Post# 1597738846

18-Aug-2020 2:20 pm


#আল্লাহর_বান্দা - ১৩

আল্লাহর এক বান্দা।

অনেক মুত্তাকি। অনেক ইবাদত গুজার। ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে আসেন। কিন্তু কেন যেন কিছু শিখতে পারেন না। তবুও চেষ্টা। সবাই অবাক।

শেষে অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় সে ডাক্তারের কাছে না গিয়ে সঙ্গীদের দের সংগে থেকে চেষ্টা চালিয়ে যায়। অবস্থা বেশি খারাপ।

আবু বকর বলেন : আমি তার পাশে বসা ছিলাম। সে আকাশের দিকে তাকায়। এর পর বলে

لمثل هذا فليعمل العاملون

"এর জন্যই আমল কারিরা আমল করে" সুরা সফ এর আয়াত যেখানে জান্নাতিদের কথা বলা হয়েছে।

এর পর সে মারা যায়।

- মিনহাজুল আবেদিন।

    Comments:

18-Aug-2020 2:20 pm

Published
18-Aug-2020