কিত ব্যপারে।
আর কালেমার ব্যপারে তর্ক আছে কি নেই, সেই ব্যপারে লিখেছিলাম নিচের পোষ্টে।
শেষে সব উত্তর হবে "জানা নেই"। ফান্ডামেন্টাল ব্যপারেও। আমার প্রয়োজনীয় উত্তর আমি জানি। কিন্তু আপনার কি প্রয়োজন সেটা আমি জানি না। কালেমার ব্যপারে হলেও।
https://www.facebook.com/habib.dhaka/posts/10157047699273176