#আল্লাহর_বান্দা - ২৩
উস্তাদ আবা বাকার বিন ফাউরাক,
চাইলেন মানুষের থেকে পৃথক হয়ে আল্লাহর ইবাদতের জন্য পাহাড়ে চলে যাবেন। একটা পাহাড়ে উঠার পরে শুনেন একটা আওয়াজ বলছে :
হায় আবু বকর!
যখন মানুষের মাঝে তুমি আল্লাহর একটা নিদর্শন হয়ে গেলে,
তখনই তুমি মানুষকে ছেড়ে চলে গেলে?
এটা শুনে উনি ফিরে আসেন। এ কারনে বাকি জীবন মানুষের মাঝে কাটান।
- মিনহাজুল আবেদিন
- Comments: