মানুষের কাছে না চাওয়া :
বৌয়ের কাছে যৌতুক না চাওয়া।
"না চাইলেও তারা দেবে" -- এই চিন্তা অন্তরে না আনা।
"যৌতুক না - কিন্তু কিছু তো তাদের এখন দেয়া উচিৎ" এই চিন্তাকে মাথায় জায়গা না দেয়া।
"যৌতুক নিষিদ্ধ" সে কারনে সরকারের কথা রিপিট করে আমি এই কথা বলছি না।
বরং,
বরকত আল্লাহর তরফ থেকে আসে। মেয়ের বাপের দিকে তাকিয়ে থাকলে আপনি জীবনে বরকত পাবেন না।
মেয়ের বাপ এ জায়গায় নিরিহ। উনি দেশের মন্ত্রী হলেও।