"নসিহা" গ্রুপ ডিলিটেড। চার বছর ছিলো নেটে। তৈরির সাথে সাথেই হুড়মুড় করে সবাই জয়েন করেছিলো, সময় লাগে নি উঠতে, হয়তো দুই তিন দিন। অরিজিনাল উদ্বোক্তাদের কতজন শেষ পর্যন্ত সেখানে ছিলো জানা নেই। স্পওন করেছিলো "নসিহা ফতোয়া" এরকম অনেক স্পেশেলাইজড গ্রুপ। সেগুলো পরে বন্ধ হয়ে যায়। কোনো এক সময় নসিহা চলে যায় সুডো আন্ডারগ্রাউন্ডে - ওপেন না। আমি ফলো করি নি অনেক বছর। আজকে ডিলিটেড বাই ফেসবুক।
সেইভ করে রাখলাম টাইমলাইনে একটা মাইলস্টোন হিসাবে।
মন্দ থাকলেও কিছু বললাম না।
- Comments:
-
- সমস্যা আছে মনে করছেন কেন?