ইমাম মাহদির আত্মপ্রকাশ। আরমান ভাই নিজেই মাহদি এবং এটা অফিসিয়ালি উনি ঘোষনা করেছেন আজকে। লিংক কমেন্টে।
এখন এগুলো নিয়ে আমি ট্রল করতে পারি।
কিংবা,
কিছু শিক্ষনিয় থাকলে শিক্ষা নিতে পারি।
শিক্ষনিয় কি?
?? "মাহদি বলে কিছু নেই। এই সব মাহদি টাহদির কথা বলে উম্মাহ গত ১৪০০ বছরে বহু হাজার বার ঈমান হারিয়েছে, পথভ্রষ্ট হয়েছে।"
উহু। এটা আমার শিক্ষা না।
?? "এই সব আখিরুজ্জামানের ব্যপারে যারা আলোচনা করে তারাই এই পথভ্রষ্টতার জন্য দায়ি"
উহু। এটাও আমার শিক্ষা না।
?? "এই সব তবলিগওয়ালারা পথভ্রষ্ট। দেখেন তাদের কোরআন হাদিস ছেড়ে ওলি আউলিয়ার কিচ্ছা কাহিনি পড়ে কি অবস্থা।"
না। সেটাও আমার শিক্ষা না।
তবে?
শিক্ষা হলো নামাজ পড়ার সময় চোখ বন্ধ করে নামাজ পড়তে হয় না।
সম্ভবতঃ থানভি সাহেবের সময় বা অন্য কারো সময়ের ঘটনা। বহু আগে পড়েছিলাম। কেউ বললো হুজুর ওমুক খুব নামাজ পড়ে কিন্তু একটা দল করে নিজেকে মাহদি দাবি করছে।
জবাব দিলেন : দেখবে নামাজ পড়ার সময় সে চোখ বন্ধ করে নামাজ পড়ে।
বাকিরা খবর নিয়ে জানালো : হ্যা তাই।
Q. "এই বিশাল উম্মাহ কাপানো ঘটনা থেকে আপনার এই ছোট শিক্ষা?"
হ্যা। এতটুকুই। :-)
- Comments:
- https://www.youtube.com/watch?v=D9WtVM3BiwM
- যারা ঘটনা কি বুঝতে পারছিলেন না তাদের জন্য প্রথম লাইনটা আরেকটু লম্বা করে লিখে দিলেম। ভিডিওর কথার সারাংশ।