Post# 1596786192

7-Aug-2020 1:43 pm


চাকরি :


কভিডের যুগে বিদেশের রাস্তা বাংগালিদের জন্য বন্ধ হয়ে এসেছে। কোনো দেশই আর বিদেশিদের সহ্য করতে পারছে না। এর মাঝে বাংগালিদের অবস্থা সবচেয়ে খারাপ।


তাই পাশ করে বিদেশে উচ্চ ডিগ্রি : বন্ধ।
বিদেশে চাকরি নিয়ে চলে যাওয়া : বন্ধ।
ইমিগ্রেশন নিয়ে আমেরিকা : বন্ধ।
ওয়ার্কার ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যে : বন্ধ।
দালালদের টাকা দিয়ে লিবিয়া হয়ে ইতালি : বন্ধ।
নৌকা নিয়ে মালয়শিয়া : বন্ধ।


এই মাটি কামড়ে পড়ে থাকতে হবে।
এটা ভালো কাজ সেজন্য না। বরং অপশন নেই। রাস্তা এখন এটাই।

    Comments:
  • ^ এটা গত কয়েক মাসে হয়েছে। কভিডের পরিবর্তের পর। এর আগে প্রায় সব রাস্তা খোলা ছিলো। একটা বন্ধ হলে অন্যটা।

7-Aug-2020 1:43 pm

Published
7-Aug-2020