Post# 1598344981

25-Aug-2020 2:43 pm


Self reminder : জনে জনে গিয়ে ভুল ধরো না।

আগে নিজেকে রক্ষা করো। এর পর পরিবারকে।

মানুষের ভুল নিয়ে এত বিচলিত হয়ে যেও না যে তাদেরকে শত্রু করে ফেলো।

বরং সবসময় ভালো কথা বলো।
কেউ শুনবে তার অন্তর ঝুকবে, মানবে।
পেসিভলি।

Self reminder : আবারও।

25-Aug-2020 2:43 pm

Published
25-Aug-2020