Post# 1598896122

31-Aug-2020 11:48 pm


কুফরি ফতোয়ার ছড়াছড়ি প্রথম দিকে ভালো লাগে। আমার শত্রুদের আক্রমন হচ্ছে।


কিন্তু এটা বাড়তে থাকে। কি কারনে দেয়া হবে সেটা আরো ছোট হতে থাকে। কে দেবে সেটা আরো সাধারন লোকের মাঝে যেতে থাকে।

এর পর এক সময় নিজের উপর কুফরি ফতোয়া আসে। কোন দিক থেকে আসলো বুঝতেও পারবেন না। যদিও কিছু দিন আগে আরেক জনের উপর দেয়ার পরে হয়তো হাসছিলেন।


এর পর অবস্থা যখন চরমে উঠে যায় তখন সব পক্ষ restrain করে। "আর চলছে না। আমি আপনাকে দেবো আপনি আমাকে, ফল কি?"

সবাই চুপ করে যায়। কিছু দিন এরকম চলে। এর পর পরের জেনারেশন আসে আবার সিমিত কিছু কুফরি ফতোয়া নিয়ে। তারা আগের অবস্থা দেখে নি। এই নতুন আক্রমন উপভোগ করে কিছু দিন। এর পর আবার অবস্থা খারাপ। তখন তারা ব্রেকে। তারা চুপ করে যায়। আসে তাদের পরের জেনারেশন। যারা আগের গুলো দেখে নি।


আমাদের তাকফিরি-মানহাজিদের কুফরি ফতোয়া দিতে দেখি না অনেক দিন। Restrained. "আমরা তাকফিরি না, এগুলো অপপ্রচার"। ছুন্নি জামাতের ভাইদের কুফরি ফতোয়া যুদ্ধও সম্ভবতঃ ব্রেকে। ফলো করছি না।

এখন আমাদের দেওবন্দি ভাইদের কুফরি ফতোয়ার ছড়াছড়ি। বাড়ছে। এর পর কি হয় সেটা অনেকবার দেখা।


আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।

31-Aug-2020 11:48 pm

Published
31-Aug-2020