Post# 1596365349

2-Aug-2020 4:49 pm


১৫০/= টাকা যদি গরুর চামড়ার দাম হয় --

তবে যত জনকে আপনি এক পোয়া গোস্ত দিলেন, তাকে যেন আপনার গরুর পুরো চামড়া দান করে দিলেন। কারন গোস্তের কেজি ৬০০/=।

বরং বেশি। কারন ঐ চামড়া নিয়ে এর পর আড়তদারের কাছে বিক্রি করার জন্য দ্বিতিয়বার নিয়ে যাওয়ায় অনেক খরচ আছে।

"দেশের চামড়া বিদেশে রপ্তানি হয় ২০ হাজার টাকা। আমাদের দেশে দাম নেই।"

এটা প্রসেসিংয়ের দাম। একদলা মাটির দাম ৪ পয়সা। এটা প্রসেস করে ইট করার পরে ১০ টাকা। তার অর্থ এই না যে "সে ১০ টাকায় ইট বিক্রি করবে, সেই মাটি আমার থেকে সিন্ডিকেট করে কিনেছে ৪ পয়সায়। কমপক্ষে ৮ টাকা তো আমাকে দেয়া উচিৎ ছিলো।"

চারদিকে এত ফ্রি মাটি যে আপনার মাটির জন্য আপনাকে ৮ টাকা দেয়ার কোনো কারন নেই। আপনার ডিমান্ড নিয়ে আপনি থাকেন।

2-Aug-2020 4:49 pm

Published
2-Aug-2020