Post# 1597449004

15-Aug-2020 5:50 am


জোনাথান ব্রাউনের থেকে আমার শিক্ষনিয় আছে। উনার পেছনে ডেনিয়াল হাকিকাত রিসেন্টলি লাগে।

কিন্তু ব্রাউন এর কিছুর জবাব দেন না। এমন নির্লিপ্ত ভাবে সময় কাটান আর স্টেটাসে নিজের জীবনের টুকটাক জিনিস শেয়ার করেন যেন এগুলো কানেই যাচ্ছে না। এমন কি "প্রথম জবাবটা" দেয়ার জন্য মুখ খুলেন না, যেটা মানুষ করে একবার কেবল নিজের অবস্থান ব্যখ্যা করে। নিজের পক্ষে কোনো ডিফেন্স নেই।

ডেনিয়াল চালায় অনেক দিন। কেউ ব্রাউনকে কমেন্টে জিজ্ঞাসা করলে বলে "কিসের ঝগড়া?" সে লিংক দিলে "তবে তাকে জিজ্ঞাসা করো"।

আল্লাহ তায়ালা উনার এই নির্লিপ্ততার পুরস্কার উনাকে দিয়ে দেবেন। এর বিপরিতে উনার সম্মান বাড়াবেন।

আল্লাহ তায়ালা যেন আমাকেও এরকম সোয়াব থেকে বঞ্চিত না করেন যদি এরকম পরিক্ষা নেন। তবুও দোয়া করছি পরিক্ষা যেন উনি না নেন।

15-Aug-2020 5:50 am

Published
15-Aug-2020