ইয়াসির কাজির সপ্তাহ খানেক আগের কনট্রোভার্সির কিছু ডিটেইলস দেখলাম আজকে। এমন নতুন কিছু পেলাম না যেটা বহু আগে থেকে জানতাম না।
তবে জানলাম এই জেনারেশনের মানে ইয়াসির কাজি, হামজা ইউসুফ, জোনাথন ব্রাউন, আব্দুর রহিম গ্রিন উনাদের প্রতি তাদের পরবর্তি জেনারেশনের ইসলাম পন্থিদের এত ক্ষোভ যে ইসলামের লাভ ক্ষতির থেকে কারো অপছন্দের আলেমের ক্ষতি করাটা তাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ন। এবং সব কিছুই মানুষ করছে "হক কায়েমের" নামে।
আল্লাহ তায়ালা "হক কায়েমের" ফিতনা থেকে আমাকে আর আমার পরিবারকে রক্ষা করুন।
আমিন।