Facebook Posts - January 2020

1-Jan-2020 12:14 am


2020 : We are living in the future.

1-Jan-2020 12:14 am

1-Jan-2020 1:25 am


নতুন বছর : প্লেন করছি ইনশাল্লাহ তাসাউফের উপর আবার লিখা আরম্ভ করবো।

কিন্তু এর আগে পোলাপান সবাইকে ব্লক করা হয়েছে কিনা নিশ্চিৎ হতে হবে। তাসাউফ পোলাপানদের জন্য না। ৪০ বছর হলে এর পর। পোলাপানরা বরং গিয়ে জিহাদ করো।

"সমস্যা কি? বুইরাদের জিহাদ করার দরকার নেই?"

সমস্যা কি সেটা তোমরা বুঝবে ২০ বছর জিহাদ করার পরে, বয়স যখন ৪০ পার হবে তখন।

"লিখেন লিখেন। আমিও তাসাউফ পন্থি! হুররে!"

তাসাউফ পন্থিদেরও ব্লক করে লিখা আরম্ভ করতে হবে। নয়তো এরাও অতি উত্তেজিত হয়ে এসে ক্যচাল বাধাবে।

"পুরো দুনিয়াকে কি আপনি ব্লক করবেন?"

না। বরং পোলাপান বয়সি যারা আছে শুধু তাদেরকে ব্লক। কারন ক্যচাল এরাই করে, তারা যে পন্থি হোক। :V পরিনত বয়স্করা এগুলো দেখে দেখে বড় হয়। অত উত্তেজিত হয় না, তারাও যে পন্থিই হোক।

আর বাই দা ওয়ে। পোলাপানদের জন্য কিছু ট্রেপ রাখবো। প্রথমেই যেন ফাদে পড়ে যায়।

যেমন, পোষ্ট হবে তাসাউফের, কিন্তু উপরে টাইটেলে দিলাম "মডারেট মুসলিমদের জন্য আমল।"

"মডারেট" শব্দটা তো আপনাদের দলের কপিরাইটেড ওয়ার্ড না। ঠিক? আমার জন্য ফ্রি আছে!

1-Jan-2020 1:25 am

1-Jan-2020 12:30 pm


আল্লামা আশরাফ আলীর মৃত্যু :

এসব নিয়ে আর বলতে ইচ্ছে করে না, কারন কখন কার মানহাজ, আদব, আখলাক বিরোধি কি বলে ফেলি, আর কে ক্ষেপে উঠে। এর পরও এটা একটা মার্ক এজন্য লিখে রাখলাম।

উনি কে?

মালিবাগ মাদ্রাসার প্রিন্সিপাল। যেটা আমাদের বাসার কাছে এবং বহু যোগাযোগ। প্রায়ই নামাজ পড়া হয় সেখানে।

প্লাস উনার বাড়ি কুমিল্লার সদর দক্ষিনে। আমাদের এলাকায়।

মার্ক : আমাদের ধর্ম মন্ত্রীর একটা ভিডিও ভাইরাল হয়েছিলো কিছু দিন আগে যেখানে ৫০ জন আলেমের হজ্জের কাহিনি বর্ননা করেছেন। "কুত্তাকে খাবার দেয়া" বা এই টাইপের কিছু কথা ছিলো। কথায় তিনি একজনেরই নাম নিয়েছিলেন উনি হলেন ইনি যিনি মারা গিয়েছেন।

এখন উনি হাজিদের সাথে গিয়েছিলেন কিনা, বা কি হয়েছিলো জানা নেই।
জানতে চাইও না।

Ignorance is bliss.

1-Jan-2020 12:30 pm

1-Jan-2020 3:10 pm


মডারেট ভাবনা : আলেম।


আলেমদের নিজেদের মাঝে দ্বন্ধ আছে সেগুলো বাদ দিয়ে যেতে হবে। এ দ্বন্ধ গুলো দ্বিনের জন্যই, দুনিয়ার জন্য না। কিন্তু এগুলো বেশি দিন টেকে না। ইতিহাসের পরবর্তিতে গিয়ে দেখা যায় মুসলিমরা দুই আলেমকেই সমান সম্মান করছে, যদিও তাদের দুজনের একজন অন্য জনকে ভুল বলতো। ইতিহাসের প্রথম থেকেই এরকম হচ্ছে, এখনো হচ্ছে।


কিছু আলেমদের বাদ দিতে হবে। যেমন বিভ্রান্ত আলেম আছে। যারা ইচ্ছে করে মিথ্যে বলে নিজের মর্যাদা বাড়ানোর জন্য। যেমন তারেক জামিল সাহেবের জীবনের কাহিনি নিয়ে নিজের জীবনের কাহিনি হিসাবে চালাচ্ছেন। বা প্রচলিত বহু পুরানো একটা শিক্ষামূলক গল্প নিয়ে এটা নিজের জীবনের ঘটনা হিসাবে বর্ননা করছেন।

কিংবা যাদের এত বেশি ফোকাস থাকে টাকার দিকে, যে উনার কথা বার্তার ৭০%-ই নির্ধারিত হয় কি বললে টাকা বাড়বে সে দিকে।

এরা বাদ।


মাদ্রাসায় পড়ে নি কিন্তু দ্বিন সম্পর্কে অনেক জানে তার থেকে ডিরেকশন নেয়াটা বিপদজনক। কারন এখানে মানহাজ-মাজহাব-মাসলাকের ব্যপার আছে, কোনটা ঠিক, বেঠিক, ফরজ, ফরজ না এই সব। যেগুলো নির্ধারিত হয় আর শিখিয়ে দেয়া হয় যার যার মাদ্রাসা থেকে।

এখন যেমন আপনি দেওবন্দি আলেম মনে করে ইংরেজি শিক্ষিত একজনের দলিল শুনেন। কিছু দিন পরে উনি হয়তো মিলাদ কিয়ামের পক্ষে দলিল দিলো। বা বাংলা নববর্ষ উদযাপনের পক্ষে। আপনি মনে করলেন "এইতো দেওবন্দি আলেমরা এর পক্ষে কথা বলছে।" কিন্তু আসলে উনি দেওবন্দি মাদ্রাসায় পড়েন নি। বা সেখান থেকে ডিগ্রি নেন নি।

ভুল বুঝার সম্ভাবনা আছে। বা অন্যে আপনাকে এগুলো দেখিয়ে ভুল বুঝানোর সম্ভাবনা আছে।

আলেম হলে "এটাই ঐ মাদ্রাসার মত" আমি গ্রহন করি বা না করি। শেষ।

1-Jan-2020 3:10 pm

1-Jan-2020 7:24 pm


তসলিমা আপু লিখেছেন কয়েকদিন আগে :

যে বাড়িতে আমি বড় হয়েছি, সে বাড়ি ছিল প্রচণ্ড ধর্মনিরপেক্ষ বাড়ি। বিজ্ঞানমনস্ক মানুষের বাড়ি। আমার বাবা ছিল ডাক্তার, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যাপক। মিটফোর্ড এবং ঢাকা মেডিক্যাল কলেজেরও অধ্যাপক । আমরা চার ভাই বোন ছিলাম বিজ্ঞানের ছাত্র ছাত্রী। পড়েছি পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান। আমি ডাক্তার হয়েছি। বাবা নাস্তিক ছিলেন। ভাই বোনেরাও নাস্তিক ছিল। দাদারা বেহালা বাজাতো, গিটার বাজাতো। আমিও গিটার। বোন হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসংগীত গাইতো। আমাদের গিটার, বেহালা আর গানের শিক্ষক ছিলেন যামিনী পাল, সমীর চন্দ্র দে, বাদল দে। দাদারা পাড়ার হিন্দু মেয়েদের সংগে প্রেম করতো। একজন তো এক হিন্দু মেয়েকে পরে বিয়েই করেছে। মেয়েটি নৃত্যশিল্পী। বোনেরও ছিল পাড়ার হিন্দু ছেলেমেয়েদের সংগে বন্ধুত্ব। আমাদের বাড়িতে মা ছাড়া কেউ নামাজ পড়তো না। মা'র নামাজ নিয়ে বাবা আর আমরা ভাই বোনেরা হাসি ঠাট্টা করতাম। বাবা জানতোই না নামাজ কিভাবে পড়তে হয়। কোরান পড়তেও জানতো না। আমার বাবা দাদারা বরাবরই ক্লিন শেভড। বরাবরই স্যুট টাই। আমরা বোনেরাও আধুনিক পোশাক। জিন্স। শাড়ি টিপ।

এই ছিল আমাদের ৭০, ৮০ আর ৯০ দশকের অবকাশ। বাড়িতে সারা বছর রবীন্দ্রসংগীত বাজতো, গণসংগীত বাজতো, হেমন্ত মান্না দে সতীনাথ বাজতো। নাটক হতো, নৃত্য নাট্য হতো। সাহিত্য পত্রিকা সম্পাদনা করতো দাদা। আমিও করতাম । বাড়ির বুকশেল্ফে ছিল প্রচুর গল্প উপন্যাস প্রবন্ধের বই। বাড়িটিতে সাহিত্য চর্চা চলতো প্রতিদিন। দাদা লিখতো কবিতা। আমিও লিখতাম। বাড়িতেই সকাল কবিতা পরিষদ গড়ে তুলেছিলাম, বারান্দার ঘরে শহরের উৎসাহী আবৃত্তিকারদের নিয়ে বৃন্দ আবৃত্তির মহড়া চলতো। বাড়িতে দাবা খেলা চলতো বাবা আর মেয়েতে, ভাই বোনে চলতো রাত জেগে তাস খেলা। সে বাড়ির নাম ছিল 'অবকাশ'। নামখানা বাবার দেওয়া। অবকাশে আমরা সবাই ছিলাম কর্মমুখর। কারও একফোঁটা অবকাশ ছিল না।

আমাদের সেই অবকাশ আর আমাদের নেই। সেই অবকাশ এখন বড় দাদার স্ত্রী পুত্রদের দখলে। স্ত্রীর বাপের বাড়ির আত্মীয় আর পুত্রদের শ্বশুরবাড়ির পাঁড় ধর্মবাজদের প্রভাবে আমাদের সেই অবকাশ এখন কোরান হাদিস আর নামাজ রোজার অবকাশ। আমরা দেয়ালে টাঙাতাম আর্ট, সেসব সরিয়ে দেয়ালে এখন টাঙানো হয়েছে কাবা শরিফের ছবি, টাঙানো হয়েছে প্রশ্রাব পায়খানা, পেট খারাপ, বমির উদ্রেক, সর্দি কাশি আর স্বপ্নদোষের দোয়া । ময়মনসিংহ শহরে আমার বাবার ছিল ক্লিনিক। এক্স রে, প্যাথলজি, মেডিক্যাল কন্সাল্টেশান, সার্জারি, ফার্মেসি। এখন শুনেছি অবকাশের বোরখা হিজাব আর আলখাল্লা টুপি পরা লোকগুলো শহরে একটি দোকান খুলেছে, সেই দোকানে বিক্রি করে কোরান হাদিসের বই, জায়নামাজ , তসবিহ, হিজাব বোরখা, যমযমের পানি, খেজুর আর আরব দেশের আতর।

আমাদের সেই শিল্প সাহিত্যের, সেই গান বাজনার, সেই ধর্মনিরপেক্ষ অবকাশ নষ্ট হয়ে গেছে। শুধু আমাদের অবকাশই নষ্ট হয়নি। নষ্ট হয়ে গেছে গোটা বাংলাদেশ।

https://www.facebook.com/nasreen.taslima/posts/1866036306874152
____________________

যার কথা লিখেছিলেন তার দোকানের ছবি আর কাহিনি :

"" তার এ সব কথা মুলত তার আপন ভাতিজা সাফায়েত কে নিয়ে।সাফাতকে নিয়ে সে এত কিছু বললেও সাফায়েত ভাই চাচ্ছিলেন,তাসলিমা নাসরিন যে তার ফুফু-বিষয়টি গোপন থাকুক। তিনি চান না তাসলিমার ভাতিজা হিসেবে সবাই তাকে চিনুক।তিনি চান নিজের পরিচয়ে সামনে এগুতে।যে তাসলিমা সারা জীবন অবিশ্বাসের বীজ বপন করেছেন,নাস্তিকতা কে প্রমোট করেছেন সেই তাসলিমার পরিবার থেকেই একজন বিশ্বাসী আস্তিক দাঈয়ে ইলাল্লাহর আবির্ভাব হয়েছে। ইতিহাস বার বার ফিরে আসে।প্রত্যেক ফেরাউনের ঘরেই একজন মুসার জন্ম হয়। স্রোতের বিপরীতে শাফায়াত ভাই এর মাঝে পরিবর্তন কীভাবে হল?এর বাহ্যিক একটি কারনতো আছেই - বই পাঠ।যে বই পাঠ তাসলিমা নাসরিনকে অবিশ্বাসী করেছে সেই বই পাঠই শাফায়াত ভাইকে বিশ্বাসী করেছে।আমার কাছে এর আরেকটি কারন আছে, তাসলিমা নাসরিন তার পোস্টে বলেছেন, তার পরিবারের সবাই গান বাজনায় লিপ্ত থাকত এমনকি তার বাবা কোন সুরাতো দূরের কথা একটা আরবী হরফো জানতনা, সেই পরিবারে সেই বৈরি পরিবেশে একজন মানুষ নিয়মিত নামাজ পড়তেন।।তার নামাজ দেখে পরিবারের সবাই হাসা হাসি করত।এজন্য কখন নামাজ কালাম বাদ দেন নি তিনি। তিনি ছিলেন তাসলিমার মা ,শাফায়াতের দাদী। পুরো পরিবার যখন একদিকে তিনি তখন আরেক দিকে পুরো পরিবার আর নিজের সাথে যুদ্ধ করে গেছেন।তার সেই নামাজ আর মুনাজাতের ফসল আজকের অবকাশ(তাসলিমা নাসরিনদের বাসার নাম অবকাশ)। যেই অবকাশে একসময় গান, নাচের আসর হত সেই অবকাশে এখন প্রতিদিন কুরআন তেলায়াত আর রব্বে কারিমের বন্দনা হয়।

https://www.facebook.com/photo.php?fbid=2632086023703633&set=a.1772081553037422&type=3&theater

1-Jan-2020 7:24 pm

1-Jan-2020 8:05 pm


তসলিমা আপুর কথায় আদর্শ নাস্তিকতার চর্চা এগুলো :

- বেহালা গিটার হারমোনিয়াম বাজানো।

  • রবীন্দ্রসংগীত গাওয়া।
  • যামিনী পাল, সমীর চন্দ্র দে, বাদল দে থেকে গান শিখা।
  • ছেলেরা পাড়ার হিন্দু মেয়েদের সংগে প্রেম করা।
  • হিন্দু মেয়েকে বিয়ে করা।
  • মেয়েরা হিন্দু ছেলেদের সংগে বন্ধুত্ব করা।
  • ছেলেরা ক্লিন শেভড থাকা। স্যুট টাই।
  • মেয়েরা জিন্স, শাড়ি সংগে টিপ পড়া।
  • বাড়িতে সারা বছর রবীন্দ্রসংগীত গণসংগীত বাজনো। হেমন্ত মান্না দে আর সতীনাথ।
  • নাটক অভিনয় করা। নৃত্য নাট্য।
  • সাহিত্য পত্রিকা সম্পাদনা করা।
  • প্রচুর গল্প উপন্যাস প্রবন্ধের বই কেনা পড়া। সাহিত্য চর্চা।
  • কবিতা লিখা। কবিতা পরিষদ করা। আবৃত্তিকারদের নিয়ে আবৃত্তির মহড়া করা।
  • দাবা খেলা।
  • তাস খেলা।

    তার মতে এগুলো ডিভাইডার। এটা দিয়ে পার্থক্য করা হয় "আমরা" আর "তারা"। এর পর এগুলো জায়েজ নাকি নাজায়েজ সেই দলিল অপ্রয়োজনীয়।

    1-Jan-2020 8:05 pm

  • 1-Jan-2020 9:20 pm


    ৮০ র দিকে তসলিমা আপু বলতেন "আমি ইসলাম বিরোধি আমার মায়ের কারনে" উনি যেভাবে পর্দা করেন, নামাজ পড়েন সেগুলোর বিরোধিতা করে আমি নাস্তিক হয়ে গিয়েছি।

    ভাবতাম প্যরেন্টিং ফেলিউর। এর জন্য মা ও দায়ি। মেয়েকে ঠিক মতো শিক্ষা দিতে পারেন নি।

    আজকে জানলাম উনার বাপের জন্য এই কান্ড। উনার মা ছিলেন মজলুম। বাসায় সারাদিন গান বাজনা হতো এর মাঝে উনি নামাজ কোরআন পড়তেন। দেখতেন স্বামি নাস্তিক। বাচ্চারাও সবাই নাস্তিক হয়ে গিয়েছে। নিজের সন্তানদের টিটকারির মাঝে উনি একা নামাজ পড়তেন। একা আল্লাহর ইবাদত করে গিয়েছেন। আল্লাহ তায়ালা উনার কষ্টের জন্য যেন উত্তম প্রতিদান দিন।

    এখন উনি যদি ধর্মপ্রান না হতেন তবে কি তসলিমা নাস্তিক হতো না? তার দাবি মতো? উহু, সে ক্ষেত্রে বাপ-মা দুজনে নাস্তিক তার ভিন্ন কিছু হবার সম্ভাবনা আরো কম হতো।

    তবে নিজের মায়ের দোষ দিচ্ছিলো কেন?

    এটা কমন অভ্যাস। মুসলিমদের দোষ দেয়া নিজের ইসলাম বিরোধিতার জন্য। যেমন আগে চেতনাপন্থিদের দেখতাম বলতো "আমি নামাজ পড়ি না রাজাকারদের কারনে। যে দিন রাজাকারদের বিচার হবে সেদিন পড়বো।"

    বিচার হয়েছে। তাদের কয়জন মুসলিম হয়েছে?

    1-Jan-2020 9:20 pm

    1-Jan-2020 10:01 pm


    মানুষ দ্বিনদ্বার হচ্ছে :


    ছোটবেলায় যখন মসজিদে নামাজ পড়তাম, তখন সমবয়সিদের মাঝে নিয়মিত ছিলাম তিন জন মাত্র। ঐ সময়ে ঐ বয়সে নামাজ পড়াকে মনে করা হতো দুর্বলতার লক্ষন। বাকি সবাই মুরুব্বি। আমি ভাবতাম এই মুরুব্বিরা যখন মারা যাবে তখন মসজিদে কি এই তিনজনই থাকবে? দ্বিন মিটে যাচ্ছে।

    এখন মসজিদে যাই দেখি মসজিদ ভরা। বাচ্চা, বৃদ্ধ, যুবক কোনো কমতি নেই। দ্বিন মিটে যায় নি। উল্টো দ্বিনদ্বারি বেড়েছে।


    প্রথম আলো পরিসংখ্যান বের করেছে। ৪০% যুবক নিয়মিত নামাজ পড়ে। তিন বছর আগেও যেটা ছিলো ৩০%। তসলিমার বাসায় এখন গানের বদলে কোরআন তিলওয়াত।

    মানুষ দ্বিনদ্বার হচ্ছে।


    এই ১৩ সালে শাপলা-শাহবাগের পরে আমি ধারনা করেছিলাম ৫ বছর পরে দেশে দ্বিন বলে কিছু থাকবে না। সব মিটে যাবে। স্টেটাস দিয়েছিলাম যেগুলো এখনো আমার টাইমলাইনে আছে।

    উল্টো হচ্ছে। প্রথম আলোর পরিসংখ্যানে ১০% বেড়েছে দ্বিনদ্বারি যুবকদের মাঝে গত তিন বছরে।


    ডঃ খন্দকার জাহাঙ্গির স্যারের নিয়মিত একটা কথা বলতেন "যারা বলে দ্বিন মিটে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে তারা ভুল। এই দ্বিন এত সহজে শেষ হবে না।"

    আমি বিশ্বাস করতাম না, তখন।
    এখন বিশ্বাসের প্রসংগ নেই। নিজেই দেখছি।


    তাই, just hold on. সবাই মিলে হাত ধরে থাকি। নিজের ভাইদের দেয়া কষ্টগুলো একটু ধর্য্য ধরে চুপ থাকি। নিজেদের মাঝে মারা মারি কাটা কাটি না। যেহেতু আমরা এখন অনেক।

    একটা কিছু আসছে এজন্য নিজেরা এক থাকি।
    এই দ্বিন মিটে যাবে না, এত সহজে। ইনশাল্লাহ।

      Comments:
    • KUET এ কি হয়েছে?
    • সব পোষ্টই তো পাবলিক। প্রাইভেট ছিলো কোনটা?
    • ভুল দেখেছেন মনে হয়। কারন ফ্রেন্ড অনলি পোষ্টও ফ্রেন্ড লিষ্টে সবাই দেখতে পারে না। কেবল মাত্র আমার আত্মিয়রা দেখতে পারে। সেভাবে সেট করা আছে।

    1-Jan-2020 10:01 pm

    2-Jan-2020 2:12 pm


    সময় পেলে একটা ব্রেক নেবার জন্য ইউটুব খুলি। বিভিন্ন জনের ওয়াজ। কিছুদিন আগে সব হয়ে গিয়েছিলো আযহারি সাহেবকে গালা গালি। তখন ক্ষেপে গিয়ে আমি কিছু পোষ্ট করেছিলাম "দরকার কি?"

    যাই হোক ক্ষেপা পাবলিকদের সংখ্যা যখন বাড়তে থাকলো আমি ধরে বসে ছিলাম আযহারি সাহেবকে এই বুঝি মার দেয়া হলো।

    নতুন ভিডিও। টাইটাল "আযহারি সাহেবের মাহফিলে গন্ডোগোল", ক্লিক করে দেখি উনার মাহফিলে জায়গা নেই, মানুষ বসা নিয়ে গন্ডোগোল।

    টাইটাল : "পুলিশ এসে মাহফিল থেকে তুলে নিয়ে গেলো আযহারি সাহেবকে"। ক্লিক প্লে : পুলিশ বলছে ভাইরে আপনারে দেখার জন্য মানুষ এত পাগল হয়ে গিয়েছে যে আমরা সামলাতে পারছি না। আপনি বরং চেয়ার থেকে উঠে দাড়িয়ে একবার স্টেইজের ঐ কোনায় গিয়ে মানুষের দিকে হাত নাড়ুন। আবার ঐ কোনায়।

    তবে শিক্ষা কি?
    কোনো শিক্ষা নেই। দেখতে থাকি।
    সময় সবসময় সমান যায় না। :V

    2-Jan-2020 2:12 pm

    2-Jan-2020 3:28 pm


    Some day!

    Some day I won't have any political or religious opinion, so as not to start a shit storm on the Internet.

    Dreaming.

    2-Jan-2020 3:28 pm

    2-Jan-2020 5:27 pm


    যেই স্টেটাস দিয়েছি আযহারি সাহেবকে নিয়ে স্টেটাস একেবারে ফেটে পড়ার কথা ছিলো। তাও আবার গ্লোবালি কমেন্ট ওপেন। ফেসবুকে বাদ বাকিদের স্টেটাসে গিয়ে দেখেন কিরকম গালাগালি চলছে।

    আমার এখানে খালি কেন? কারন নতুন কেউ ক্ষেপে গিয়ে কমেন্টে করতে এসে এখানে দেখে কমেন্ট খালি। সে কমেন্টে করলে কেমন বেখাপ্পা লাগবে। তাই একটু অপ্রস্তুত হয়ে চুপ থাকে, "একটু দেখি আসলে এখানে কি।"

    এরা কেউ কিন্তু আমার আগের "ব্লক করে দেবো" হুমকি ধামকি শুনে নি। নতুন যেহেতু। শুধু কমেন্ট পরিষ্কার দেখে তারাও পরিষ্কার রাখছে।

    তাই ধন্যবাদ সবাইকে। জাজাকাল্লাহ। :-)

    2-Jan-2020 5:27 pm

    2-Jan-2020 10:07 pm


    An army marches to an exact rhythm, move in an exact way, talk, obey and execute orders in a robotic trained manner.

    Nazism is when you bring this down to the general population and make them follow these perfect rules.

    There is no democracy without dissent.

      Comments:
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156941157078176

    2-Jan-2020 10:07 pm

    3-Jan-2020 11:39 am


    Iran's poster face spokesman General Qassim Suleimani dead. Yesterday night I went to bed reading about Iraq airport getting closed and burning after missile attack. Today's news, that attack wasn't from Iran, but was a US hit strike to kill Qassim.

    Big loss for Iran. And it most probably will have to continue counting these types of losses in the upcoming days.

    Will it take revenge? Yes, most likely by "increasing cyber attack on the USA."

    Still waiting for some real war. :V

    3-Jan-2020 11:39 am

    3-Jan-2020 1:56 pm


    Like it, hate it, middle east is heating up, at least emotionally.

    First there was Iran-Russia-China joint exercise in the Gulf.
    Followed by USA embassy attacked in Iraq.
    Followed by US attack on Iraq airport that killed Al-Quds commander in chief.

    This one has stirred up the region.
    Everyone is taking defensive measures, Saudi, UAE, Israel.
    Reciting of verses in midnight in all of the mosques in Gaza.
    And Word World 3 is the trending word in twitter.

    So what's the reaction?

    - Saudi scholars and pro saudi ideological followers in BD -- celebrating the kill.

    - The jihadi groups in BD -- happy for the kill.

    - Gaza/Palestinians -- sad.

    - Me -- worried.

    But that's the reality. Nothing that we assume and predict will go as per our prediction.

    Keep watching.

    3-Jan-2020 1:56 pm

    3-Jan-2020 5:00 pm


    ২০২০ এ স্বাগতম :

    এখন,
    হানাফিদের দলিল হলো সহি হাদিস।
    আর সালাফিদের দলিল ইমাম আবু হানিফার মত।

      Comments:
    • কমেন্টে না লিখে রাখলে কয়েক বছর পরে ভুলে যাবো কি প্রসংগে বলেছিলাম :
      পর্দার ব্যপারে এখন কিছুটা প্রো-সালাফি আমাদের আযহারি ভাইরা দিচ্ছেন ইমাম আবু হানিফার কথার দলিল। আর আমাদের হানাফি ভাইরা সেটা কউন্টার করছেন সহি হাদিসের দলিল দিয়ে।

    3-Jan-2020 5:00 pm

    3-Jan-2020 10:54 pm


    Here are dump of Iran updates :

    - USA sending 3500 additional troops to Iraq.

    ______

    - All US civilians in Iraq have been called to evacuate the country immediately.

    - US Analysts : "This administration has no strategy. None. We are at a most dangerous hour."

    - Report : USA offering Iran to not retaliate in exchange of lifting off the sanctions.

    - Trump tweets : Iran can't win a war and therefore should sit for negotiation.

    - People are comparing it with "The Guns of August." The first month of ww1. The historic assassination in Austria that triggered the war.

    3-Jan-2020 10:54 pm

    4-Jan-2020 6:38 am


    আতর :

    সবাই সবাইকে হাদিয়া দেয়। বিশেষ করে হজ্জ ওমরা করে আসলে কিনে এনে। কিন্তু খুব কম মানুষই ব্যবহার করে।

    ছয় মাস ধরে ফজরের নামাজে যাওয়ার আগে ব্যবহার করা আরম্ভ করেছিলাম। শুধু এই এক সময়েই, দিনে অন্য কখনো না।

    জমানো বতোলগুলোর মাঝে ২য় বোতোলটাও শেষ হলো। অথচ এগুলো কত বছর ধরে যে জমে ছিলো হিসাব নেই।

    আজকে তৃতীয়টা। :-)

    4-Jan-2020 6:38 am

    4-Jan-2020 12:12 pm


    Unless Iran chicken off, there's going to be an armed conflict in the ME. Iran will respond, US will respond back.

    We still have 3 years before a full scale war in the ME.

    And this one was what USA wanted. Helps Trump, helps Netanyahu. Both of whom are facing impeachment and lack of popularity to win election this year.

    They wanted it.

      Comments:
    • Things don't start overnight. Takes time.

    4-Jan-2020 12:12 pm

    4-Jan-2020 3:58 pm


    How To : Sit for O level exams as private candidate [not from any school]

    1. Go to the British Council site and register here

    https://www.britishcouncil.org.bd/en/exam/igcse-school/register/private-candidates

    You need to select "O-level" and subjects that you want to attend.

    You need to select at least 5 subjects. Preferably 7 to 9. But the top 5 scored subjects will count toward your higher education admittance.

    2. Print the final form, which will provide you a total payable fee to submit. Take this form with pic of your son/daughter to any Standard Chartered bank and submit the fee. You might have to fill up another form there. Fee might be around 125 thousand for 6-7 subjects. Drop the application in a box in Bank marked as British Council. It's exactly the same as dropping it in council office. Will work. Don't worry.

    3. British council will send you your admit card and exam schedule by courier/mail to your home address. If it's not collected in time, you need to go visit council office in Fuller Road [near Dhaka Versity] and collect it directly from there. They will hand it over to you as soon as you ask. Not much hassle.

    Registration date is from Dec to Jan. You will get the admit card by March. Exams are on May/June.

    4. Done. Next, on exam dates go to the corresponding centers and sit for the exams. You will find your results online as soon as it's ready and later the marksheet & certificates will be mailed to you too.

    FAQ :

    "Why would anyone sit as private candidate? And not from school?"

    Might be necessary if
    1. You want to skip a few years of schooling and complete the exam at a younger age.
    2. Don't want to pay school fees, where they don't actually teach anything, and students have to study elsewhere.

    "What if I sit from school regardless?"

    You don't need any of the above then. The school will prepare everything.

    4-Jan-2020 3:58 pm

    4-Jan-2020 10:20 pm


    O level private preparation :

    For most of the things you can prepare for yourself.

    Buy the most voluminous book on the subject from the library. This preferably should be written by some western. Don't buy Indian writers book. The difference is that Indians focus too much on rot memorization just like Bangalies. And their books reflect that. No explanation, nothing to understand, your teacher is supposed to explain you the topic and the whole book is full of questions and exercises so that you get a good grade. Skip those books.

    The book you buy should have a lot of white space on the left and right column, and explain everything in details with a lot of pictures and graphs. Buy this one.
    Next go through it from start to end. Like a story book. This is your 1st read. Might take 2 weeks.

    When done, go through it a second time, this time focus on the math and try to understand everything. Might take 2 months.

    Last go through it a third time. This time only focus on things you couldn't really grok previously

    For science students. One thing you need most is Science practicals. For this you need to get admitted into one of your nearby coaching centers.

    4-Jan-2020 10:20 pm

    4-Jan-2020 10:45 pm


    A lot of drum beats in Iran, now whether these remain empty talk or turn into action and to what magnitude remains to be seen.

    Majority of our BD Islamist : "Iran will do nothing. It doesn't have the gut. And even if it does, we oppose it anyway."

    Me feeling a bit pro-Iran recently.

    The side takings - who's on which side :

    Pro-Iran/
    Ikhwani/JI.
    Moderate, Right wing.
    Most of the common people that aren't "into" anything.

    Anti-Iran/
    Most of our Islamist bros.
    Jihadi - strongly against.
    Young Deobandi scholars - anti.
    Pro-Saudi or anti-Saudi Salafies - anti.
    Berlovi-Majari - anti

    That was my take.

    Lets watch, without fighting within ourselves. We have a lot of divisions already. Come on, its about supporting or not. Don't take it too far or too hard.

    So watch on.

      Comments:
    • pv - pipe view.

    4-Jan-2020 10:45 pm

    5-Jan-2020 12:41 am


    USA is now as much alone as it could be.

    Alienated NATO : "we won't work as your guard, unless you pay us."

    Alienated Europe, alienated EU.

    Alienated Turkey. Bases of which US used for Arab conducts. Turkey right now is denying refueling of US air transports.

    And it alienated Russia and China far before.

    Alienated Kurds in Iraq, the only force that were their local proxy.

    And has now ended up with a crisis when everyone of its allies are abandoning it. Every other country from the joined forces are leaving Iraq right now.

    USA is as much alone as it could be.

    Only allies are Saudi and Israel.

    Trump has successfully Made America Great Again. But has traded its foreign policy, power and influence for it. It's now more like the rich city with no friend and surrounded by foes.
    And these all are Trump's doing. Everything was as fine as it could be until Trump unilaterally cancelled Iran nuclear deal signed by Obama.

    Watching.

      Comments:
    • ^ Sanders is very unlikely to be in power, me thinks. If Trump can successfully launch an Iran war, he will be here to stay.

      Also don't forget his hint for a 3rd term. For that we need a world war to happen.

    5-Jan-2020 12:41 am

    5-Jan-2020 1:54 pm


    O level self preparation :

    There are two types of books in the market. Indian writers' and US/EU writers.

    Indian writers' books

  • Don't explain anything.
  • Are printed in small fonts, and
  • Full of exercises.

    These books are favored by our schools and coaching centers as it puts all the explaining up to the teacher. And focuses on rot memorization for the students. There's not much to understand, other than practice and memorize the rules.

    On the other hand US/EU books

    - Focus on understanding the concept

  • Are voluminous with large white margin on left and right.
  • Explains with lots of images.

    If you are focused on self learning then buy these books instead of the Indian ones. You will learn a lot.

    FAQ : "Do I need a teacher or coaching?"

    Not really if you can read the book and understand it. Teacher will basically translate the book in Bengali and repeat it to you. That's as much redundant as it can be.

    "So when do we need a coaching?"

    When you need some push from a figure in authority to force yourself to read and learn. Learning is a painful process and not everyone enjoys it.

    You might enjoy a few subjects while not enjoying some other but you have to sit for those exams regardless. Take coaching for those.

    5-Jan-2020 1:54 pm

  • 5-Jan-2020 3:55 pm


    শিয়াদের উপর আমার সকল পোষ্ট :

    ব্যসিক ফতোয়া হলো :
    সালাফি আলেমদের মতে সব শিয়ারাই কাফের।
    হানাফি আলেমদের মতে সব শিয়া কাফের না।

    ^ অধিকাংশের মত। দ্বিমত সব জায়গায় আছে।

    নিচে সকল পোষ্ট :

    ইরানকে সমর্থন করা মানে শিয়া মতবাদকে সমর্থন করা না
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156427394358176

    ইরানকে সাপোর্ট করতে হলে ফেসবুকের শিয়াদের ব্লক করতে হবে আগে
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156427204133176

    ইরান যুদ্ধের উপর গত বছরের কিছু ভাবনা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156418089258176

    ইরান যুদ্ধে ইরানকে সাপোর্ট করবো এটা ছয় মাস আগে ভাবতাম
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156412489918176

    ইরানের পতনের কারন - অতিরিক্ত লানত
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156328443098176

    নিজেদের মাঝে দ্বন্ধে শিয়া আইডলজির প্রচার ঘটে - জাহাঙ্গির স্যারের কথা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156185282413176

    ইসলামি দলগুলোর একটা স্কেল করলে শিয়াদের জায়গা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156096951253176

    সুফি কাহিনি - একজন ফাতিমি [ শিয়া? ] কে নিয়ে
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155888874733176

    একজন শিয়া কবির কবিতা "নাহনু শা'য়বুন লা নাসতাহি" যার জন্য তাকে মৃত্যু দন্ড দেয়া হয়েছিলো
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155757657423176

    কিছু সালাফি আলেমদের মতে শিয়ারা কাফের না
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155525242853176

    শিয়া ফিকাহ - রমজান মাসে কোরআন তিলওয়াত না করা ভালো
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155520988333176

    শিয়ারা কাফের কিনা তার উপর লম্বা পোষ্ট
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155087796643176
    দ্বিতীয় অংশ
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155087857353176

    আচ্ছা, ফরিদউদ্দিন মাসুদ সাহেব এই সংকটে কোন দিকে? Fun Post :-)
    https://www.facebook.com/photo.php?fbid=10155074016973176

    হটাৎ করে দেখি শিয়ারা মূল ধারায় চলে এসেছে ২০১৭
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155072178148176

    মাজহাবগত পার্থক্য সিরিজে শিয়াদের উপর লিখেছিলাম
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154414447683176

    দেশে ৩ লক্ষ শিয়া - জাহাঙ্গির স্যার যা বলে গিয়েছিলেন
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154266436138176

    পাকিস্তানে দল - মত - জনসংখ্যার পার্সেন্ট
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153509296848176

    ইমরান নযর হোসেন - শিয়া - আর আমার মত
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153384466728176

    দেশে শিয়াদের উত্থানের উপর আরেকটা পোষ্ট
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153374002923176

    দৈন্দিন জীবনে শিয়া সুন্নিদের কিছু পার্থক্য
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153373985368176

    দেশে শিয়াদের একটা প্রতিবাদ মিছিলের ছবি
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153317442803176
    বাংলাদেশে শিয়া মতবাদের প্রচারের উপর একটা পোষ্ট
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153240686008176

    পাকিস্তানে শিয়া
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153130869458176

    মুসলিমদের মাঝের দলগুলোকে ভাগ করার প্রথম চেষ্টা এখানে [ এটা ২০১৩ এর আগে ]
    https://www.facebook.com/habib.dhaka/posts/10151053078218176

    আমার প্রথম পোষ্ট যেখানে শিয়া কথাটা উল্লেখ ছিলো
    https://www.facebook.com/habib.dhaka/posts/10150985099733176

    #HabibAll

      Comments:
    • লেপটপ থেকে করা যায়। মোবাইলে সম্ভবতঃ কোনো উপায় নেই।
    • ফেসবুক থেকেই।

    5-Jan-2020 3:55 pm

    5-Jan-2020 10:39 pm


    হানাফি : বিড়াল কেনা বেচা জায়েজ।
    সালাফি : জায়েজ না।

    হানাফি ফতোয়ার লিংক কমেন্টে।

    [ এখানে আমি কোনো পক্ষের দলিল দেই নি। বরং দলিলের উপর ভিত্তি করে প্রতিটা school of thought এর শেষ মত কি, সেটা শেয়ার করছি শুধু ]

      Comments:
    • https://www.facebook.com/photo.php?fbid=487017598674960
    • habibur.com
      http://habibur.com/

    5-Jan-2020 10:39 pm

    6-Jan-2020 1:42 am


    Erdogan is getting engaged in Libya, full scale. Sending 1000s of armies, submarines, fighters and others.

    The situation there is murky and I can hardly understand who's fighting for whom.

    Erdogan is supporting the current Libyan president in power. The opposing force is Khalifa Haftar, backed by Saudi and UAE. So which side is the good side?

    Note Erdogan is a staunch hater of Sisi of Egypt. Haftar is backed by Egypt. In last UN meeting Erdogan personally and directly attacked Sisi in his speech. "There is a traitor sitting here among us who killed his president." Also watch the Ikhwani trend. Erdogan is pro-Ikwan. Saudi, UAE, Sisi are strongly anti.

    I believe I need a prediction here before I start supporting one side. You can't even enjoy a game unless you support one side.

    The trend to watch is whether Erdogan's team wins and attacks Egypt/Sisi.

    6-Jan-2020 1:42 am

    6-Jan-2020 2:02 am


    Iran - Iraq - USA :

    Report : Sulaimani was killed when he was mediating a peace proposal from Saudi to Iran and visited Iraq with an offer. Therefore one can point finger at Saudi as if they have set this whole thing up as a sabotage.

    In that case Saudi interests will be under fire once war breaks off in the Gulf.

    Report : Saudi is now desperate to prevent war pushing for every diplomatic effort it can.

    Report : US is moving forces out of Iraq into Syria. 100s of trucks convoy crossed border into Syria. If USA decides to leave Middle East, then there won't be any mercenaries left to save the Saudis, other than Israel.

    And UAE will be the first coast that will get attacked.

    Report : Iran said it's counting on USA's reluctance on engaging in a war.

    Keep watching.

    6-Jan-2020 2:02 am

    6-Jan-2020 1:55 pm


    আজহারি সাহেব আসছেন আমাদের মসজিদে সামনের সপ্তাহে। চারিদিকে হৈ হৈ উৎসব। মসজিদে গেলে শুনা যায় রাস্তায় বা গেইটে কেউ না কেউ আযহারির আসার কথা বলছে।

    বিশাল পেন্ডেল, চরমোনাইয়ের থেকে বড়। এর পর রাস্তায় বহু দূর পর্যন্ত বসার ব্যবস্থা। আমি চিন্তা করছি ওয়াজ ঘরে বসেও শুনা যাবে। কিন্তু আযহারি সাহেব আসবে একটু দেখতেও পারবো না? তাই ধাক্কা ধাক্কা করে হলেও একবার সামনে গিয়ে এক নজর দেখে আসবো। ভবিষ্যতে বলতে পারবো "উনার সাথে আমার প্রথম সাক্ষাৎ অমুক জায়গায়...."

    সমস্যা হলো সবাই একই রকম চিন্তা করছে। মানে মারামারি ধাক্কা ধাক্কি হবে।

    এতদিন চিন্তা করতাম আযহারি সাহেবের ওয়াজে গন্ডোগোল হয় কেন? মানুষ এমন পাগলা কেন?

    এখন নিজেই জানি :-)

    6-Jan-2020 1:55 pm

    6-Jan-2020 2:24 pm


    Daniel Haqiqatjou is in hot water again. This time for attacking Mufti Menk as Menk in tweets don't refer to God as Allah, rather uses other words. The one tweet of Menk shared by Daniel used the word "Almighty". He finds that offensive.

    Right now I see Daniel getting smeared off by others on twitter for starting a fight on petty things.

    I still think Daniel needs a break. Good guy, just need a break to cool off.

      Comments:
    • ঢাকা, খিলগাও, গোড়ান, বাজার মসজিদ, ১৩ তারিখ।

    6-Jan-2020 2:24 pm

    6-Jan-2020 6:03 pm


    Stay too clean and you will get allergic to common elements.
    Stay too dirty and you most of the time will live sick.

    #Moderate

    6-Jan-2020 6:03 pm

    6-Jan-2020 8:14 pm


    "Don't point fingers"

    But how can we explain the situation to our boss, if we don't point fingers?

    Talk like this : "we promised them delivery of 1 ton of material knowing that we don't have it in stock. We weren't careful enough to buy it in time, and even though the client extended the date three times we failed to manage the supply."

    Everywhere "we" instead of naming the guilty. Now if anyone wants more specifics tell them specifics, but don't name unless asked.

    "But doesn't it indicate that I was responsible, while I wasn't?"

    Right. But that's the way to manage it. And trust me, finally you won't get hurt for anything that wasn't your fault, in the grand scheme of things.

    Keep faith.

      Comments:
    • Most of my statuses get 10 likes all-time.

    6-Jan-2020 8:14 pm

    7-Jan-2020 12:34 am


    Russian analyst on worst case scenario on Iran :

    Iran might target one of the three US military bases in the Gulf. Kuwait, Abudhabi and Qatar. The Qatar base was directly responsible for Sulaimani's death, as the drone was operated from there.

    USA will retaliate. And in that case a full out war will break out in the middle east and Gulf will be first target.

    And in 1 year Iran will be able to produce enough uranium to produce a single bomb. To stop it USA has to nuke the facility as the underground facility can't be destroyed with any other conventional bomb.

    Link in comment.

    7-Jan-2020 12:34 am

    7-Jan-2020 12:51 am


    After wasting billions and billions and billions on blowing up startups and bursting it, the Saudi funded Japanese investor bank SoftBank has now put a brake on startup funding. They ain't funding any now.

    They haven't declared it publicly but that's what fund seekers are saying.

    The wasted billions are still wasted, though.

    The ugly thing is how they did it. They called the startup and said "we don't do slow startups, you pay customers to buy your product and boost up revenue very fast. Yes that will cost billions but here we are offering you the money."

    And down the drain goes another $20B. That's how Uber and WeWork worked.

    7-Jan-2020 12:51 am

    7-Jan-2020 2:12 am


    More or less we are getting the picture of the outcome of Iran-USA confrontation :

    - USA is leaving Iraq. Including all European forces.

  • They probably will leave middle east all together.
  • Iran says : that's enough of a revenge for Solaimani's death.

    No war.

    BUT!

    The question of Iran building its nuclear bomb and Israel's desperation to stop it remains.

    ^^^ this gentlemen is the most pressing question right now. And I shall be waiting to see how that resolves in the coming years.

    Keep watching.

      Comments:
    • By the way Pentagon chief of staff has resigned. That makes the resign brigade 7-8 person long in the last few weeks.
      Casualty of Trump's twitter diplomacy.

    7-Jan-2020 2:12 am

  • 7-Jan-2020 7:51 am


    Big shakeup in cosmology, there is no "dark energy" and the universe though is "expanding", isn't expanding at an *accelerated* rate.

    The error was in measurement of luminosity of supernovas. The prior scientists assumed luminosity should remain the same. New scientists found that luminosity depends on galaxy age. When that's taken into consideration -- the whole acceleration part goes away.

    This theory stood here for 20 years. Therefore "big rip" for the end of the universe is off the table. We most likely would face a big crunch, or heat death.

    That was my take. In a few days we shall see more coverage on what this finding means as main stream news come up with more analysis.

    Link in comment.

    7-Jan-2020 7:51 am

    7-Jan-2020 2:25 pm


    I think I need to get tolerant of "a group of muslim will for sure hate the other group" attitude.

    It had been this way for ages. Need to accept it, instead of opposing it. And then find my way in between.

      Comments:
    • // too much hatred on petty things done by others, in news feed.

    7-Jan-2020 2:25 pm

    8-Jan-2020 5:07 am


    News : PR firms working as propaganda machine with disinformation on social media.

    Previous news : Facebook unveiled and blocked team of 100s of paid agents employed by BD government to bully online and spread lies.

    Previous news : for India these types of groups are in the hundreds and spread all over the world. Not in a single location as was the case with BD.

    Lesson : Don't get swayed by whoever is rallying online for whatever. Most of the time these are targeted and paid IDs that are trying to shift your emotion.

    Distrust everyone, specially the IDs that you find bullying in anyone's comment.

    Solution : Block anyone you are uncomfortable with. You don't need to specify a reason. Keep safe.

    8-Jan-2020 5:07 am

    8-Jan-2020 6:34 am


    Chess :

    Iran has made its move.
    Waiting for US response.

    Possibilities :
    1. "I curse you with more sanctions" or,
    2. Attack Iran.

    Update ______

    - 3 US bases in Iraq attacked by Iran. Dozones of missiles.

  • No US casualty.
  • Iraqi casualty.
  • FAA has declared no fly over gulf for US airlines.
  • 6 F-35 reportedly took off from Dubai.
  • Iran threatened if US retaliates, it will attack Israel and Dubai.

    It can't attack Israel, but Dubai was always in risk.

      Comments:
    • Waiting for casualty report :

      Prediction : Some Iraqi will die. No US army will.

      They have mostly shifted to Syria in time, or had abandoned the post assuming an attack on its way.

    8-Jan-2020 6:34 am

  • 8-Jan-2020 12:16 pm


    Till now : Iran seems to have taken a beating.

    - 70 dead in stampede during Sulaimani's burial.

    - An Ukranian 737 plane crashed with 190 abroad killing all passengers, when hit by Iranian defense.

    - 2 earthquakes mag 5.5 & 5 hits Iran, one near its nuclear power plant, early morning a few hours after missile launch.

    Looks like God isn't on Iran's side.

    They might lose faster than I thought, even before putting up any fight.

    8-Jan-2020 12:16 pm

    8-Jan-2020 12:41 pm


    "মেয়েদের #চেহারা খোলা থাকবে নাকি থাকবে না সে বিতর্কও ফিক্হের মূল টেক্সট বা মতনে এক কথায় শেষ!
    সব সময় লম্বা প্রবন্ধ লেখতে আর লম্বা আলোচনা করতে গিয়ে কখনো আরো ধুম্রজাল তৈরি হয়।"

    - হারুন ইজহার ভাই। লিংক কমেন্টে।

    যখন আমি ফতোয়া খুজি এরকম ফতোয়া খুজি। দলিল না। হানাফি ফতোয়ায় দলিল দেয়া আরম্ভ হয়েছে গত ১০ বছর ধরে। এর আগে কখনো কোরআন হাদিস থেকে দলিল দেয়া হতো না।

    দলিল দিয়ে আপনি যা ইচ্ছে প্রমান করতে পারেন। কোরআন শরিফের দলিল দিয়ে "মুসলিমদের উচিৎ খৃষ্টান হয়ে যাওয়া" এই প্রমানও আমি দেখেছি।

    আর দলিলের উপর আপনার মত আমি নিতে যাবো কেন? তাই যদি করতে হয় তবে বরং নিজে দলিল খুজে নিয়ে আমি আমার মতে চলবো।

    আলেমদের মত হলো আসল। হাজার বছরের ঐক্যমত। নিরাপদে থাকবেন ইনশাল্লাহ।

      Comments:
    • https://www.facebook.com/harunizhaar/posts/858781427910030

    8-Jan-2020 12:41 pm

    8-Jan-2020 2:02 pm


    Here's a "who owes whom what" analysis on Iran-US. I haven't watched any pre-70s events so ignoring those.

    Iran owes :
    Iran takes hostage 50 US embassy persons breaking all diplomatic rules and keeps them as prisoner for more than 1 year. The 70s.

    USA owes :
    US shoots down an Iranian passenger airliner by mistake and kills 300 on board during Iraq-Iran war. The 80s.

    USA owes :
    Shoots and kills Iran's military commander, second most powerful man who was on a diplomatic tour.

    Iran owes :
    Shoots down 200 passenger plane of Ukrain by mistake.

    I have a feeling now both sides are equal. The diplomat hostage can be cancelled off against diplomat Solaimani killing. And airline downing with the other airline downing.

    Now look for the future.

    8-Jan-2020 2:02 pm

    8-Jan-2020 3:39 pm


    Overwhelming information that USA and Iran have arrived to an understanding that USA will leave Iraq or the whole of middle east and in return Iran will not escalate the war.

    Well, that avoids a war for the next 6 months at least. Until a new crisis arise.

    And also solves another puzzle for the future.

    8-Jan-2020 3:39 pm

    8-Jan-2020 3:55 pm


    Free fall. Love it. :-)

    It can't fall more everyday, because of circuit breaker.

    The circuit breaker was implemented because investors demanded it.

    And now watch the slow death.

    8-Jan-2020 3:55 pm

    8-Jan-2020 8:21 pm


    "নিত্য যা দেখছি শুনছি তাতে দিনদিন নিজের ভেতর অসহায়ত্ব বেড়েই চলেছে৷ একধরনের মানসিক প্রতিবন্ধী বলা চলে৷ কিছু লেখার বা বলার পরিবেশ হারিয়ে যাচ্ছে৷ দাওয়াত, তালীম, তাযকিয়া, জিহাদ সব ময়দানে অস্থিরতা ও স্থবিরতা৷ কোথাও মন স্থির থাকে না৷ দরসে বসলে গভীরভাবে উপলব্ধি করতে পারি ময়দানে চরম শুষ্কতা৷ মিম্বরে বসলে দেখতে পাই প্রতিটি পাত্রের মুখ অন্য দিকে৷ অত্যন্ত সুমিষ্ট ভাষায় কিছু নসীহত করবো সেই সাহসও আর পাই না৷ আলেম জাহেলের তফাত আর নেই৷ বড় ছোটর তফাত আর নেই৷ জ্ঞানীরা ছুটছে অর্থের পিছনে৷ মূর্খরা পশুত্বের নিম্ন সীমায়৷"

    - লিসানুল হক ভাই।

    ভাইরে আর কিছু দিন ধর্য্য ধরে থাকতে হবে। আর কয়েকটা দিন। বিজয়টা দেখেন। এত দ্বন্ধ শুধুমাত্র মানুষ দলে দলে দ্বিনের দিকে আসছে বলে। জানতে চায় বলে। শুনতে চায় বলে। যে দলগুলোর নাম আগে মানুষ শুনেনি তারাও বিশাল হয়ে উঠছে। একারনেই দ্বন্ধ বাড়ছে। বড় দলগুলো এত বড় হয়ে গিয়েছে যে নিজেদের ভারে ভেঙ্গে পড়ছে।

    ১৩ সালের আগে এগুলো কেউ দেখে নি, মানুষ পাত্তা দিতো না। এই দ্বিন ইসলামের প্রচার পরাজিত অবস্থাতেই হয়। হকের প্রচার বাড়ে মার খেতে খেতে। বিজয়ি হবার পরে না। বিজয়ি হবার পরে অসৎ লোক ক্ষমতার দখল নিয়ে নেবে, সুবিধাবাদিরা। ভালো লোক তখন পাত্তা পাবে না। ভালো লোকেরা যতদিন মার খেয়ে ভালো থাকবে মানুষ ততদিন ভালোর দিকে ঝুকতে থাকবে।

    8-Jan-2020 8:21 pm

    8-Jan-2020 10:58 pm


    OK. Trump just delivered his speech and is standing down. As expected.

    I have a feeling this all was pre planned before pulling the trigger. "We kill him and leave Iraq/ME to calm everything down."

    or maybe not. This was later planned for damage control, after some sudden damage on a wimp.

    But as I said, US is withdrawing. No retaliation. This indication was legit from the very first.

    Still keep watching. More might come.

    8-Jan-2020 10:58 pm

    9-Jan-2020 8:20 am


    Reminder

    হানাফিতে

  • আকিদা শিখতে হয় নিজে নিজে সরাসরি কোরআন হাদিস পড়ে।
  • মাসলা ফিকাহ শিখতে হয় আলেমদের থেকে।

    এখানে গুরুত্বটা মাসলার উপর। এবং অধিকাংশ কিতাব এর উপর।

    সালাফিতে

  • মাসলা শিখতে হয় নিজে নিজে সরাসরি কোরআন হাদিস পড়ে।
  • আকিদা শিখতে হয় আলেমদের থেকে।

    এখানে গুরুত্বটা আকিদার উপর। এবং অধিকাংশ কিতাব এর উপর।

    এই পার্থক্যটা মাথায় রাখলে নেটের অনেক তর্কের মূল কারনটা পরিষ্কার বুঝতে পারবেন।

    9-Jan-2020 8:20 am

  • 9-Jan-2020 9:15 am


    আকিদা শিক্ষা : হানাফি Point of view থেকে


    দ্বিনের ব্যপারে যা শিখেছি, অধিকাংশ শেখা হয়েছে স্কুল ছাত্র অবস্থায় ৮০র দিকে। তখন লাইব্রেরি লাইব্রেরিতে ঘুরতাম, কারন ইন্টারনেট কম্পিউকার মোবাইল কিছু ছিলো না। মাসলা মাসায়েলের উপর প্রচুর বই পড়েছি কিন্তু "আকিদা" নামে কোনো বই চোখে পড়ে নি। মাসলার বইয়ে আকিদা নামে কোনো চ্যাপ্টার চোখে পড়েছে বলে মনে পড়ে না।

    তাই আকিদা আমার শেখা হয় নি, শিক্ষার বয়সে।


    ২০০০ এর পর থেকে সালাফি আলেমরা মদিনা ভার্সিটি থেকে দেশে ফেরা আরম্ভ করলেন। আকিদা শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন।

    এখন কি করবো? উনাদের থেকে শিখবো? কি কতটুকু?


    "আকিদা" শব্দে সাথে অপরিচিত ছিলাম তা না। ৮০র দিকেও হানাফি আলেমদের বলতে শুনতাম "এটা কুফরি কারন আকিদা বিরোধি"। আকিদা কি? কে জানে! ধরে নিতাম আলেমদের নিজস্ব শিক্ষার কোনো একটা বিষয়। যেটা আম পাবলিককে শেখানো হয় না।

    আকিদার প্রয়োগ তখন সবচেয়ে বেশি চোখে পড়তো মূলতঃ অন্যকে কুফরি বা বাতেল বলার ক্ষেত্রে।


    ইদানিং ঘটনা। লাইব্রেরিতে গেলাম। আকিদার বই চোখে পড়লো দুটো। একটা বেলাল ফিলিপসের

    9-Jan-2020 9:15 am

    9-Jan-2020 3:02 pm


    টুইটারে পেলাম : "দেওবন্দিরাই এখন পৃথিবীতে একমাত্র দল যাদের "সুফি" আর "সালাফি" দুটাই একসাথে হিসাবে দেখা হয়।"

    নিচে নিজের কথা :

    এটা অনেক কিছু ব্যাখ্যা করে,

    - বৃটিশ শাসনের বিরুদ্ধে দেওবন্দি উলামাদের আন্দোলনকে তখন বলা হতো "ওহাবি আন্দোলন"। ভারতে এই নামে এখনো শিখানো হয়।

    - দেওবন্দিদের এদেশের সুফি সহ, আরব দেশের হানাফিরাও "ওহাবি" "সালাফি" হিসাবে দেখে।

    - আর আরব দেশের সালাফিরা দেওবন্দিদের দেখে "সুফি" হিসাবে।

    উপরের প্রথম লাইনটা মাথায় রাখলে এর পরের পয়েন্টগুলোর দ্বন্ধগুলো কনফিউজিং মনে হবে না।

    9-Jan-2020 3:02 pm

    9-Jan-2020 5:19 pm


    Just a note : every ransomware attack that you have read in news has happened on a Windows machine and Windows network.

    Linux servers, machines, workstations nothing has been attacked by any ransomware -- yet!

    9-Jan-2020 5:19 pm

    9-Jan-2020 6:04 pm


    তাফাজ্জুল হক হবিগঞ্জির উপর মুসা আল হাফিজের লিখা থেকে :

    উনি বলতেন, "কুতুবিকে কিতাবের মধ্যে লুকাইতে পারবা? না পারলে খাঁটি পীর হতে পারবা না।"

    "এটা গোপন সম্পর্ক। এটা দেখিয়ে বেড়ালে চলে?"

    হাল, মাকাম, কারামত ইত্যাদির পিছে পড়া থেকে সালিকদের নিষেধ করতেন।
    কিন্তু হালওয়ালাদের সমালোচনা করতেন না।
    তিনি নিজেই ছিলেন হালওয়ালা।
    তবে সালিকদের শেখাতেন সহজ রাস্তা।

    "আল্লাহর পরিচয় ও তার সাথে সম্পর্কটাই মা’রিফত।"
    "সুন্নতে রাসূলই (সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম) শরীয়ত ও তরিকত।"

    "এ পথেই সহজে পরিত্রাণ । এটাই যথার্থ পথ। অন্য দিকে নজর দিলে বিপদ বাড়বে, ভেজাল মিশ্রিত হবে।"

    #মডারেট

    9-Jan-2020 6:04 pm

    9-Jan-2020 11:38 pm


    ইজতেমা ২০২০

    দুই দিন বয়ান করবেন ইব্রাহিম দেওলা সাহেব আর মাঝে একদিন আহমেদ লাট সাহেব।

    শেষ দিন মুনাজাত বাংলাদেশের জুবায়ের সাহেব।

    ময়দানে জায়গা নেই। ইজতেমা আরম্ভের ২ দিন আগে পেন্ডেল ফুল। এখন ওভারফ্লো। ঢুকার জায়গা নেই।

    এতাতিদের ইজতেমা সামনের সপ্তাহে আলাদা করে হবে। একই মাঠে।

      Comments:
    • হ্যা।

    9-Jan-2020 11:38 pm

    10-Jan-2020 3:37 am


    “No people went astray and yet having been guided, except that they were given (as a punishment) argumentation.” - Quran.

    “Recite the Quran. But if you differ on it, get up from it.” This hadith means engage in religious activities together, but as soon as argumentation and dislike for each crops up, leave and go home.

    - Dr. Shadee Elmasry

    10-Jan-2020 3:37 am

    10-Jan-2020 3:48 am


    Iran updates :

    - Video surface that shows a rocket hitting the downed 737 in Iran. No surprise there. That people gave it any benefit of doubt prior to this video, was a surprise.

    - The missiles fired into Iraqi base from Iran hit at precise location and buildings. Too precise, analysts say. Indicating better missile tech from Iran's part.

    - Israeli news paper says Iran might take only 2 more months to make "the bomb". Take it with a grain of salt as Israel always had been claiming such.

    - USA isn't leaving ME. And Trump wants to make sure Iran doesn't make the bomb. Here Trump is working as a proxy for Israel. As Israel fears Iran since forever, for God knows why. As per Russian analysts the only way he can ensure this, is by nuking the nuclear facility in Iran, as the underground facility can't be destroyed by other means.

    10-Jan-2020 3:48 am

    10-Jan-2020 11:13 am


    "শুরাপন্থীদের মাহফিলে আরবী ত্বলাবাদের মজমা আলাদা করে মোজাকারা করার প্রয়োজন নেই।
    পুরাতন সাথীদের মজমা আলাদা করে মোজাকারা করতে হবে।"

    Deep :-) (Y)

      Comments:
    • কোনো এক এতাতি হবে হয়তো। "দাওয়াতের মিম্বর জামাত"

    10-Jan-2020 11:13 am

    10-Jan-2020 12:01 pm


    ইজতেমায় গেলে আমি এতাতিদেরটায় যাবো ইনশাল্লাহ।

    কারন :

    প্রথমতঃ ছাত্রাবস্থায় আমার যত বড় ভাই ছিলো সবাই এখন এতাতি। হয়তো শিকদার স্যারের প্রভাব। উনি আমাদের স্যার ছিলেন বলে। ইজতেমায় তাদের সাথে দেখা হবে।

    দ্বিতীয়তঃ এতাতিরা এত খারাপ না যে সবসময় তাদের বিরোধিতা করতে হবে। আর বেশি বিরোধিতা করলে এক সময় হয়ে যাবে "এরা ইহুদি নাসারাদের থেকেও খারাপ, কারন ইহুদিরা কখনো <একটা কিছু> করে না, কিন্তু এতাতিরাতো <সেই কিছুটা> করে"। অতিরিক্ত ঘৃনা ক্ষতিকর। সেটা যেন না হয়।

    তৃতীয়তঃ তাদের পথভ্রষ্টতার কিছু সাইন এখনই আমি দেখছি। যেমন দেওবন্দিদের এত বিরোধিতা যে অনেকটা আহলে হাদিস স্টাইলে কথা বলছে। কিন্তু "হয়ে গেলে" তখন দেখা যাবে। "সে খারাপ হয়ে যাবে" তাই এখনই তার বিরোধিতা করার মানে নেই। যার অন্তর্দৃষ্টিতে যাই মনে হোক। যতদিন মোটামুটি ভালো আছে সাপোর্ট।

    চতুর্থতঃ ভিড় কম হবে। যাওয়া আসার সময় বাচবে। আর এটলিষ্ট বসে কথা বলা বা খুজা যাবে। এখন অতিরিক্ত ভিড়ে আমার যাবার কারন নেই।

    পঞ্চমতঃ Support the underdog. এতাতিরা এখন underdog. আর being badass factor. এটা সাপোর্ট দা আন্ডারডগের সাথে সম্পৃক্ত।

      Comments:
    • ^ হতে পারে। কিন্তু নিশ্চিৎ না যেহেতু তাই "যোগ দেয়ার" পক্ষে আমি না। আর এতাতিরা যদি ঠিক হয় তবে দেওবন্দি মাদ্রাসাগুলো নিশ্চিৎ ভুলের মাঝে আছে।

      এটার শেষ প্রমান হলো কারো "পতন" দে‌খার মাঝে। পক্ষে বিপক্ষে "দলিল" দেবার মাঝে না। মাদ্রাসাগুলো যদি ভুল হয় তবে পতন হবে। যেটার সাইন এখনো নেই। সামনের কয়েক বছরের মাঝে যদি আসে তবে তখন দেখতে হবে।

    10-Jan-2020 12:01 pm

    10-Jan-2020 2:05 pm


    খবর : "প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা"

    এখন কবর না, মাজার না, মিনার না। "প্রতিকৃতিতে" শ্রদ্ধা।

    কিছু বছর আগেও স্কুলের মেয়েরা লাইন ধরে প্রতিকৃতিতে প্রনাম করছিলো এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হবার পরে এক নেতা আমাকে বলছিলেন "এগুলো বিরোধিদের ষড়যন্ত্র। আমরা কখনো প্রতিকৃতিকে প্রনাম করি না"। অল্প কয়েক বছরে অনেক পরিবর্তন।

    Keep watching. প্রতিমূর্তির অপেক্ষায়।

    ধর্ম কোনটা রাখবেন এখনই ঠিক করে নেন। নাকি দুটোই?

    10-Jan-2020 2:05 pm

    10-Jan-2020 3:15 pm


    Prince Harry, the younger son of Diana, and his wife resigning from Royal duty. Basically turning into commons.

    Another proof that glorious life doesn't mean anything. You enjoy the ascend and then a few days later it becomes boring. You aren't anymore happy than the common man living in the hut.

    If anyone remembers Roman Holiday.

    10-Jan-2020 3:15 pm

    10-Jan-2020 4:44 pm


    "আন্দোলন থামাতে হবে। তারা মাত্র দুই দিন সময় দিয়েছে।"

    "রাস্তা থেকে কাউকে ধরে আনলে হয় না?"

    "কাকে ধরবো?"

    "পাগল ছাগল কাউকে।"

    "পাগল? মানে মাজনু টাইপের?"

    [লিংক কমেন্টে]

    10-Jan-2020 4:44 pm

    10-Jan-2020 8:40 pm


    মনে করেছিলাম তাসাউফের উপর লিখবো। কিন্তু সেটা আর হয় না। সারা দিন শুধু পলিটিক্স, দ্বিনি ইখতেলাফ আর ফিতনা নিয়ে পড়ে আছি। যে সময় মনে করি "যথেষ্ট! কে কাকে কি কারনে কাফের বললো তাতে আমার কি? আমি চুপ থাকবো" -- এর কিছু দিন পরে দেখা যায় আমিও ঠিক সেটাই নিয়ে পড়েছি।

    যেমন আজহারি সাহেবকে যখন ধোলাই করা হচ্ছিলো তখন উনার কারনেই এই পোষ্টাটা দিয়েছিলাম : আমি কোনো দিকে তাকাবো না।

    https://www.facebook.com/habib.dhaka/posts/10156927056053176

    কিন্তু এর পর উনাকে নিয়ে আর কাজি ইব্রাহিম সাহেবকে নিয়ে কত পোষ্ট দিলাম।

    যাই হোক ফিতনা আছে, দ্বন্ধ আছে এগুলো সমাধান করা আমার কাজ না। উপরের পোষ্টে যা বলেছিলাম।

    Desperately trying. দেখি তাসাউফের উপর একটা গল্প অনুবাদ করতে পারি কিনা। আরবি থেকে অনুবাদ। গল্পটা গাজ্জালির উলুমুদ্দিন বইয়ে আছে আবার আব্দুল কাদের জিলানীর গুনিয়াতেও বিস্তারিত উল্লেখ আছে।

    আগেই বলে দিচ্ছি : সালাফিদের জন্য এই গল্পটা হবে স্পষ্ট পথভ্রষ্টতা। আপনাদের শিক্ষার সম্পূর্ন বিপরিত। যা কিছু আপনাদের শায়েখরা নিষেধ করে সবকিছু এটায় আছে।

    হানাফিদের জন্য : প্রয়োজন নেই। এর থেকে ভালো গল্প আছে।

    অনুবাদ করছি কেন? নিজেকে ব্যস্ত রাখার জন্য যেন অন্য দিকে চোখ না যায়।

    FAQ : "সেটা না করে আকিদা নিয়ে লিখতে পারেন না?"

    আমি লিখলে ফিতনা বাড়বে। বরং আপনি লিখুন।

    "কোরআন শরিফের অনুবাদ করলে?"

    ফেসবুকের বড় ভাইদের এতে আপত্তি আছে।

    "হাদিসের অনুবাদ করলে?"

    ফেসবুকের বড় ভাইদের এতে আপত্তি আছে।

    "আপত্তি নেই কিসে?"

    এটা এ জন্য অনুবাদ করছি দেখতে কয়জনের আছে :-)

    বেসিক্যলি আমি চাচ্ছি কমুনিটি থেকে নিজেকে কিছুটা দূরে নিতে।
    তাই এই বিতর্কিত অনুবাদ।

      Comments:
    • * পাছে বড় ভাইরা কিছু বলে।

    10-Jan-2020 8:40 pm

    10-Jan-2020 9:25 pm


    Bomb in Pakistan mosque targeted at military personals. 12 killed.

    An offshoot group of TTP claims responsibility.

    তাগুত বলে কথা। আর তাগুতদের যারা কাফের বলবে না তারাও কাফের।

    keep watching.

      Comments:
    • by the way : some of the groups in BD are direct TTP offshoot. Whether they acknowledge it or not. All their literature come from TTP.
    • TTP bear the same ideology of Salafi Arabs within Talibans. Talibans are Dewbondi.

    10-Jan-2020 9:25 pm

    11-Jan-2020 12:11 pm


    Iran acknowledged it has shot down the Ukrainian passenger plane.

    The bad thing in this saga is how blatantly they lied on this. When you mix Shia peace time "Taqiya" with war time lies, it's hard to get anything true out of it.

    A safe bet might be to believe the opposite of everything they say. Nearer to truth.

    I still have no clue how they might win wars in the future. Though still keeping some hopes up, at least they can fire missiles. :-)

      Comments:
    • maybe they were protecting the airport from us bombing through anti-aircraft missiles. which fired and downed a regular plane.

    11-Jan-2020 12:11 pm

    11-Jan-2020 1:01 pm


    তবলিগের শুরা পন্থিদের পেইজ "সহি নেহাজের তবলিগ"
    https://www.facebook.com/groups/sahihnahj/

    সাদ সাহেব পন্থিদের পেইজ "দাওয়াতের মিম্বর জামাত"
    https://www.facebook.com/groups/dawatermimborjamat/

    সাদ সাহেব পন্থিদের নিউজ ওয়েবসাইট : তবলিগনিউজ বিডি
    http://tablignewsbd.com/

    শুরা পন্থিদের নিউজ সাইট : ইসলাম টাইম
    https://islamtime24.com/

    11-Jan-2020 1:01 pm

    11-Jan-2020 3:14 pm


    Another shift I am watching is that Uber, instead of fighting to run its business, is now rather withdrawing from markets that are making laws to bar it. Mark a SoftBank policy change.

    Cafe X, the robotic coffee maker company is closing 100s of outlets to reduce "cash burn". It's also SoftBank funded. Another mark at policy change.

    11-Jan-2020 3:14 pm

    11-Jan-2020 5:34 pm


    How to : use a cordless drill to power your bicycle. (Y)
    And change the brake wire or gear shifter to act as accelerator.

    11-Jan-2020 5:34 pm

    11-Jan-2020 6:40 pm


    মানুষ দ্বিনদ্বার হচ্ছে - ২

    ইজতেমায় উপচে পড়া ভিড়। বিগত সকল রেকর্ড ভঙ্গ। আজহারি সাহেবের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ। শত শত পুলিশ ঠেকিয়ে রাখতে পারছে না। দেশে চারিদিকে মাহফিলের পর মাহফিল। অথচ এই সব জায়গায় আগে দেখতাম টাকা তুলে কনসার্ট আয়োজন করা হতো। মানুষের মাঝে দ্বিনের আগ্রহ বাড়ছে। জানতে চাচ্ছে। অনুসরন করতে চাচ্ছে।

    ৮০ দশকে বাড়ির মহিলারা কাজ করতো, আর বিশ্রামের সময়টা ভিসিআর দেখে কাটাতো। ৯০ এর দশকে বাসায় সারা দিন চলতো ডিশ। হিন্দি নাচ গান। কারো খারাপ লাগতো না কারন বাপ মা ভাই বোন সবাই একসাথে দেখে অভ্যস্ত।

    এগুলো সব এখন বন্ধ হয়ে গিয়েছে। বাসায় বাসায় দ্বিনের চর্চা। একজন অন্যজনের কাছ থেকে জানতে থাকে মাসলা মাসায়েল। কি করবো?

    এখন দুই জায়গায় শুধু কমার আক্ষেপ করতে দেখছি। একটা তরিকত-পন্থিদের, "মানুষ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে" সত্যি সত্যি তারা এটা বার বার ব‌লছে।

    আর দ্বিতীয় নাস্তিকদের, তসলিমা যা বলে। এর মাঝে তসলিমার কথাগুলো গুরত্বপূর্ন। সে দেখে এসেছে কয়েক যুগ। কমপেয়ার করতে পারে।

    অথচ এই তসলিমাই ৮০র দিকে স্বপ্ন দেখতো আর লিখতো ৪০-৫০ বছর পরে দেশে ইসলাম বলে কিছু থাকবে না। মানুষ এগুলো থেকে মুক্ত হয়ে যাবে।

    উল্টো হয়েছে।

    11-Jan-2020 6:40 pm

    11-Jan-2020 10:59 pm


    আল্লাহ তায়ালার নৈকট্য।

    এটা আসে,

  • একা একা বসে আল্লাহর কথা চিন্তা করলে।
  • রাতে দীর্ঘক্ষন নামাজে দাড়িয়ে থাকলে।
  • কোরআন তিলওয়াত করলে।
  • আল্লাহ তায়ালা যদি কষ্ট দেন তবে সেটার উপর সবর করতে থাকলে।
  • কারো গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দিলে।

    এটা চলে যায়,

  • নিজের আমলের উপর সন্তুষ্টি, তৃপ্তি চলে আসলে।
  • অতিরিক্ত কথা, তর্কে লিপ্ত হলে।
  • ক্ষমার পরে গুনাহতে আবার লিপ্ত হয়ে পড়লে।
  • নিজের অন্তরের কথা কারো কাছে প্রকাশ করলে।

    #মডারেট_মোজলেম

      Comments:
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156955582778176

    11-Jan-2020 10:59 pm

  • 12-Jan-2020 1:48 pm


    Cry on your sins, O slave of God!
    Or take Prozac and be happy.

    But Prozac will only delay the inevitable, until it strikes.
    Every drop of tear, turns off swathe of hell fire.

    12-Jan-2020 1:48 pm

    12-Jan-2020 7:21 pm


    আলহামদুলিল্লাহ। এবার ইজতেমা কোনো ঝামেলা বিপদ এক্সিডেন্ট বৃষ্টি হুড়োহড়ি গন্ডোগোল ছাড়া হয়েছে। - একটা নিদর্শন/সাইন।

    আগে প্রায় বছরই যে ইজতেমায় বৃষ্টি হতো? - সেটাও একটা সাইন/ইংগিত।

    ভাইরে আমি কখনো নিজেকে "হক পথের পথিক" মনে করি না। তাই সবসময় উল্টো দিকের যুক্তি শুনি, গুরুত্ব দেই -- যাচাই করার জন্য "আমি কি আসলেই সঠিক পথে আছি?" চেক করতে। একারনেই সব দলের আকিদা শিক্ষাকে নিয়ে ছোট ছোট পয়েন্টে আলোচনা করি। এগুলো সমালোচনা করার জন্য না। ভুল ধরার জন্য না। কিন্তু ঠিকটা বের করতে গিয়েছিলাম, হয়তো পাই নি। তাই।

    আচ্ছা, এতাতিদের ইজতেমা কেমন হতে যাচ্ছে?

    জানি না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মোনাজাতের পর পর ড্রেনের পানি অভার ফ্লো করে পুরো মাঠ "ময়লা" [ to put it mildly ] পানিতে ডুবে গিয়েছে। আর এতাতিদের ইজতেমা কাল পরশু থেকে আরম্ভ। - A bad sign.

    Keep watching.
    সব কিছু আবার উল্টে যেতে পারে সামনের সপ্তাহে।

      Comments:
    • FAQ : "হক না-হক আপনি দলিল থেকে দেখবেন, এগুলো দিয়ে দেখেন কেন?"
      A. মানে দলিল থেকে যখন বুঝতে পারি না, কারন সব পক্ষেরই দলিল আছে, তখন এই সব দেখি আরকি। :-)
    • https://www.facebook.com/mohammadka2/videos/pcb.514397355949755/10213069884541373/

    12-Jan-2020 7:21 pm

    12-Jan-2020 11:34 pm


    এতাতিদের পক্ষে :

    কিছু দিন ধরে Think positive করার চেষ্টা করছি। মানুষ যাদের নিন্দা করে তাদের পক্ষে যুক্তি দেখানো। এই ধারায় এখন এতাতিদের পক্ষে বলছি।
    _______

    বড় ভাইয়ের সাথে দেখা।

    বললাম, "শুরার ইজতেমায় এবার রেকর্ড লোক হলো।"

    দেখো, আগে ৬৪ জেলাকে চার ভাগ করে ১৬ জেলার ইজতেমা হতো প্রতি পর্বে। তাতেই লোকের জায়গা হতো না। ৩২ জেলা আসতো এক বছর। দুই পর্বে ১৬ জেলা করে। ৩২ জেলা পরের বছর। এভাবে।

    এখন সারা দেশ একসাথে তারা করেছে। চারগুন জেলা। প্রতি জেলা থেকে অর্ধেক মানুষ আসলেও আগের ইজতেমার দ্বিগুন লোক হবে। এতে আশ্চর্যের বা বিশেষ কি?

    "তবে গত বার যে আপনাদের ইজতেমায় লোক কম হয়েছিলো?"

    কি ভাবে বুঝলে লোক কম হয়েছিলো?

    "মানে আশে পাশের দোকানদাররা বলছিলো..."

    ওজাহাতি ইজতেমায় লোক আসে ঘুরতে, সদাই কিনতে। তাই বেশি। আমাদের ইজতেমায় আসল তবলিগের সাথিরা এসেছে। এরা ঘুরে না, জমে বয়ান শুনে।

    "গত বার বৃষ্টি হয়েছিলো যে এটার ব্যপারে কি বলবেন?"

    আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা না হলে ময়লা দুর্গন্ধ মাড় ফেলা মাঠে থাকা যেতো না। এটা আল্লাহর রহমত। মাঠ ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিলো আমাদের ইজতেমার ঠিক আগে।

    "এবার যে হাগুর লাইন ভেঙ্গে মাঠ ভরে গেলো, এটা আপনাদের বিপক্ষে গেলো তবে। ঠিক আপনাদের ইজতেমার আগে। এটা একটা নিদর্শন।"

    লাইন ভেঙ্গেছে গত রাতে। প্রথম ময়লা পানি ঢুকেছে কোথায় জানো? ফরেন টেন্টের উলামাদের কামরায়। কি নিদর্শন দেখছো?
    ____

    বুঝলাম কথা আর লম্বা করে লাভ নেই।
    এখানেই শেষ। :-)

      Comments:
    • ১২ জন।

    12-Jan-2020 11:34 pm

    13-Jan-2020 5:07 pm


    ডঃ জাহাঙ্গির একা যে ভাবে বাংলাদেশের জিডিপি কমিয়ে দিচ্ছে।

    - প্রথমতঃ ঔষধ বিক্রি তলানিতে। জিডিপি আর উৎপাদনের একটা বড় অংশ এই দেশের ঔষধ ফ্যাক্টরিগুলো। দেশের লক্ষ লক্ষ মানুষের চাকরি এই সেক্টরে। মানুষ ডায়বেটিসের ঔষুধ বন্ধ করে দিয়েছে, প্রেশারের ঔষধ, সব ঔষধ। ভাত না খেয়ে থাকলেই নাকি কাজ হয়।

    এর ক্যসকাডেড ইফেক্ট। ঔষধ বিক্রি করে টাকা না পেলে অন্যান্য সেক্টরও ক্ষতিগ্রস্থ হবে যেখানে তারা এই টাকা খরচ করতো।

    - দ্বিতীয়তঃ চাল বিক্রি কমে যাচ্ছে। খাবার কনজাম্পশন কমে যাচ্ছে। যে বাসায় ৩০ কেজি চাল লাগতো তাদের লাগে ১০ কেজি। কৃষকদের ক্ষতি। একজন শুনালো তিন দিন শুধু পানি খেয়ে ছিলো উনার লেকচার শুনে।

    - তৃতীয়তঃ জিম ছিলো একটা উঠতি ব্যবসা। এর গলা টিপে যেন ধরা হয়েছে। না খেয়ে যদি মাসে ১০ কেজি ওজন কমে তবে জিমে টাকা দেবে কে?

    পার্সেন্ট পয়েন্টে এটা দেশের জিডিপির কত ক্ষতি করবে দেখতে থাকেন।

    13-Jan-2020 5:07 pm

    13-Jan-2020 8:33 pm


    Science is stunted for the last 50 years :

    Quotes : "...experiments in the foundations of physics past the 1970s have only confirmed the already existing theories. None found evidence of anything beyond what we already know."

    "...today any drop of genuine theoretical progress would drown in an ocean of 'healthy speculation'”.

    and comes the main part...

    "...just because physicists can write down equations for something does not mean this math is a scientifically promising hypothesis. String theory, supersymmetry, multiverses. There’s math for it, alright. Pretty math, even. But that doesn’t mean this math describes reality."

    13-Jan-2020 8:33 pm

    13-Jan-2020 9:42 pm


    BD Stock Market :

    So every time BD share market crashes, investors start protesting and rioting. And government purges the old index and introduces a new one for measuring whatever it perceives as *true* performance. And they also ban the old one. No one can publish the old index, freedom of speech be damned.

    This cycle repeated, may be 4 times since when I had been monitoring share market since early 90s. Thus we get a new index every decade.

    The last one was called DS30, copied mimicking DOW from NYSE. And this one was the *real* index that the gov emphasized on. The cream of the companies. "Invest on this one and you will be safe" said the gov. Don't waste money on rotten shares and then cry when you lose your investment.

    So far, so good. Right?

    This index started from 2013. And on its starting date it was 1460.

    Today share price has taken another 2% dip.

    And that index stands *bellow* its introductory number.

    Now at : 1387 :-)

      Comments:
    • btw: I don't invest in share market. Just follow it for the game value and the puzzle.
    • Here it explains it.

    13-Jan-2020 9:42 pm

    14-Jan-2020 7:14 am


    Apparently, it's Greta's father that's robbing her childhood. How dare he? Link in comment :-)

    14-Jan-2020 7:14 am

    14-Jan-2020 7:31 am


    Popular YouTube vegetarian vlogger. Posts regular video on vegetarianism. Her health deteriorates. Secretly starts eating meat to save herself, while still promoting vegan diet. Gets caught, video of her eating meat in restaurant gets viral online.

    Next she claims, she "secretly" gave up being vegan long ago and people should have accepted it. :-)

    Link in comment.

    14-Jan-2020 7:31 am

    14-Jan-2020 4:07 pm


    ভালো জিনিস পোষ্ট করতে চাচ্ছি। কিন্তু feeling like আরো ভালো কিছু পোষ্ট করার আগে আমাকে আবারো মন্দ কিছু আগে পোষ্ট করে নিতে হবে।

    নয়তো আমাদের পোলাপান সমাজ ক্ষেপে যাবে আমার উপর। "কি? নিজেকে আমাদের থেকে বেশি দ্বিনদ্বার দাবি করছে এই লোক? দলের কে কোথায় আছো? সবাই Raid!"

    Therefore excuse the upcoming trolls. :-)

    14-Jan-2020 4:07 pm

    14-Jan-2020 4:54 pm


    এই শুক্রুবার সৌদির তাবুক এলাকার ছবি।

    ৮০র দশকে আমি চিন্তে করতাম বরফের উপর দিয়ে হামাগুড়ি? কিন্তু আরবের মরূভুমিতে বরফ কোথায়?

    ব্যাখ্যা ছিলো :
    ১। হাদিসের এই অংশটা সহি না।
    ২। এটা একটা আরবি প্রবাদ, যার অর্থ কষ্টের মধ্য দিয়ে। "আপনি আরবি কিছু পড়েছেন? জানেন? না জেনে কথা বলবেন না" পার্টির এর সাথে আরো কিছু সংযোগ।

    যতক্ষন না লিটারেলি এটা হবার মতো পরিবেশ হচ্ছে।

    কেউ আবার বলেন না "সৌদিতে শীতকালে বরফ সবসময় পড়ে"
    প্রচন্ড ঠান্ডা পড়তো কিন্তু বরফ না।

    সোর্স :
    https://twitter.com/Ha2936/status/1215620440460341249

      Comments:
    • কেউ এগুলো নিয়ে এখানে কমেন্ট করলে আমার আইডি নাই হয়ে যাবার আশংকা আছে। তাই যে যা বুঝেন, আইডি বাচানোর জন্য এখানে এই বিষয় নিয়ে কমেন্ট/প্রশ্ন করবেন না প্লিজ।

    14-Jan-2020 4:54 pm

    14-Jan-2020 5:12 pm


    DSE touched 4000. This, gentlemen, is now the new norm. Took less than 1 month since when I posted the countdown.

    https://www.facebook.com/habib.dhaka/posts/10156912120043176

    The interesting bit is that last week it dropped 1% everyday and people thought it was *really bad*. As in record bad.

    This week it's falling 2% everyday. :-)

    Next : waiting for 3600.

    And now DSEX has also fallen bellow its introductory value set 7 years back. This index was introduced in 2013 and on its opening day started from 4055.

    More interestingly, if you had 1m tk in 2013, and stashed it in a current account in Bank without any interest, then you would have more money now, than investing it in stock all this long.

      Comments:
    • ^ as the saying goes : never spoil a good rant, with facts. :-)

    14-Jan-2020 5:12 pm

    14-Jan-2020 6:50 pm


    ব্যলেন্সড আলোচনা। প্রত্যক্ষদর্শি।
    বলছেন ৬০০০ অতিথি ছিলো।
    ____

    যারা এগুলো নিযে "দ্বন্ধে" আছেন তাদের জন্য শুধু এই পোষ্ট
    সবার জন্য না।
    ____

    কোথায় যেন বাজছে,
    "আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
    আগে কি সুন্দর দিন কাটাইতাম।"

    আসন্ন নির্বাচনের থিম সংগ মনে হয় :-)

    14-Jan-2020 6:50 pm

    14-Jan-2020 11:30 pm


    Libyan peace treaty mediated by Putin, to be signed in Moscow failed. Both Turkish and Haftar representatives were there.

    Next,
    Jihadists from Syria moving there to join Haftar's force.

    Erdogan moving force to help the government [anti-Hafta, who ever it is].

    Erdogan reminded everyone that Libya was once part of Turkey [Ottoman] and therefore will help it.

    Watching.

      Comments:
    • Note that Sisi/Egypt is pro-Haftar. If this rolls to war, then I am afraid we later might see Turkey-Egypt fighting.

    14-Jan-2020 11:30 pm

    15-Jan-2020 12:30 am


    Y2K Bug is back, people that lived through that craze should remember. "Planes falling off the sky as soon as year 2000 strikes."

    Well that didn't happen. But as soon as 2020 started Russian POS terminals stopped working. NY's parking meters stopped working. Even a game called "WWE 2K20" stopped working.

    Reason is that people made a quick fix before 2000 that for two digit years, if the two digit year is <20 then it's 2000-2019. Otherwise it's still year 1900+. That way you can avoid changing database/form/report field size and still could have addressed the Y2K bug.

    It's biting now.

    15-Jan-2020 12:30 am

    15-Jan-2020 1:37 am


    এতাতি ইজতেমায় যাবার সমস্যাগুলো :

    প্রথম সমস্যা : এর পরও যেতে আসতে ৩ ঘন্টা + ৩ ঘন্টা = ৬ ঘন্টা লাগবে। ৯০ এর দিকে বিভিন্ন জোড়ে বাসে করে বাসা থেকে ময়দানে প্রতি দিন যাওয়া আসা করতাম, এক থেকে দেড় ঘন্টা করে লাগতো। উত্তরা জনপদ হয়ে যাবার পরে এখন পুরোটাই জ্যাম। আগে জ্যাম পড়তো মগবাজারে এসে, এর আগে সব খালি।

    দ্বিতীয় সমস্যা : মোবাইল নিয়ে গেলে গত বছর এদের ধরে ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দিচ্ছিলো এতাতিরা। "আপনার নাম কি?" "কি জন্য এসেছেন?" "দর্শক আমরা এক গুপ্তচরকে আটক করেছি, গোপনে ভিডিও করছিলো....।" এইবারও আশংকা আছে এরকম হবার। আর এই ভাবে অপরাধি হিসাবে নিজেকে ভাইরাল করার রিস্ক মাথায় নিয়ে কতটুকু যাওয়া উচিৎ হবে সেটা প্রশ্ন।

    15-Jan-2020 1:37 am

    15-Jan-2020 3:15 pm


    Defend the undefendable series cont...

    "কাজি ইব্রাহিম সাহেব বলেছেন মাটির নিচেও আমাদের মতো জগৎ আছে। নাম এন্টারটিক। যেখানে হিটলার ২০০০ সৈন্য সহ লুকিয়েছিলো পরাজিত হবার পরে আত্মহত্যা না করে।"

    পুরানো কথা। থিউরিটা আমি পড়েছি ৮০ দিকে কোনো বইয়ে। হয়তো এটা ঠিক না বেঠিক। কিন্তু ইব্রাহিম সাহেব এটা নিজে বসে বসে বানান নি। দেটস দা পয়েন্ট।

    "উনি বলেছেন, কলম্বাস না, বরং মুসলিমরা প্রথম আমেরিকা আবিষ্কার করে।"

    জনপ্রীয় কথা। নেটে সার্চ দিন বহু আর্টিক্যল পাবেন এর উপর। এরদোগানও বলেছিলো। আরবের মুসলিমদের বড় অংশ এখনো এটা বিশ্বাস করে।

    এখন এটা মূলধারার কথা না। অল্টারনেট থিউরি। কিন্তু সবাই যদি মূলধারার কথা বলতে বাধ্য হয় তবে অল্টারনেট থিউরি বলার মতো কেউ থাকবে না।

    অধিকাংশ মূ‌লধারার কথা বলবে। বলুক। এর জন্যই এটা "মূলধারা"।

    কেউ কেউ অল্টারনেট থিউরি নিয়ে কথা বলবে। এভাবে অল্টারনেট থিউরি বেচে থাকে। আমি সমস্যা দেখি না।

    সমস্যা দেখি যখন কেউ বলে "অল্টারনেট থিউরিটাই সত্য। যারা এটা অস্বিকার করবে তারা কাফের। সত্যকে অস্বিকারকারি। ভিতু, কাপুরুষ, নির্বোধ, মুনাফেক, দালাল" whatever. তখন সমস্যা। মূলধারা কাফের হয়ে যাচ্ছে। বিপরিত পক্ষকে কাফের-গোমরাহ বললেই নতুন দল তৈরি হয়ে যায়। নতুন গ্রুপ, সেক্ট বা কাল্ট।

    কাজি ইব্রাহিম সাহেব সেই কাজ করছেন না। এর পর তার কথা আমার পছন্দ হোক বা না হোক আপত্তি করার মতো কিছু দেখছি না।

    পছন্দ না হলে আমি শুনবো না।

    15-Jan-2020 3:15 pm

    15-Jan-2020 6:21 pm


    AI :

    First there were news that expressed concern that US probably is lagging behind in AI compared to other countries, like China.

    Second there was a written proposal to provide visa for any AI expert worldwide to bring them into USA. So that USA becomes the central again in AI, like how it was during Silicon Valley hay days.

    Now news : USA implements sanctions over AI software export.

    In the 90s such restriction existed on encryption tech. Which is why many software used to have two versions. The USA version with cryptography and International version without cryptography. [the exact word is "weakened"]

    Later all crypto works started to migrate to Europe because of this sanction, until others started to have more advanced crypto software than US companies. That's when USA removed that restriction to get competitive again. Sometime in 2000.

    History repeating?

    15-Jan-2020 6:21 pm

    15-Jan-2020 8:29 pm


    "Putin proposes surprise constitutional changes" -- I didn't care to read the news detail. Assumed it most likely have to do with Putin staying in power, which constitutionally he probably can't.

    Now news : "Entire Russian Government with all cabinet ministers resign" -- wt? Dug in to figure out what that means.

    Well, the same, it's some official ritual to keep Putin in power. :-)

    15-Jan-2020 8:29 pm

    15-Jan-2020 9:53 pm


    Thursday night image stash.


    Kids' new year.


    My new year.


    Someone should send it to FB team.


    The 70s.


    Programmers shouldn't be too truthful, I guess. :-)


    Math meme.

    If you can't get it read chapter on factorial.


    Purpose of education.


    Onion still is 140/kg for the locally grown one.
    Foreign imported ones are 70/kg [large sized].


    We still are living the best life in entire history of humankind.

    15-Jan-2020 9:53 pm

    15-Jan-2020 10:54 pm


    ওজাহাতিদের ইজতেমায় বৃহস্পতিবার মাঠ পূর্ন হয়ে গিয়েছিলো। কালকে বৃহস্পতিবার।

    মূল দেখার বিষয় দুই পক্ষের ইজতেমার লোক কমপেয়ার করা না।

    বরং গত বছর এতাতিদের ইজতেমা আর এই বছর তাদের ইজতেমায় লোক কতটুকু বাড়লো বা কমলো সেটা।

    ট্রেন্ডটা। মানুষের ফ্লো কোন দিকে। সময়ের সাথে সাথে তাদের লোক বাড়ছে কিনা, এগুলো।

    15-Jan-2020 10:54 pm

    16-Jan-2020 7:17 am


    Remember the other electric car company that was poaching 100s of Tesla's Engineers offering them a bigger pay check a few years back?

    It no longer exists. Here's the story of another reckless spending spree hoping for something that didn't materialize and made the investor bankrupt.

    For each success story, there are 10 failed ones that no one talks about.

    This post had an attachment, which is now missing

    16-Jan-2020 7:17 am

    16-Jan-2020 12:48 pm


    "CollageHumor" the old popular site is dead. They say it's because they chose to shift to FB, which killed them. It didn't have as much viewership as YouTube or other platforms.

    Then why did they jump ship to FB? Remember a few years ago FB started to autoplay each video as you scroll down? That was the reason. They thought everyone was watching those videos which none was.

    16-Jan-2020 12:48 pm

    16-Jan-2020 2:42 pm


    Things that we only watch in movies and fictions happening in real life :

    El-Chapo escaping maximum security prison in Mexico following a kilometer long tunnel dug just for him. And everyone was prepared for his escape since from the day when he was put there. Like how he did a bunch of escapes before this one. There were no surprise nor a lack of security.

    And the murder-suicide of Epstein. Who tried to commit suicide a few time before that within a month, was on suicide watch, everyone was sure that he will be killed, be it suicide or anything. And then after the incident the footage from jail just disappeared.

    And recently Nissan's CEO escaping hi-tech closely watched prison-like environment in Japan and escaping to Lebanon. No lack of security there either.

    Link to how he did it in comment.

    16-Jan-2020 2:42 pm

    16-Jan-2020 4:06 pm


    Defending the undefendable : মাওলানা সা'দ সাহেব।

    পক্ষে লিখলেও উনার ব্যপারে আমার কিছু রিজারভেশন আছে। এগুলো উনি যেভাবে ক্ষমতা দখল করেছেন এবং এর জন্য যা যা করেছেন এর সাথে সম্পর্কিত।

    কিন্তু যেগুলোর জন্য আমি উনার কোনো দোষ দেখি না, যদিও অন্যান্যরা দেখে :

    "মুসা আঃ এর কাহিনি উনি ...."

    এটা নতুন ব্যাখ্যা না। তবলিগে এই ব্যাখ্যা আমি শুনে আসছি ৯০ থেকে, আমার ছাত্রাবস্থায়। তখন উনি আমির ছিলেন না। প্লাস এটার ব্যপারে উনি ব্যখ্যা দিয়েছেন। তফসিরের কিতাবে হুবহু এই ভাবে ব্যাখ্যা করা আছে। এবং এমন তফসিরের কিতাবে যেটা দেওবন্দিরা পড়ে, সঠিক হিসাবে মানে।

    দেওবন্দি সাইডের ব্যখ্যা হলো : আমাদের তফসিরের কিতাবে থাকলেও আমরা এটা মানি না। আমারা মানি শুধু প্রথম তিন যুগের সালাফদের। তাদের কারো থেকে এই ব্যখ্যা দেখাতে পারবে না।

    কিন্তু দেওবন্দি আলেমদের এই এক ফিল্টার থেকে বিরাট ক্রাইসিস আরম্ভ হয়ে যায়। যেটা নিয়ে আমি কয়েক বছর আগে হা হুতাশ করেছি, অনেক স্টেটাস দিয়েছি। সরাসরি বলে বা ইন্ডিকেশন দিয়ে।

    আব্দুল মালেক সাহেবের ভিন্ন ব্যখ্যা আছে। কিন্তু পার্থক্যটা সুক্ষ্ম। সুক্ষ্ম বিষয় নিয়ে আলেমরা উচ্চকন্ঠ হতে পারেন। কিন্তু আমার মতো "আম" দের এখানে কোনো বিষয় নেই। নন-ইশু। সুক্ষ্ম বিষয় সব সময় আমার কাছে নন-ইশু।

    https://www.facebook.com/habib.dhaka/posts/10155280038778176

    16-Jan-2020 4:06 pm

    16-Jan-2020 5:00 pm


    How NYT verified that the video of Iranian missile hitting the plane was genuine and not fake?

    Basically,

    They collected the video from a WhatsApp group of the residents in that town where the plane went down.

    Matched the buildings with satellite images of that location [read google earth/map] and pinpointed the exact ally.

    From there the direction the plane was videoed to be travelling matched with the predicted path.

    Flash and explosion sound difference matched with planes altitude. Proving it wasn't fake.

    And also talked with the video poster and re-confirmed it.

    Link in comment.

    By the way, that video taker has been detained by Iranian government for taking and posting that video.

    16-Jan-2020 5:00 pm

    16-Jan-2020 6:35 pm


    Netflix's "Messiah". Created a huge storm in Arab world and in BD before its release. Now you can figure out what's the fuss is about by patiently watching this 10 hours long series and also paying the subscription fee for a month for this privilege.

    Or, know it all reading the wikipedia summary on it in 10 minutes for free. That summary wasn't still there when I last checked a week ago. Now it's there.

    Life is precious. :-)

    FAQ : "But reading the spoiler won't give a good view of the characters, emotion or the surrounding."

    Watch the trailer for that. Add another 4 minutes. It's still 15 minutes against 10 hours.

    "But that will give you surface knowledge only."

    All my knowledge is surface knowledge anyway. Without any depth. :-)

      Comments:
    • ^ That can be said for anything. "Why people bother for ____" <-- you can put anything in the blank that will make perfect sense.

    16-Jan-2020 6:35 pm

    16-Jan-2020 7:18 pm


    আবু বকর মুহাম্মদ জাকারিয়া সাহেবের লাইভ ভিডিও দেখলাম। বললেন দেওবন্দিদের সাথে সালাফিদের ঐক্য হতে পারে না, কারন দেওবন্দিরা আল্লাহ তায়ালা সর্বত্র আছেন বিশ্বাস করেন, তাদের ঈমান নেই। আর সালাফিরা শুধু মাত্র আরশের উপর আছে বিশ্বাস করে, যেটা সঠিক।

    তাই ঐক্যের স্বপ্ন বাদ। সামনের দশক এটা এভাবেই কাটবে।

    উনার একার কথায় এরকম হবে এটা বলছি না। কিন্তু এটা জেনারেল ট্রেন্ড। অধিকাংশের মত এটাই। কখনো প্রকাশ করুক বা কখনো চুপ থাকুক।

    ট্রেন্ড দেখাটা আমার উদ্যেশ্য ছিলো এখানে। সঠিকটা বের করা না। তাই সঠিক কোনটা এটা নিয়ে কমেন্টে আপনার যুক্তি তর্ক বুঝাবে আপনি এই স্টেটাস পড়ার বা বুঝার উপযুক্ত ছিলেন না।

    16-Jan-2020 7:18 pm

    16-Jan-2020 10:33 pm


    সা'দ সাহেবের :

    যে সমস্যাগুলো আমি দেখছি, তাই উনার পক্ষে এখনো না।

  • জোর করে ক্ষমতা দখল।
  • ক্ষমতায় উঠা এবং থাকার জন্য যা করেছেন।
  • তবলিগকে এক্সট্রিমে নিয়ে যায় এধরনের কথাগুলোকে উনি আবার সামনে নিয়ে এসেছেন।

    যেগুলো আমার কাছে কোনো সমস্যা না :

  • মুসা আঃ সংক্রান্ত কথা।
  • কোরআন পড়িয়ে বা নামাজ পড়িয়ে বেতন নেয়া সংক্রান্ত কথা।
  • ক্যামেরা মোবাইল বা এই টাইপের সকল কথা।

    এগুলো ফিকহি পার্থক্য। এবং কোনোটাই নতুন না। সাদ সাহেবের আগে থেকেই কথাগুলো তবলিগে ছিলো। উনি নতুন করে চালু করেন নি।

    কিন্তু সমস্যা এখানে এক্সট্রিমিজমে। উনি এগুলোকে অতিরিক্ত জোর দিয়ে বলা আরম্ভ করেছিলেন। এর আগে সফটলি, নিজেদের মাঝে উপদেশের মতো হয়তো বলা হতো। তাই সমস্যা হতো না।

    এগুলো আগে কভার করেছি। যেমন মুসা আঃ এর ঘটনা।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155238661273176

    এর পর সাদ সাহেব যখন বলেছেন "দেওবন্দিরা যে তফসির পড়ে সেই তফসিরেই এই কথাগুলো আছে", তখন দেওবন্দ থেকে বলে "তফসিরের গ্রন্থও আমাদের দলিল না, আমাদের দলিল শুধু সালাফদের কথা" -- তখন আমার এই সংক্রান্ত হতাশা, পথহারা অবস্থার কথা।

    https://www.facebook.com/habib.dhaka/posts/10155273284098176

    16-Jan-2020 10:33 pm

  • 17-Jan-2020 12:25 am


    Defending the undefendable :

    "কাজি ইব্রাহিম সাহেব বলেন মাহদি চলে এসেছেন, ওখানে জন্ম, এত সালে আসবেন -- এই সব। এগুলো বিভ্রান্তিকর এবং ক্ষতিকর।"

    এগুলো বাদ দিয়ে যান। এর পর বাকি যা বলে সেগুলো থেকে উপকার আছে কিনা দেখেন। যেমন আলামত কি? কিসের পরে কি হবে বলে হাদিসে আছে। ঐ হাদিসের ব্যখ্যা কি কি হতে পারে। এই সব।

    এগুলোতে যদি আপনার ইন্টারেষ্ট থাকে তবে শুনেন। নয়তো অন্য কোনো আলেমের কথা শুনেন।

    সব আলেম সব বিষয়ে কথা বলেন না। কেউ তফসিরে, কেউ ফিকাহতে, কেউ হাদিসে। আপনি যা চান তার কাছে যাবেন। অন্য জনকে বাধা দেয়া অর্থহীন।

    "কিন্তু কাজি ইব্রাহিম সাহেবের এই কথাগুলো অর্থহীন। এগুলো শুনে মানুষ মাহদির জন্য হাত পা গুটিয়ে বসে থাকে আর আমাদের জামাতে বা আন্দোলনে শরিক হয় না।"

    এখানে আপনার ফোকাসটা চলে যাচ্ছে নিজের দলের ভালোর দিকে। এবং উম্মাহর ভালোকে আপনি নিজের দলের ভালোর সাথে শর্তযুক্ত করে ফেলেছেন।

    17-Jan-2020 12:25 am

    17-Jan-2020 8:00 am


    "খৃষ্টানদের সাথে মুসলিমদের ঐক্য হতে পারে কিনা?"

    এটা বড় প্রশ্ন। Think on it.

    কারন আমি চাই বা না চাই, ঐক্য হতে যাচ্ছে।

    17-Jan-2020 8:00 am

    17-Jan-2020 5:59 pm


    ওজাহাতিদে ইজতেমায় এতাতিদের থেকে ৪ গুন লোক হয়েছিলো। দুই পক্ষের ভিডিও দেখে আমার কংক্লুশন।

    পেন্ডেল এখন হয়তো ৭৫% পূর্ন। ওজাহাতিদের সময় ছিলো পেন্ডেলের ৩ গুন মানুষ।

    ভিডিওর ব্যপারে হলো,
    যেখানে ভিড় সেখানে ক্যামেরা নিয়ে দেখাতে পারেন কেমন ভিড়।
    আর যেখানে খালি সেখানে নিয়ে দেখাতে পারেন কেমন খালি।

    কিন্তু ওজাহাতিদের সময় খালি বলে কিছু ছিলো না। মেইন রোডের উপর মানুষ থাকছিলো।

    প্রশ্ন : "সংখ্যাধিক্য হকের কোনো দলিল না"

    হয়তো। যারা এটা বুঝে না, এবং সংখ্যাধিক্য দিয়ে হক বের করার চেষ্টা করে [যেমন আমি :-) ] তাদের জন্য এটা।

    17-Jan-2020 5:59 pm

    17-Jan-2020 8:48 pm


    #undefendable :

    এবার তারেক মুনাওয়ার সাহেবের ওয়াজ ভাইরাল, "নাসা বলেছে আগামি ৭৫ বছরের মাঝে সূর্য পশ্চিম দিকে উঠবে।"

    https://www.facebook.com/100029924411436/videos/213943512946461/

    এখন এই পোষ্টগুলো আমি প্রায় কমেডিক লেভেলে নিয়ে যাচ্ছি। এর পরও যেখানে যুক্তি আছে, সেখানে যুক্তি না দেখানোটা অন্যায় :-)

    তবে নাসা আর পশ্চিম দিকে সূর্য কোথা থেকে আসলো?

    নিচের খবর থেকে। পৃথিবীর মেগনেটিক ফিল্ড ৭৫ বছরের মাঝে উল্টে যেতে পারে। মেগনেটিক ফিল্ড উল্টে যাওয়া মানে কি? আমাদের কম্পাসের উত্তর দিকের কাটা মুখ করে থাকবে দক্ষিন দিকে। সেক্ষেত্রে কম্পাসের পূর্ব দিকও হয়ে যাবে পশ্চিম।

    তাই মেগনেটিক ফিল্ড উল্টে গেলে সূর্য আগে যে দিকে উঠতো তখনো সে দিক থেকেই উঠবে। কিন্তু কম্পাসে সেটা দেখাবে পশ্চিম দিকে।

    https://news.berkeley.edu/2014/10/14/earths-magnetic-field-could-flip-within-a-human-lifetime/

    যাই হোক। ট্রলিং এসাইড। তারেক মুনাওয়ার সাহেবের আমি পক্ষে না। উনার সত্য বাদিতা সম্পর্কে আমার সন্দেহ আছে যেদিন আহমেদ শফি সাহেবের স্বপ্ন নিয়ে বলেছিলেন সেদিন থেকে।

    এটা শেয়ার করলাম আমার "কুট যুক্তির" দৌড় দেখাতে।
    শো অফ। :-)

      Comments:
    • corrected. *আহমেদ
    • অনেক পুরানো ওয়াজ। তারেক মুনাওয়ার সাহেব বলছিলেন আহমেদ শফি সাহেব একটা স্বপ্ন দেখেছেন যেটা জামাতের পক্ষে। যেটা অন্যরা বলছিলো আহমেদ শফি সাহেব এই রকম কিছু কখনো বলেন নি। আর উনাকে পার্সোনালি বলারও কোনো সুযোগ নেই।
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156993204663176

    17-Jan-2020 8:48 pm

    17-Jan-2020 9:52 pm


    আর দুটো বিষয়ে না লিখলেই না।

    প্রথমতঃ আইডিয়াল স্কুল। আমি যখন পড়তাম তখন হিন্দুদেরও টুপি পড়তে হতো। লিখেছিলাম এখানে,
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153467947718176

    এর পর খবর, আইডিয়ালে এত পরিবর্তন যে এখন হিন্দুদের টুপি তো দুরের কথা, মুসলিম মেয়েদের হিজাব তো দূরের কথা, ওড়না পর্যন্ত পড়া নিষেধ। অথচ আইডিয়াল ছিলো এই শহরের প্রথম উড়না প্রবর্তনকারিদের একজন।
    লিখেছিলাম এখানে।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155934865398176

    এখন প্রথম কথা হলো ওড়না নিষেধের কথা কতটুকু সত্যি?
    পুরো সত্যি। গেটের কাছে দাড়ওয়ান দাড় করিয়ে রেখে ওড়না খুলে এর পর প্রবেশ করিয়েছে অনেক দিন। ওড়না ভাজ করে ব্যাগে।

    এরপর ফেসবুকে যখন খবরটা ভাইরাল হয়, তখন এর ডিক হেড আজকে ঘোষনা দিয়ে বলেছে "আমরা ওড়না নিষেধ করি নি, যার ইচ্ছে পড়বে যার ইচ্ছে পড়বে না।" মানে "তরা মিথ্যাবাদি, আমি সত্যিবাদি।"

    আমার শিক্ষা এ থেকে?

    ৪০ বছর আগের এক অতিরিক্তকে [হিন্দুদের টুপি] আল্লাহ তায়ালা ৪০ বছর পরে উল্টে দিচ্ছেন এভাবে।

    এ থেকে যা শিক্ষা।

      Comments:
    • কিছু শ্লেংগ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে। কিন্তু আশা করছি বাংগালি বুঝবে না।

    17-Jan-2020 9:52 pm

    17-Jan-2020 11:47 pm


    Maybe you purchased a licensed Windows 10 laptop and formatted it all and installed Linux. Is your license lost?

    Well, no. As the license key isn't stored in hard disk like in the old days, rather it's stored in firmware.

    You can read it back any time running the following command in Linux.

    sudo strings /sys/firmware/acpi/tables/MSDM

    And if you reinstall Windows, the installer will read it back from there and won't ask you for a new key.

    17-Jan-2020 11:47 pm

    18-Jan-2020 2:27 pm



    এতাতিদের ইজতেমা ফ্লপ। পুরোই ফ্লপ। এটা আমার অবস্থান থেকে দেখে আমি যা বুঝছি। আপনি ভেতর থেকে দেখে ভিন্ন জিনিস বুঝবেন এটা আন্ডারস্টেন্ডেবেল। তর্ক করার কিছু নেই।

    এর উপর আজকে ইজতেমায় ফজরের পরে জানাজা হয়েছে নাকি পাচ তকবিরে।


    জানাজার তকবির কেমন যেন একটা পার্থক্যকারি বিষয়। যেমন আমার ক্ষেত্রে এটা বেতেরের নামাজ। সারা দিন যদি আমি পাপ করে বেড়াই তবে রাতে ঠিক বেতেরের নামাজে এর প্রতিফলন ঘটে। হয় রাকাত ভুলে যাবো, নয় বৈঠক, নয় তৃতীয় রাকাতে তকবির। আর বেশি পাপ করে ফেললে এগুলো করার পরে শেষ বৈঠকে এমন কি সহু সিজদা দিতেও ভুলে যাই। আর সারা দিন ভালো কাজ করলে এর উল্টো হয়।

    এটা আমার ক্ষেত্রে। আর গ্রুপ/দলের ক্ষেত্রে হলো জানাজা।


    যেমন নাস্তিকদের জানাজা। বিশাল কেওসের ক্ষেত্র। আর জানাজার তকবির। যেমন আমাদের থাবা বাবার জানাজা হয়েছিলো ৩ তকবিরে।
    এখানে লিখেছিলেম সেই জানাজার বৈশিষ্ঠগুলো

    https://www.facebook.com/habib.dhaka/posts/10155350259088176


    গত বছর সাদ সাহেবের জানাজা পড়া নিয়েও একটা সিরিজ পোষ্ট দিয়েছিলাম। অনেক পার্টে "গভীর বিশ্লেষন" একটা ছোট জিনিসের উপর। তখনো প্রচন্ড কনফিউজড ছিলাম বলে। প্রথম তিন পার্ট নিচে।

    https://www.facebook.com/habib.dhaka/videos/10156057695518176/
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156057943238176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156058413178176


    এর পরও এগুলো সবই "সাইন" ইংগিত। কোনোটাই কংক্লুসিভ কিছু না। একেকজন একেক ইংগিত পাবে এটা বুঝতে হবে। যার অন্তর যে দিকে টানে।

    এবং অন্তরের টান পরিবর্তিতও হয়। তাই খোলা রাখি। বেশি বিরোধিতা না করে।

    আল্লাহ তায়ালা যেন পথ দেখান।

    18-Jan-2020 2:27 pm

    18-Jan-2020 4:06 pm


    মাঝে ইংরেজি পোষ্ট দিচ্ছিলাম। এখন বাংলা পোষ্ট দিয়ে কত শত নতুন শত্রু বানিয়ে ফেলেছি আল্লাহ জানেন। এর পর ফেসবুক ঠান্ডা করতে আবারও কত শত আইডি ব্লক করতে হয় সেটাও আরেক চিন্তা।

    [ এখানে একটা why me? meme বসবে ]

    আজকে দেখছি আলি হাসান উসামা ভাইয়ের আইডি দিয়ে ফেসবুক বলছে ফ্রেন্ড করতে। কিন্তু কিন্তু আমি তো আগেই সবাইকে .....? আমার কোনো ভুল হয়েছে?

    ভিজিট করে দেখি আবার গণ একাউন্ট ব্যন শুরু করেছে ফেসবুক। তাই সবার নতুন আইডি।

    Smelling trouble. আগের মতই।

    সমাধান? -> আমার না তাসাউফের উপর পোষ্ট দেয়ার কথা ছিলো? :-)

      Comments:
    • এখন তাসাউফের উপর ইংরেজিতে পোষ্ট দেবো নাকি বাংলায় সেটা হলো দ্বিতীয় দ্বন্ধ।
      তর্ক এড়াতে হলে ইংরেজিতে দিতে হপে।
    • স্টেটাস আপডেটেড। জাজাকাল্লাহ :-)

    18-Jan-2020 4:06 pm

    18-Jan-2020 6:59 pm


    ঠিক হক-পন্থি না, এমন দলগুলোর কিছু কমন নিদর্শন যেটা আমি দেখেছি :

    - অতিরিক্ত তর্ক

  • অতিরিক্ত দলিল [ মিথ্যাকে সত্য করতে অনেক দলিল লাগে ]
  • অন্যদের অতিরিক্ত আক্রমন
  • লানত দেয়া [ এটাকে সুন্নাহ মনে করে ]
  • বুঝে মিথ্যা বলা [ যুক্তি থাকে: যুদ্ধের ময়দানে মিথ্যা বলার অনুমতি আছে ]

    নিজে দেখি।

    18-Jan-2020 6:59 pm

  • 18-Jan-2020 9:06 pm


    কয়েকটা জিনিস ক্লিয়ার রাখছি। নয়তো কয়েক বছর পরে "বড় ভাইরা" আপনি না এই ছিলেন? ঐ ছিলেন? কথা নিয়ে আসবে।


    আমি ঐক্যের কথা যখন বলি তখন টলারেন্সের কথা বলি। আহলে সুন্নাহ এক দলের সাথে অন্য দলের যেন ঝগড়া না বাধে। এটাকে যে "আমি শিয়া-সুন্নি ঐক্যের ডাক দিচ্ছি" মনে করে সে তার নিজের অন্তরের কথা বলে। আমার কথা না।


    পশ্চিম দিকে যখন সূর্য উঠবে তখন সূর্য সত্যি সত্যি উল্টো দিক থেকে উঠবে এটা আমি বিশ্বাস করি। এর সাথে মেগনেটিক পোলার ফ্লিপের কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কে আমি যে উদাহরন দিয়েছে এটা "তাদের কথার ব্যাখ্যা এই হতে পারে" অর্থে।


    তারেক মনোয়ার সাহেবের সত্যবাদিতা নিয়ে আমার সন্দেহ আছে। তাই আমি উনার পক্ষে না। এক স্টেটাসে এটা লিখেছি। সব স্টেটাসে লিখি নি, লিখার প্রয়োজনও মনে করি না। অন্যের নামে খুব বেশি "বিশেষনের" ব্যবহার আমার নিজের পথভ্রষ্টতার লক্ষন এটা আমি বিশ্বাস করি। তাই মন্দের প্রসংশা করে আমি লিখতে পারি। "সে মন্দ" এই কথাটা না বলে।

    এরকম "সত্যবাদিতা সন্দেহের" লিষ্টে আরো কয়েকজন আছেন যাদের প্রকাশ্য বক্তব্য পরবর্তিতে স্বজ্ঞানে মিথ্যা প্রমানিত হয়েছে।

    ক্লিয়ার রাখলাম। প্লাস আমি "নিউট্রাল" না। আমাকে কেউ নিউট্রাল মনে করবেন না প্লিজ। আমার দল মত নিয়ে আগে লিখেছিলাম। লিংক কমেন্টে।

      Comments:
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156439519318176

    18-Jan-2020 9:06 pm

    18-Jan-2020 9:44 pm


    সাদ পন্থিদের ইজতেমার একটা পয়েন্ট হলো যদি দেশের অর্ধেক তবলিগের সাথিরাও সাদ পন্থি হতো, তবে আগের স্বাভাবিক ইজতেমায় যে মানুষ হতো তার দ্বিগুন সংখ্যক হতো তাদের ইজতেমায়। কারন আগের চারটা ইজতেমা মিলে এবার প্রতি গ্রুপ একটা করে ইজতেমা করেছে।

    আগের চারটা কি ভাবে? দেশের অর্ধেক আসতো এই বছর, বাকি অর্ধেক পরের বছর এরকম। এবং প্রতি অর্ধেকেরও অর্ধেক আসতো প্রথম সপ্তাহের ইজতেমায়। বাকি অর্ধেক দ্বিতীয় সপ্তাহে। এখন হিসাব করেন।

    লিংক কমেন্টে। এই লোক প্রতি ওয়াক্তে ইজতেমা পরিদর্শন করেছেন। কথা শুনে বুঝা যাচ্ছে শুক্রুবার যাও লোক হয়েছিলো আজকে শনিবার তাও নেই। মানে ময়দান ৬০% হয়তো ভরেছে।

    সে হিসাবে দেশের তবলিগওয়ালাদের কত পার্সেন্ট সাদ পন্থি? ০.২৫ * ০.৬ = ১৫%

    দেশিদের না হয় বাদ দিলাম। বিশ্বে?

    শুরার ইজতেমায় বিদেশি হয়েছিলো ৬০০০। ফরেন টেন্টের খাওয়ার জায়গার একজনের কথা। যদিও এতাতিরা প্রচার করেছে ৪৫০ জন, তার থেকে বেশি নির্ভরযোগ্য কথা উপরের সাক্ষের।

    এতাতিদের হয়েছে ২৫০০। তাদের নিজেদের কথা টিভি সাক্ষাৎকারে। প্লাস আরেকজনের কথা।

    এখন পর্যন্ত এই বুঝ আমার। ডেসপারেটলি চাচ্ছিলাম এবার পক্ষে কিছু নিদর্শন আসুক। কালকের দিনটা দেখেন কিছু হয় কিনা।

      Comments:
    • https://www.facebook.com/Alami.Shura.Bangladesh/posts/151800009596010

    18-Jan-2020 9:44 pm

    18-Jan-2020 10:23 pm


    খোদার প্রেমের শরাব পিয়ে
    বেহুশ হয়ে রই পড়ে

    ছেড়ে মসজিদ, আমার মুর্শিদ
    এল যে এই পথ ধরে

    দুনিয়াদারির শেষ আমার
    নামাজ রোজার বদলাতে

    চাইনা বেহেশত খোদার কাছে
    নিত্য মোনাজাত করে

    কায়েস যেমন লাইলী লাগি
    লভিল মজনু খেতাব

    বেখুদীতে মশগুল আমি
    তেমনি মোর খোদার তরে।

    18-Jan-2020 10:23 pm

    19-Jan-2020 12:20 am


    ঐক্য? :

    ডঃ খন্দকার জাহাঙ্গির স্যার কয়েকটা লেকচারে বলেছিলেন : "দেখবেন খানকা পন্থিদের মাঝে কোনো ঝগড়া নেই। এক জন আরেক জনের বিরুদ্ধে বলছে না। সবাই যার যার দরবারে তার তার মতো ব্যবসা করে। যত গন্ডোগোল দেখবেন আমাদের আহলে হকদের মাঝে।" নোট, উনি দেওবন্দিদের আহলে হক মনে করতেন। সবাই এরকম করে না।

    ঐ অবস্থা তখন ছিলো। এখন আর নেই। এখন আমি যে দিকে তাকাই কেবল "ছুন্নি" দের মাঝে ঝগড়া আর ঝগড়া। ছুন্নি বলতে এখানে আমি তরিকত পন্থিদের বুঝাচ্ছি।

    তাদের নিজেদের মাঝে গন্ডোগোল কখন আরম্ভ হয়েছে বুঝার চেষ্টা করছিলাম। সম্ভবতঃ তারা "সুন্নি ঐক্য ফেডারেশন" বা এই ধরনের ঐক্য করার চেষ্টা আরম্ভ করেছে তার পর। সবাই যখন এক হবার চেষ্টা চালিয়েছে দেখছে কেউ কাউকে সহ্য করতে পারে না। এক দরবারের চোখে অন্য দরবারের আকিদা কুফরি। তাদের ঈমান নেই।

    এটা দুই বছর আগে দেখেছি আইনুল হুদা সাহেব যখন দেশে এসে সুন্নি কনফারেন্স করার চেষ্টা করেছেন। সবাইকে এক মঞ্চে এনে। গন্ডোগোল আরম্ভ। এর পর উনার সাথে রেজভি দরবারের ঝগড়া, কাফের।

    কিন্তু উনার সাথে ছিলো আলাউদ্দিন জিহাদি সাহেব। পরের বছর দেখলাম উনারা দুইজনই একে অপরকে কাফের বলছেন।

    আজকে ইউটুবে আরেক সুন্নি সম্মেলনের ওয়াজ মাহফিল। দুই বক্তার মাঝে ঝগড়া, "ঈমান নেই" "আকিদার ঠিক নেই", যদিও দুজনই ছুন্নি। সম্ভবতঃ দুই জন দুই দরবারের। কিন্তু ঐক্যবদ্ধ হবার চেষ্টা করে একসাথে ওয়াজ করছিলেন। লিংক কমেন্টে।

    তাই প্রশ্ন হলো জাহাঙ্গির স্যারের সময়ে "সবাই যার যার দরবার থেকে প্রচার করে" থেকে এখন কি বদলিয়েছে?

    সমস্যা তৈরি করেছে -> ঐক্যের চেষ্টা।

    ঐক্য হয় নি। উল্টো চেষ্টা করা দ্বারা নিজেরাই আরো তিক্ত-বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। যেটা এর আগে ছিলো না।

    শিক্ষা? ঐক্যের চেষ্টাও অনেক সময় ক্ষতিকর।

      Comments:
    • https://www.youtube.com/watch?v=gasD5SXGoLE
    • অন্য কোনো শব্দ দিন তাহলে?
    • কারন উনি দেওবন্দি না।
    • ঠিক আছে বদলিয়ে দিচ্ছি।
    • Done.
    • ব্যসিক্যলি "আকিদা" -- যে যেটাকে যত জোর গলায় বলতে পারে এটাই ঠিক। না মানলে কাফের।

    19-Jan-2020 12:20 am

    19-Jan-2020 12:01 pm


    নিখোজের লাইনে এখন Rizwanul Kabir ভাই।

    আমার নিজের উইলটা লিখা হয়েছে কিনা খবর নিচ্ছি। জাজাকাল্লাহ।

      Comments:
    • https://www.facebook.com/rakibul.hasan135/posts/10206330769345682

    19-Jan-2020 12:01 pm

    19-Jan-2020 1:04 pm


    MMA/UFC : Conor McGregor vs Donald Cerrone fight.

    Last night I bet Cerrone would win. After McGregor lost to Khabib. This one was McGregor's first fight since he lost to Khabib.

    News : McGregor won the match in only 40 seconds. Cerrone was bleeding from the nose. He actually got hit badly several times just as soon as he approached McGregor. Couldn't stand the later seconds much. Actually he couldn't deliver a single punch to McGergor in the entire short game.

    Illegal uploads are available on youtube. As the legal ones are only pay per view.

    19-Jan-2020 1:04 pm

    19-Jan-2020 1:17 pm


    এবারের এতাতি আখেরি মুনাজাতের টিভি কভারেজের সমস্যা হলো, গত সপ্তাহের শুরার মুনাজাতে টিভি ক্যমেরা প্যন্ডেলের থেকে যত দূরে সেট করে লাইভ ব্রডকাষ্ট করা হয়েছিলো, প্রেজেন্টাররা ঐ জায়গাতেই এবারও টিভি ক্যমেরা সেট করেছেন।

    কিন্তু মানুষ নেই যেহেতু তাই ক্যমেরায় কেবলই খালি রাস্তা আর মাঠ।

      Comments:
    • আমি টিভি দেখি নি। ফেসবুকে স্ক্রিন শট দেখে।

    19-Jan-2020 1:17 pm

    19-Jan-2020 3:52 pm


    How to read WSJ articles without a subscription.

    - Click on the article, you will be taken to a page that shows the first paragraph and then tells you to subscribe.

    - Copy the news title and make a google search with it. The first link will be that WSJ article.

    - Click on it and you get the full article now.

    Basically if you arrive from google search, WSJ will display the full article. For all other cases it will ask you to subscribe.

      Comments:
    • WSJ = Wall Street Journal.

    19-Jan-2020 3:52 pm

    19-Jan-2020 5:10 pm


    Those that are looking for deep scholarly discussion on Islamic rulings [fiqh], faith [aqida] and differences [ikhtilaf] -- can follow Twitter. In English.

    There are many Arabic discussions too, but the English community is also live and vibrant. And you will learn something new from every post.

    There are Salafi, Hanafi, Ikhwan and other ideological divisions. But you can find the group you want to associate with without much trouble. And cross group argument is civil with respect. Which you might not find elsewhere.

      Comments:
    • ^ না কিছু করার নেই। শুধু নামাজ পড়া। অন্য কোনো দায়িত্ব নেই এখন।

    19-Jan-2020 5:10 pm

    19-Jan-2020 7:24 pm


    অফ টাইমে ইউটুবে যাই।

    স্বাভাবিক ভাবেই ওয়াজ আসে প্রথমে।
    সবই গালাগালি। বাকি সময়টা আকিদার ঐ সব বিষয় নিয়ে জোর গলায় চেচামেচি যেগুলোতে মতবিরোধ আছে।

    এর সাথে এখন যোগ হয়েছে "শিশু বক্তা"-র "বাতেলের বিরুদ্ধে সংগ্রাম"। ৬ বছরের বাচ্চা ওয়াজে প্রধান অতিথি হয়ে মিজানুর রহমান আযহারিকে গালাগালি।

    তামাশা দেখতে চাইলে এগুলো দেখা যায়।
    আর জানতে চাইলে ওয়েষ্টার্ন স্কলারদের ফলো করা ভালো।

    টুইটারে পাবেন তাদের।

    আর আকিদা শেখার ব্যপারে আমার কোনো আগ্রহ নেই - এখন পর্যন্ত।
    শুধু ফিকাহ, মাসলা, দৃষ্টিভঙ্গি এগুলো। এর ইখতেলাফ, ব্যাখ্যা, অল্টারনেট ভিউ এসব।

    মাসলার প্রয়োজনীয় অংশটুকু শেখা হয়ে গিয়েছিলো ১০ বছর থেকে ২০ বছর বয়সে। এর পর সত্যিকারে নতুন কিছু পাই নি যেটা আগে জানতাম না। তাই জানার চেষ্টা করি অন্য মাজহাবে কি? কেন? তারা কিভাবে দেখে এইসব।

    শেখার মতো ইলম আছে অনেক কিছুর উপর বহু।
    এর মাঝে আমার প্রয়োজন খুব ছোট একটা অংশ।

      Comments:
    • free register?
    • ওয়াও! কতদিন ধরে এটা? আগে দেখি নি।
    • lemme see how the community reacts. you will find something pretty soon i guess.
    • try incognito mode. also known as private browsing. my one works.

    19-Jan-2020 7:24 pm

    19-Jan-2020 8:44 pm


    সানিন ভাইকে পাওয়া গিয়েছে। র্‌যব ৪ এ। এটা এখন সবাই জানে।

    নতুন খবর হলো উনার বাপকে বলা হয়েছে সানিনের লেপটপ নিয়ে যেতে। এটা অফলাইন সূত্রে বুয়েটের সাইড থেকে খবর।

    মানে সেই একই চক্র। সেই সাইকেল। রিনজ-রিপিট।

    আমার এই স্টেটাস ভাইরাল করবেন না প্লিজ। গলাবাজ ফলোয়ার জুড়ে যাবে যাদের ব্লক করা আরেক ঝামেলা।

    19-Jan-2020 8:44 pm

    19-Jan-2020 9:43 pm


    Old timers like me should remember the Challenger explosion in 1986. That was the first rocket explosion I watched. Killed 9 persons, IIRC.

    Today Space X has just performed a space test like the Challenger explosion to see if the astronauts can escape in those situations. Live video in comment.

    They shot a rocket and exploded it mid flight to check if the dummy there can escape using a parachute. This is the first test before they start to put humans inside their rockets. Till now it had been all cargo.

    And while we talk about the 80s, the other space accident at that time gave birth to The Six Million Dollar Man. News : that series is getting a remake, called The six billion dollar man -- blame inflation :-)

      Comments:
    • https://www.facebook.com/TheIndependentOnline/videos/615201885946571/

    19-Jan-2020 9:43 pm

    19-Jan-2020 10:55 pm


    ছেড়ে মসজিদ
    আমার মুরশিদ
    এলো যে এই পথ ধরে।

    খোদার প্রেমের
    শারাব পিয়ে
    বেহুশ হয়ে রই পড়ে।

    video:/img/photos_and_videos/videos/83311398_223715958654431_8255795907421798400_n_10157005314688176.mp4

    19-Jan-2020 10:55 pm

    20-Jan-2020 2:43 am


    ব্লক করা নিয়ে গত দুই বছরের সমস্ত পোষ্ট :

    ব্যসিক্যলি এত পোষ্ট দিয়েছি এর উপর যে সবগুলো একত্রিত করলে মহাভারত হয়ে যাবে। তাই দুই বছরেরটা মাত্র। যদিও ফেসবুক করছি ১২ বছর ধরে।

    মুল কথা হলো, আমি এখনো ফেসবুকের একটা কোনায় শান্তিতে পোষ্ট দিতে পারছি প্রচুর ব্লক করি বলে। এটা আল্লাহর রহমত। :-)

    পোষ্টগুলো :

    পোলাপানদের ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156952750283176

    দলের কর্মিদের ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156923580888176

    বেশি কমেন্ট করলে ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156899800333176

    সবাইকে ব্লক?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156884161688176

    তার ভালোর জন্য ব্লক করি, তার দোষের জন্য না
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156716341008176

    ভুলে কাউকে ব্লক করলে, আবার আনব্লক করা যায়
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156439408718176

    যদিও ফেসবুকের সবাই আমার থেকে অনেক বেশি ব্লক করে
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156421401428176

    ব্লক করা মানে শত্রুতা না
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156410466848176

    তর্ক করলে করি
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156396878603176

    "আমি দোষি না বরং দুনিয়াটাই খারাপ" - সত্যি?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156396555543176

    আকিদা নিয়ে ফাইট লাগলেও ব্লক করি
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156279854138176

    আমাদের তাকফিরি ভাইয়েরা ভালো, কিন্তু তাদেরও ব্লক করি
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156239915593176

    ছুন্নি ভাইদেরও ব্লক করি
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156237228893176

    নিজে শিখর জন্য করি।
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156216416143176

    যে সব বিষয়ে আমি জানি না সে সব বিষয়ে আমি লিখি। কিন্তু জানা লোক ফেসবুকে অনেক আছে তাদের ফলো করতে পারেন
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156183539363176

    Preemptive block - দোষ না করলেও
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156179238513176

    "আপনি মানুষকে বিভ্রান্ত করছেন" - মেজিক ওয়ার্ড বললে ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156044796388176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155954580723176

    দুনিয়া এগিয়ে যায়, ব্লক করে আমি পিছে পড়ে থাকি
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155995614278176

    কিছু দিন ব্লক না করলে কেওস আরম্ভ হয়
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155989600368176

    বন্ধুদেরও ব্লক করতে হয়
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155966865043176

    বিভ্রান্তি এড়াতে ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155965641523176

    তর্কের বদলে ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155932664998176

    প্রশ্ন করলেও ব্লক?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155898029753176

    সহজ সরলদের ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155897859208176

    কেউ বিভ্রান্ত হলে তাকে ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155889140218176

    "এই পোষ্ট দেবেন না, ঐ বিষয়ে পোষ্ট দেন" - তাও ব্লক?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155875789808176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155460093233176

    আপনার ফিতনার আশংকা হলেও ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155791536688176

    আমাকে উপদেশ দিলে হয় আমি গ্রহন করবো, আমি না করলে আপনি ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155735606333176

    নিজের মানসিক শান্তির জন্য ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155559835003176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155526995323176

    ব্লক করলেও সমস্যা, না করলেও সমস্যা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155512346303176

    প্রতিবাদ করলেও ব্লক?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155509954648176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155488294213176

    কারো ভুলের জবাব না দিয়ে ব্লক করলে শান্তিতে ফেসবুক করতে পারবেন
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155477334313176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155162986263176

    আমাকে হকের দাওয়াত দিলেও ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155404177553176

    সব পক্ষকে খুশি করার উপায় নেই, তাই ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155368170393176

    তাসাউফ নিয়ে কথা বলার আগে ব্লক?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155359910818176

    ফেসবুকের "পুরান-পাপি" দের ব্লক
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155357093503176

    ইন্টিলেকচুয়াল গ্রুপকে ব্লক?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155249670978176

    একটা অনটেষ্ট পোষ্ট দিয়েছিলাম - যারা রিএকশন করবে তাদের ব্লক করতে
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155248189878176

    নযর হোসেনের ভক্তদের ব্লক?
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155161125313176

    ব্লক নিয়ে কিছু Self Reminder
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155124690258176

    ব্লক নিয়ে কিছু কথা কিছু চিন্তা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155080765383176

    #habiball

    20-Jan-2020 2:43 am

    20-Jan-2020 3:53 pm


    হানাফি মাজহাবে থেকে আকিদা নিয়ে যারা কনফিউশনে আছেন তাদের জন্য :


    মূল কথা :
    সরাসরি কোরআন শরিফ হলো আমাদের আকিদার কিতাব।
    কোনো তফসির ছাড়া, কোনো ব্যখ্যা ছাড়া।


    দুটো জিনিস শিখেছি :
    প্রথমতঃ হানাফিতে আকিদার ক্ষেত্রে "তকলিদ" নেই। তকলিদ মানে কোনো আলেমের অন্ধ অনুসরন। শরিয়তের ক্ষেত্রে আমরা যেমন করি। "ওমুক মুফতি বলেছেন তাই এটাই ঠিক, অন্যগুলো ভুল। কারন আমি উনার ফতোয়া অনুসরন করি।"

    আকিদার ক্ষেত্রে এরকম করা যাবে না। "কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কারন ওমুক আলেম বলেছেন আল্লাহ আছেন তাই -- তবে কি তার ঈমান থাকবে?" -- এটা কমন উক্তি হানাফি আলেমদের।

    এটা দিয়ে আমি বুঝি সরাসরি কোরআন হাদিস থেকে আকিদা শিখতে হবে।

    এর পর কথা আসে "তবে এগুলোর ব্যখ্যা কে করবে? ব্যাখ্যার জন্য আকিদার কিতাব পড়তে হবে। কোরআন হাদিস পড়ে আপনি সরাসরি আকিদার মতো জটিল জিনিস বুঝবেন না।"


    দ্বিতীয় কথা : ব্যখ্যার কোনো জিনিস আকিদা না। সালাফি শায়েখ ইমাম হোসেন সাহেবের লেকচার আছে এর উপর। "ব্যখ্যা ব্যখ্যাই, আপনি এক রকম ব্যখ্যা করবেন, আরেকজন আরেক রকম। এটা আকিদা হয় কি করে?"

    তাই ব্যখ্যার দরকার নেই। ব্যখ্যা আকিদার অংশ না। সরাসরি কোরআন শরিফ পড়ে যা বুঝবেন সেটাই আপনার আকিদা।


    "কিন্তু আমি এক জিনিস বুঝবো আরেক জন আরেক জিনিস বুঝবে..."

    "90s Salafi" বলে একটা টার্ম আছে নেটে। তাদেরকে এখন আর দেখা যায় না। সালাফি ধারা এখন অনেক "মডারেট" হয়েছে। ঐ সময়ে তাদের কথা ছিলো "তকলিদ হারাম, যারা তকলিদ করে তারা রাসুলুল্লাহ ﷺ এর অনুসরন করে না। আমাদের সরাসরি কোরআন হাদিস পড়ে ফিকাহ শিখতে হবে। আলেমরা ফিকাহর নামে বস্তা বস্তা মনগড়া কিতাব লিখেছে সব ছুড়ে ফেলে দেন।"

    "মানে, কোরআন হাদিস পড়ে যে যা বুঝে সেটাই?"

    হ্যা যে যা বুঝে সেটাই।

    ৭০ এর দিকে এক সালাফি আলেমের সাক্ষাৎকার নিচ্ছিলো টিভিতে,
    "কিন্তু শায়েখ যে নতুন মুসলিম হলো এখনো নামাজের হাদিসগুলো পড়ে নি তবে সে তকলিদ না করে নামাজ পড়বে কি করে?"

    সে নামাজের হাদিসগুলো পড়ার আগে পর্যন্ত নামাজ পড়বে না -- শায়েখের উত্তরে।

    এটা এক্সট্রিম। সালাফিদের এখনও এই মত, এটা বলছি না। কিন্তু এক সময় এটাই হক ছিলো। এবং মানুষ এটাকেই স্বাভাবিক মনে করতো।

    উপরের জিনিসটাকেই উল্টে দিন হানাফিদের জন্য। ফিকাহর বদলে আকিদা বসান। উপরেরটা যদি আপত্তি না থাকে তবে হানাফিদের ব্যপারেও আপত্তির কারন দেখছি না।


    "হানাফিতে আকিদার তেমন কোনো কিতাব নেই।"
    "হানাফি/দেওবন্দি হলো ফিকাহর পথ, আকিদার না।"
    "হানাফি আলেমরা আকিদা সম্পর্কে তেমন কোনো কথা বলেন না, জানেন না।"

    এর অর্থ এই না যে -- সালাফিরা আকিদা ভালো জানে তাই আকিদা শিখতে সলাফিদের কাছে যেতে হবে।

    হানাফিতে এই "নাই" - টাই আকিদার অংশ। এগুলো শিখার দরকার নেই। ফিকহুল আকবর ইমাম আবু হানিফার লিখা কিনা সেটা নিয়েও তর্ক আছে। উইকিতে দেখেন।

    ছোট কালে মাসলা পড়ানো হতো আমাদের অনেক, কিন্তু আকিদার কোনো কিতাব চোখে পড়ে নি।

    রিসেন্টলি আসলেই হানাফিতে আম পাবলিকের জন্য কোনো পুরানো আকিদার কিতাব আছে কিনা আবার দেখতে খোজ লাগাই। পাই গাজ্জালির লিখা আকিদার কিতাবের অনুবাদ। গাজ্জালির? এটাই আমার দরকার। পড়ে দেখি বর্তমান যুগের তর্ক সেখানে। কিন্তু গাজ্জালির সময় এই তর্কগুলো কিভাবে আসলো।

    এর পর আরো ভালো মতে পড়ে দেখি এই গাজ্জালি সেই গাজ্জালি না। এটা আধুনিক যুগ মিশরের এক আলেমের লিখা যার নাম গাজ্জালি। কিন্তু বইয়ের কভার দেখে প্রথমে বুঝার উপায় নেই।


    এখন আকিদা যদি আমি এর পরও বই পড়ে শিখতে চাই?

    করতে পারেন। এর পর যে পড়বে সে দলিল হয়তো দেবে "ডঃ বেলাল ফিলিপসের আকিদার বইয়ের চার নম্বর পয়েন্টে আছে যে এটা এটা আকিদা, যার অর্থ ___"

    এখানে উনার বই মুখস্ত। আকিদার হেন্ডবুক হিসাবে ব্যবহার করছে। বার বার পড়ছে। এর উপর ব্যখ্যা করছে। ভালো।

    কিন্তু উনার মতো না করে আপনি বরং কোরআন শরিফ মুখস্ত করেন। এটাকে আকিদার হ্যান্ড বুক বানান।

    কোরআন শরিফ শিখলে আপনার,
    আকিদার বই পড়া হবে।
    আকিদা শিক্ষা করা হবে।
    কোরআন পড়ার সোয়াব হবে।
    হকের গাইড পাবেন।

    যদি কোরআন পড়ার সময় না থাকে। ব্যস্ত মানুষ। সামারি চান, সারসংক্ষেপ, তবে আকিদার বই পড়েন। বিকল্প হিসাবে।


    "আকিদার কোনো বই আপনি পড়েছেন?"
    পড়েছি কোরআন শরিফ।

    "কি পড়েছেন? কোরআন শরিফে তো কোনো ব্যখ্যা নেই।"
    ব্যখ্যা আকিদার অংশ না।

    "পড়েছেন ভালো কথা, সংগে আকিদার ঐ বইটাও পড়েন...."
    আকিদার ক্ষেত্রে তকলিদ নেই।

    "তবে কোরআন শরিফ পড়ে কি শিখেছেন? আপনি তো কিছুই শিখতে পারেন নি।"

    শিখেছি আল্লাহ আছেন, ফিরিস্তা আছেন, উনার রাসুল আছেন, উনারা সত্য কথা বলেছেন, উনার কিতাব আছে, এতে আমি বিশ্বাস করি, আখিরাত আছে এর জন্য অপেক্ষা করি, ভালো মন্দ সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, মৃতুর পরে আবার মানুষ জেগে উঠবে এক দিন।

    এগুলোই আকিদা। এর উপর আপনার অতিরিক্ত ব্যখ্যা আপনার ব্যখ্যা। আকিদার অংশ না।


    এর পর যদি চিন্তা করতে চান তবে হানাফি আলেমদের উপদেশ হলো "তাফাক্কারু ফি খালকিল্লাহ, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ" হাদিস। অর্থ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, উনাকে নিয়ে না। উনার ফিজিকেল প্রোপার্টি নিয়ে না।

    তাসাউফ ধারায় হলে, আকিদার থেকে বেশি গুরুত্ব দিন আল্লাহর নৈকট্য খুজতে। যেন আমি আল্লাহকে দেখছি। যেভাবে নামাজ পড়ার কথা বলা আছে। হাদিসে জিব্রিলে। কিভাবে দেখেছেন, কি সূরতে দেখেছেন, কোথায় দেখেছেন এগুলো আপনার অন্তরের ব্যপার। সূরত বুঝারও দরকার নেই, প্রকাশ করার দরকার নেই, আলোচনা করারও দরকার নেই, এর সহি খুজারও দরকার নেই। "যেন"।

    দেওবন্দি হলে ফোকাস দিন ঈমান বাড়াতে, মজবুত করতে। বিশ্বাস এত দৃড় যে কোনো কিছু টলাতে পারে না। কোনো কিছু সন্দেহে ফেলতে পারে না। আখিরাত না দেখেই, যেন আমি দেখেছি। এগুলোতে গুরত্ব।

    আল্লাহ তায়ালা যেন আমাদের কবুল করেন।

    ১০
    উপরের পোষ্টটা সালাফিদের জন্য না। তাদের ফিকাহ আলাদা। নিজ নিজ আলেমদের থেকে জেনে নিবেন। সেখানে আমাদের ফিকাহর মতো করে তাদের আকিদা আলাদা করে শিখতে হয়।

    আলেমদের জন্য এই পোষ্ট না। আম পাবলিকদের জন্য। আলেমরা পড়বেন তাদের সিলেবাসে যা আছে। এটা উনারা জানেন।

    জাজাকাল্লাহ।

    20-Jan-2020 3:53 pm

    21-Jan-2020 4:50 am


    IMF revised down India's GDP this year from 5% to 4.8%

    India's nationality register and protests that come with it is dragging down the economy even further.

    India's protectionist, anti-foreigner, anti-business, anti-corporation culture of the 80s is back once again.

    Forget US-China tax war bringing in new businesses in India. Now investors are shifting their assets from India to China.

    India's minister : Amazon's billion dollar investment doesn't help India. Same minister : the new 100 ft high statue we built will bring in billions.

    Interestingly Modi was banned from entering USA for his active involvement and encouragement in Gujrat riot. Until he inevitably became head of the sate, when it was lifted.

    Before he was elected, USA media promoted him as "The Pro-Business leader that India needs", which historically had been anti-business.

    The spiral downfall.
    Not complaining.
    Keep watching.

    21-Jan-2020 4:50 am

    21-Jan-2020 2:39 pm


    #undefendable?

    ওয়াজ শুধু ধর্মিয় কথা না বরং একটা পারফরমেন্স আর্ট ...

    ...একজন রাজনৈতিক নেতাও পার্ফর্মিং আর্টিস্ট। তিনি যখন গলা কাপায়ে হাজার বছরের গল্প শুনান তখন কি সেই গল্প সত্য কিনা খুঁজতে যান? বামপন্থীরা যখন বলে, লাখো শহীদ ডাক পাঠালো সব সাথীদের খবর দে। তখন কি আপনি যাইয়া জিগান, ভাই লাখের হিসাবটা মিলায়ে দেন ? তারেক মুনউয়ার রকেটে চড়ছেন, ইংলিশ প্রিমিয়ার লীগে খেলছেন, অক্সফোর্ডের তিন তিনবার সেরা টিচার হইছেন এইটা তো উনার শ্রোতাদের হজম করতে সমস্যা হয় নাই। আপনার কেন হইতেছে?
    (collected)

    ROFL.

    21-Jan-2020 2:39 pm

    21-Jan-2020 4:14 pm


    #undefendable?
    এবার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বলছি :

    প্রথমতঃ উনার সবচেয়ে বড় কাজ হলো ভোট পাগল, নির্বাচন পাগল আর নেতা পাগল জাতিকে ভোট নির্বাচন আর নেতা হবার নেশা থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তায়ালাই করছেন, উনাকে দিয়ে করিয়েছেন আর কি।

    দ্বিতীয়তঃ আন্দোলন প্রীয় জাতিকে পিটিয়ে আন্দোলন করার নেশা উনাকে দিয়ে আল্লাহ তায়ালা ছুটিয়েছেন। এখন প্রশ্ন উঠতে পারে জাতিকে আন্দোলন প্রীয় করেছেন তো উনারাই? উত্তর হলো তাতে কি? কেউ বললেই আপনাকে খেতে হবে নাকি? তাই যাকে দিয়ে ডাক দিয়েছেন তাকে দিয়েই পিটিয়ে বুঝিয়েছেন কোন ডাকে সাড়া দিতে হয়, কোনটায় না। অন্য কাউকে দিয়ে পিটালে এখনো বুঝতেন না।

    তৃতীয়তঃ বিভক্ত জাতি, তার বিভক্ত আকিদা নিয়ে যখন প্রায় যুদ্ধে লিপ্ত হয়-হয় অবস্থায় [২০০০ দশকে] তখন সব মানুষকে এক দলের আন্ডারে এনে দেশকে ঠান্ডা করেছেন। বিজয়ী দলটা হয়তো আমাদের পছন্দ না, কিন্তু অল্টারনেট কি ছিলো? চরমোনাইয়ের শাসন? নাকি আমাদের আহলে হাদিস ভাইদের শাসন? নাকি সুন্নি ভাইদের? নাকি ইখওয়ান? নাকি জিহাদি? যেটাই হোক আপনার নিজের দল যদি না হতো, তবে আপনার দলের উপর ক্রেক ডাউন তখন এখনকার থেকে অনেক বেশি হতো। আর আপনার দল জিতলে আন্য দলের উপর আপনার ক্রেকডাউন হতো এর থেকে অনেক বেশি। কারন ঈমান আর কুফরের মাঝে কোনো gray-zone নেই। যা দেখছেন সব দেখে বুঝেন আল্লাহ তায়ালা যা করেছেন ভালোর জন্য করেছেন।

    চতুর্থতঃ এই যে চুরি বাটপারি। এক দশক আগেও আমি মনে করতাম এই দেশে থাকার মতো পরিবেশ নেই। কানাডা চলে যেতে হবে ইমিগ্রেশন নিয়ে। এর পর যা হলো চুরি বাটপারি করে যাদের কারনে চলে যেতে চাচ্ছিলাম তারা নিজেরা সবাই এখন কানাডা চলে গিয়েছেন। দেশ মোটামুটি খালি হয়ে যাচ্ছে পাপিদের থেকে। পাপিদের ডেনসিটি এখন বরং ঐ দেশে বেশি। এই দেশ এখন আপনার। মাটি কামড়ে পড়ে থাকতে পারবেন।

    কাকে ক্রেডিট দেবেন?
    The bitter pill that one had to swallow.
    Defending the undefendable.

    21-Jan-2020 4:14 pm

    21-Jan-2020 5:33 pm


    The new Chinese SERS-MERS like virus. The numbers :

    Infected : 300 officially.
    Dead : 6.

    Therefore death rate is around 2%. Compare that with MERS where death rate was 30% or the new Dengu strain in BD where death rate was 0.5%.

    Now these numbers might not be accurate. Hundreds might be dying and China might be hiding the bodies, or millions might have been infected with only six dead and China might be pulling down the number of infections.

    But right now -- I still don't see much to be worried about. We already have much worse around.

    21-Jan-2020 5:33 pm

    21-Jan-2020 9:25 pm


    ইবনুল মোশতাহের নামে এক বুজুর্গ বলেন নিচেরটা এমন হামদ-দুরুদ আর দোয়া যেমনটা অন্য কেউ অন্য কোনো শব্দ দিয়ে করতে পারে নি। কেউ যদি সর্বোচ্চ হামদ-দুরুদ-দোয়া করতে চায় তবে যেন এটা পড়ে।

    اللهم لك الحمدُ بما أنت أهله.
    فصل على محمد بما أنت أهله.
    وافعل بنا ما أنت أهله.
    فإنك أنت أهل التقوى وأهل المغفرة.

    এর বিশেষত্ব হলো শেষের "বিমা আনতা আহলুহু"। বুঝার মতো অর্থ করতে পারি "যত বড় আপনার ক্ষমতা"। এবং ক্ষমতা উনার অনন্ত। এর জন্য সোয়াবও সেরকম।

    এর অন্য ভার্শন بما এর জায়গায় كما আছে। অর্থ দুটোরই এক।
    ফাজায়েলে দুরুদ থেকে নেয়া।
    জের জবর দিয়ে পাইনি। আমি এভাবে পড়তে পারি। একটু আরবি শিখে নিলে আপনিও পারবেন ইনশাল্লাহ। বা নেটে আরবিটা দিয়ে সার্চ করে দেখতে পারেন জের জবর দিয়ে কোথাও আছে কিনা।

    জাজাকাল্লাহ।

    অর্থ,
    হে আল্লাহ,
    আপনার প্রশংসা, যেমন আপনার শান
    মুহাম্মদের উপর সালাম পাঠান, যেমন আপনার শান
    আমাদের জন্য সেরকম করেন, যেমন আপনার শান
    আপনি ভয় আর ক্ষমার কেন্দ্র।
    #HabibDua

    21-Jan-2020 9:25 pm

    21-Jan-2020 11:22 pm


    তৌবা :


    সকলের ইচ্ছা গুনাহ মাফ করানোর। অনেক দোয়া আছে সুফি কিতাবে অনেক সোয়াবের। এমন দোয়া/তৌবা খুজছিলাম যেটার ক্ষেত্রে বলা আছে "এটা পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।" একটাও পাই নি। "অনেক গুনাহ মাফ হবে" "সমূদ্র সমান গুনাহ মাফ হবে" এগুলো আছে। কিন্তু এটা পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এরকম পাই নি। একটা নোট।


    সকল গুনাহ মাফ করানোর উপায়। আমি যেগুলো পেয়েছি।

    - হজ্জ বা উমরা করে আসলে।

  • রমজান মাসে পুরো রমজানে রোজা রাখলে।
  • এতেকাফ করলে।
  • বহু দিন গুনাহ থেকে বিরত থাকলে, মানুষের ক্ষতি না করে নামাজ কালাম পড়লে।


    উপরের চার নম্বরটার উপর লিখছি আগে। মু'মিন নিয়ত করে গুনাহ করে না। ভুল করে করে। সংগে সংগে তৌবা করে ফেলবেন, যে মুহুর্তে আফসোস আসবে ভুল করেছি।

    "কিন্তু তৌবা করার মতো পরিবেশ অন্তর এখনো নেই। নামাজ পড়ার সময় করবো"
    না এখনই। তৌবা করার পরে আল্লাহ তায়ালা সেই অন্তর দিয়ে দেবেন যেটার জন্য অপেক্ষা করছেন।


    কোনো কোনো সময় মানুষ বড় কোনো কবিরা গুনাহতে ডুবে থাকে কিন্তু সে বুঝতে পারে না। অন্য ছোটোগুলো নিয়ে তৌবা করে। কিতাব বাদ দেন। কবিরা গুনাহের লিষ্ট হাদিস থেকে দেখেন। বেশির ভাগ হাদিসে কেবল তিনটা তিনটা করে বলা আছে। এগুলো কোনোটার মাঝে আপনি আছেন কিনা আগে দেখেন। এগুলো সবচেয়ে আগে প্রায়োরিটি।


    মু'মিন নিয়ত করে গুনাহ করে না।

    যুক্তি দিয়ে করে। "আমার ঐ কাজ গুনাহ না, কারন আল্লাহ তায়ালা বলেছেন <এটা> করতে, তাই <এটা> করতে গেলে ঐ কাজটা হবেই।"

    দেখেন এরকম কিছু আছে কিনা।


    আগের পোষ্ট যা লিখেছিলাম। কোনো লিখাই স্পষ্ট না যদিও। সবগুলো ছিলো সেল্ফরিমাইন্ডার।

    যুক্তি দিয়ে গুনাহ
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154957713143176
    পথহারা হয়ে গুনাহ
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154943938658176
    পাপকে গোপন রাখা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153880904213176
    তৌবার পরে কষ্ট
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153573839993176

    #মডারেট

    21-Jan-2020 11:22 pm

  • 22-Jan-2020 3:42 am


    Q. "অধিকাংশ আলেমের মতের উপর চলার জন্য আমি প্রতিটা বিষয়ে অধিকাংশের মত কোথায় পাবো?"

    প্রতিটা বিষয়ে অধিকাংশের মত লাগবে না। আপনি একটা "মাজহাব" [বা সালাফিদের জন্য "মানহাজ"] ঠিক করে নিন যেটার উপর চলবেন। এর পর সেটার উপর চলেন।

    এর পর ঐ মাজহাব বা মানহাজেও যখন সমস্যায় পড়বেন কারন ঐ মাজহাব-মানহাজের ভেতর কোনো বিষয়ে বিভক্ত রায় পাচ্ছেন, এবং সেটা খুবই বড় একটা বিষয়ে, তখন অধিকাংশের মতকে নিরাপদ ধরে নিতে পারেন।

    এ বিষয়ে আমি যা করি সেটা এখানে লিখেছিলাম
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155937354513176

    অধিকাংশের মতের বাইরে না যাবার চেষ্টা করি
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154753474343176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156282719408176
    https://www.facebook.com/habib.dhaka/posts/10156155836953176

    অধিকাংশ হক হবার দলিল
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153369996908176

    অধিকাংশ এর বিভিন্ন ব্যখ্যা মানুষ করতে পারে - যদি চায়
    https://www.facebook.com/habib.dhaka/posts/10155927296808176

    22-Jan-2020 3:42 am

    22-Jan-2020 3:27 pm


    "Khalaf recitation" - not the usual way we are used to, a bit different.

    But just the same heart touching, nevertheless.

    video:/img/photos_and_videos/videos/83589164_482778085985999_5088325606148407296_n_10157012717108176.mp4

    22-Jan-2020 3:27 pm

    22-Jan-2020 8:59 pm


    #মডারেট_মোজলেম

    বহু আগে,
    আবুবকর ওররাফ নামে এক বুজুর্গ।
    হজ্জে যাচ্ছিলেন।
    রাতে থামলেন।

    এক সময় সাথিদের বলেন --
    "তোমরা আমাকে ফিরিয়ে নিয়ে যাও।
    আমি এখানে ৭০০ কবিরা গুনাহ করে ফেলেছি।"

    সবাই অবাক।
    কিভাবে করলেন?

    শরহে লুবাব।
    হানাফিদের একটা কিতাব।
    লিখা আছে --
    কেউ এক ওয়াক্ত নামাজের জামাত ছেড়ে দিলো,
    সে যেন ৭০০ কবিরা গুনাহ করলো।

    উনার জামাত ছুটে গিয়েছিলো।

    [ ফাজায়েলে হজ্জ ]

    22-Jan-2020 8:59 pm

    22-Jan-2020 10:22 pm


    Previous news : Inflation on food price ramming India. Price of most agricultural products are up.

    Today's news : As a consequence rice price in BD is jumping up uncontrollably. Note that we have just finished the harvesting season.

    Q. "Would it be OK to store food?"

    In Islamic rule it's permissible to store up to 1 year for food for family consumption.

    ^^^ that was about permission, not an advice.

    I believe even if price increase 100%, ie double the last year, it's better to buy as you need, instead of storing for long term.

    22-Jan-2020 10:22 pm

    22-Jan-2020 11:01 pm


    "হাদিসের এই রাবির শেষ বয়সে কয়েক বছর মাথা উল্টোপাল্টা হয়ে গিয়েছিলো"


    খুবই কমন একটা উক্তি। বহুবার শুনেছি। বিভিন্ন জনের লেকচারে, লিখায়। এই উক্তিটাকে একটা ইংগিত হিসাবে আমি নেই। এই লাইনটার সামনের পেছনের বিষয়বস্তু না দেখেই।

    আমি বুঝি যে এই উক্তিকারি মরিয়া হয়ে আছেন এই হাদিসটাকে অগ্রহনযোগ্য প্রমান করার জন্য।


    সারা জীবন একজন হাদিসের খেদমত করলো, ৯০ বছরে গিয়ে মৃত্যুর আগে স্বরন শক্তি কমে গিয়েছিলো তাই তার সারা জীবনের কাজ বাতিল।

    কোনো হাদিস বাতিল করার জন্য এটা সম্ভবতঃ সবচেয়ে সহজ পদ্ধতি। এর জন্য প্রয়োগ বেশি।


    এক উদাহরনে এও দেখেছি বক্তা বলছেন এই রাবির বর্নিত হাদিস "বুখারি আর মুসলিম শরিফে সহি হিসাবে আছে। কিন্তু এই হদিস বলার সময় উনার স্মরন শক্তি ঠিক ছিলো না।"

    কিভাবে জানলেন? আমার জানা নেই, উনারা জানেন।


    এইভাবে একই রাবির কোনো হাদিস সহি আবার কোনো হাদিস জাল করা নিয়েই লুৎফুর রহমান ফারায়েজি বনাম <নাম বললাম না> এর লাগে।

    কনজেসটেন্সির অভাব।


    এ তো গেলো আলেমদের কথা। আমাদের "আম"-দের মাঝেও এ নিয়ে লাগে। আপনি হয়তো কোনো হাদিস কোট করলেন, আপনার বিরোধি পক্ষের যদি সেটা পছন্দ না হয় তবে সে মরিয়া হয়ে যাবে হাদিসটা জাল প্রমান করার জন্য। কমন পদ্ধতি যেটা আমি দেখছি "ঐ রাবির মাথা শেষ বয়সে মাথা খারাপ হয়ে গিয়েছিলো।"

    এ তর্কে আপনি জিততে পারবেন না। বিপরিত পক্ষ একই রাবিকে কখনো নিবে নির্ভরযোগ্য, আবার কখনো আনির্ভরযোগ্য।

    এই খেলা আপনি খেলতে পারবেন না।

    22-Jan-2020 11:01 pm

    23-Jan-2020 5:52 am


    || MbS hacked Bezos' phone

    As per the news in media right now : not only did MbS hacked Bezos' phone, he also taunted him after the hack.

    The reason was Khashoggi, who worked for Washington Post, which was owned by Zeff Bezos. The hack took place, as MbS chatted with Bezos on WhatsApp for some time and then sent him a link which compromised the pone and sent all data to MbS.

    MbS was assisted in this work by his cybersecurity advisor. Technology was purchased from Israel, we can guess.

    || Apple shares all your phone data with NSA

    Another news is that Apple no matter how much security it provides on the phone, copies and stores all you phone data on their server un-encrypted due to NSA pressure. Obviously it is sharing these data with them.

    || WhatsApp isn't secure

    People have a false sense of security regarding WhatsApp, assuming they don't share data with governments. It might had been secure once upon a time when it was owned by WhatsApp group, but hardly is since then. After it had been purchased by FaceBook. Note again FB owns WhatsApp.

    || Use your own end to end encrypted communication

    If I had been some underground gang leader, I would have used my own end to end encrypted protocol for communication instead of depending on all these compromised chat services. Its so easy to write an end to end encrypted communication service. But no one does, even though they falsely claim they do, because it doesn't make them money.

    People believe Telegram is end to end encrypted. It isn't.

    23-Jan-2020 5:52 am

    23-Jan-2020 7:00 am


    17 dead from Wuhan virus on 600 infection. The whole city of Wuhan is now in lockdown, no train car plane or human can go in or out.

    Plus
    One infected in USA, though not sick.
    Another one infected in Mexico and is sick.

    Reminds me of Resident Evil
    [ or Fallout or BioHazard which ever triggers you ]

      Comments:
    • who's mila?
    • oh! I ment the game :-)
    • updated the post.

    23-Jan-2020 7:00 am

    23-Jan-2020 8:10 am


    News : "Doom Eternal" to be released.

    Brings back so much memory. This one was the first FPS that I used to play in the 90s. On a computer with 4MB ram running DOS. Later Quake was released but that didn't play on my machine as it required at least 6 MB. For long 4 MB was the standard.

    Later I did play the newer FPS but never to the end. Maybe a few days and then lost interest.

    The last FPS played was Half Life. Interestingly it's also releasing a new version Half-Life: Alyx. And therefor have made all older versions free on Steam.

    Right now I don't have the time or taste to even install or try any of those. Gave gaming up as soon as I got married and got a life.

    Time flies.

    23-Jan-2020 8:10 am

    23-Jan-2020 8:52 am


    Sites blocked in BD by BD gov :

    - archive.org : internet archive

  • reddit.com : discussion groups
  • aljazeera.com : news site from Qatar.
  • google apis and service servers : to block mobile apps it dislikes, even though that blocks all other apps.
  • somewhereinblog.net : most popular blogging site in BD
  • tiktok.com : and the app
  • Most Bengali news sites operated from abroad.

    You can verify if its blocked on your ISP, and try those by clicking on the link above.

      Comments:
    • don't see any right now.
    • That's blocked too, can't access without VPN.

    23-Jan-2020 8:52 am

  • 23-Jan-2020 2:03 pm


    Dhaka, scenes.


    Azad mosque, Gulshan.


    All posters, now a days.


    Azhari's waz.


    Goli, after fajar.


    The famous overpriced coffee shop where everyone that drinks a coffee always takes a selfie and posts on social media.

    And coincidentally any time one does that -- I find he/she falls in a big trouble a few days after posting the pic.

    Don't believe in superstitions. :-)


    23-Jan-2020 2:03 pm

    23-Jan-2020 3:08 pm


    ডঃ জাহাঙ্গির স্যার আর ঐক্যমত।

    আকিদা, ফিকাহ, মাসলা, মাজহাব, মানহাজ সব কিছুর ব্যপারে দ্বিমত রেখেও ঐক্যবদ্ধ থাকা যায়। এর উদাহরন।

    তর্ক-আক্রমন না করলেই হয় - শান্ত ভাবে নিজের পক্ষে দলিল দিন। অন্যকে বলতে দিন তার দলিল। বাকিটা পাবলিকের হাতে ছেড়ে দিন, তারা বুঝবে।

    আপনি "হায়রে!" "গেলোরে" "দ্বিন বাচাও" "জানে না" "মিথ্যা বলে" -- এই সব বলে বিপক্ষেকে আক্রমন না করে।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    23-Jan-2020 3:08 pm

    23-Jan-2020 5:21 pm


    আযহারি সাহেবের ঘটনা থেকে শিক্ষনীয় :

    আমি বলেছিলাম যদি মসজিদে বসে মনে মনে জিকির করা আপনার উদ্যেশ্য হয়, তবে আগে কিছু দিন গিটার বাজান এর পর মসজিদে। মানুষ বলবে "বাহ! এই লোক আগে গিটার বাজাতো এখন দেখো আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে!"

    এটা না করে যদি সবসময় জামাতে নামাজ পড়েন। এর পর আরো ভালো হবার জন্য জিকিরে বসেন, তবে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে আপনাকে বাচাতে কারন আপনি পথ হারা হয়ে যাচ্ছেন জিকিরের জন্য মসজিদে বসে। কারন : "আপনাকে শয়তান মসজিদের বাইরের আরো ভালো কাজ থেকে বিরত রাখার জন্য আপনাকে মসজিদে বসিয়ে দিয়েছে।" সবাই "আপনাকে বাচাতে", "আপনার ভালোর জন্য" উপদেশ নিয়ে আসবে। আপনি কথা বলে কয়জনকে ঠেকাবেন? আর এত কথা বললে জিকির করবেন কখন? তর্কেই জীবন শেষ।

    এখন আজহারি সাহেব :

    উনি ক্রিকেট খেলার সাথে উদাহরন দিয়েছিলেন। একটা উদাহরন। মানুষ তাকে হত্যার জন্য পাগল হয়ে গিয়েছিলো, "এমন গোমরাহ"। এই মার খায় খায় অবস্থা।

    এর পর এখন পর্দা আর উমরি কাজা নিয়ে বললেন। বিপক্ষ এখন শান্ত ভাবে নিজেদের দলিল দিচ্ছেন।

    কারন কি? ক্রিকেট খেলার কথা কি পর্দার থেকে বেশি খারাপ ছিলো নাকি?

    না। বরং ক্রিকেট খেলা ছিলো "সামান্য" ব্যতিক্রম। তাই এটা uncanny valley [ wiki তে দেখে নিতে পারেন এর অর্থ কি ] তে পড়ে গিয়েছিলো।

    এর পর যখন পর্দার কথা বলেন, তখন এটা ক্রিকেট খেলার থেকে অনেক বেশি গুমরাহি।

    তাই সবাই এখন শান্ত।
    কারন uncanny valley এর বাইরে চলে এসেছেন। :-)

    23-Jan-2020 5:21 pm

    23-Jan-2020 6:29 pm


    #undefendable?

    "তারেক মনোয়ার সাহেব বলেছেন উনি তিন বছর অক্সফোর্ড ইউনিভার্সিটির শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন।"

    ধারনা করছি উনি বৃটেনের নাগরিক।
    উনার জীবনি ঘাটলাম, পেলাম নাগরিক না। বরং সেখানে এক মসজিদের ইমাম হিসাবে ছয় বছর ছিলেন।

    ধারনা করছি উনি কোনো স্কুলে পড়িয়েছে ঐ সময়ে সেই স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন তিন বছর। কমিয়ে বললে শ্রেষ্ঠ না, কিন্তু হয়তো বিশেষ পুরষ্কার দেয়া হয়েছিলো। যেটাকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার উনি বলছেন।

    "কিন্তু স্কুলের শিক্ষক, ভার্সিটির শিক্ষক হয় কি করে?"

    আমাদের Cambridge O-level দেখেছেন না? এই সার্টিফিকেটকে উনি হয়তো ক্যমব্রিজের শিক্ষক বলছেন। সেখানে হয়তো Oxford এরও এরকম স্কুল সার্টিফিকেট আছে।

    খুজে দেখলাম আছে।

    তাই উত্তর : উনি বৃটেনের কোনো স্কুলের শিক্ষক ছিলেন যেটা Oxford O-level এর মতো কোনো সার্টিফিকেট দেয়। সেখান "উত্তম চরিত্রের জন্য পুরষ্কার" এর মতো কোনো পুরষ্কার পেয়েছিলেন তিন বছর।

    এটাকেই একটু বাড়িয়ে বলেছেন "অক্সফোর্ডের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন তিন বছর।"

    লিটারেলি না নিয়ে সফ্টলি নেন -- সব কিছু মিলাতে পারবেন। বা "অত উল্টোপাল্টা" লাগবে না।

    23-Jan-2020 6:29 pm

    23-Jan-2020 6:54 pm


    #undefendable?

    তারেক মনোয়ার সাহেব জবাব দিয়েছেন। এবং প্রতিটা জিনিস আমি যা ধারনা করেছিলাম তার কাছা কাছি। লিংক কমেন্টে।

    "রকেটে চড়েছেন"
    ধারনা করেছিলাম উনি নাসায় ভিজিটর হিসাবে গিয়ে সেখানে রাখা কোনো ডামি রকেটে চড়েছেন ভিজিটরদের শো এর জন্য যেটা রাখা হয়।

    "ফুটবল খেলেছেন"
    ধারনা করেছিলাম হয়তো ট্রেনিং বা প্রেকটিশ ফুটবল খেলেছিলেন বৃটেনের কিছু খেলোয়ারদের সাথে। ঘরের কাছে। যাদের সাথে বড় কোনো দলের সম্পর্ক ছিলো।

    "শ্রেষ্ঠ শিক্ষক"
    ধারনা করছিলাম কোনো স্কুলের শিক্ষক হিসাবে পুরষ্কার পেয়েছেন।

    সবগুলোই কাছাকাছি। ভিডিওর লিংক কমেন্টে। পুরোটা শুনার ধর্য্য আমার নেই। আপনি দেখতে পারেন কতটুকু মিলে। :-)

    _______

    তবে এগুলো সব উনার পক্ষে না। বুঝা যায় উনি কথা অনেক বাড়িয়ে বলেন। বা বিষয়গুলো উনি বুঝেন না, জাজমেন্ট একটু ভিন্ন ধরনের। কোনোটাই উনার পক্ষে না।

    আবার কোনোটা থেকেই উনাকে আক্রমন করার উপায় নেই।

      Comments:
    • https://www.youtube.com/watch?v=3aLv2UyFR6U
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10157015741008176
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156999996458176
    • ^ আমার গত কয়েক বছরের স্টেটাস ঘাটলে এর থেকে বেশি বাজে কথা বের হয়ে আসবে। তাই আমার কিছু বলার নেই।

    23-Jan-2020 6:54 pm

    23-Jan-2020 8:28 pm


    যারা কোনো দলের পক্ষে কাজ করছেন না শুধু তাদের জন্য :

    এই মুহুর্তে আমাদের কাজ বস্তুতঃ ইবাদতে নিজেদের মশগুল রাখা। কিছু দিন পরে "বিশৃংখলা" [ বা যে নামে ডাকেন ] আরম্ভ হয়ে গেলে আর সময় পাবেন না।

    প্লাস/ ফিতনার সময় ইবাদতের সোয়াব পঞ্চাশ জন শহিদের সমান বলা আছে। সে সময় নিজেকে ঘরে বেধে রাখা খুবই মুশকিল যেহেতু। আর আমি যাই করি না কেন ফিতনা বাড়বে।

    এখন সেই ফিতনা কিনা সেটায় প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে ৫০ শহিদের সোয়াব না পেলেও নরমাল আমলের সোয়াব পেতে থাকবো। "বিশৃংখলা" আরম্ভ হয়ে গেলে পরে এই সুযোগটা আর পাবো না। ব্যস্ততার আগে ইবাদত।

    ১। পাচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে।
    ২। তাহাজ্জুদ। ৪ রাকাত স্টেন্ডার্ড। ৪ পৃষ্ঠা করে ১৬ পৃষ্ঠা।
    ৩। কোরআন তিলওয়াত, মুখস্ত, আরবি শিক্ষা।
    ৪। সকাল সন্ধা তসবিহ, কমন কিছু দোয়া, ওজিফা।
    ৫। ওজুর আগে মিসওয়াক।

    গুনাহ থেকে নিজেকে বাচিয়ে রাখি।
    তর্ক থেকে বাচিয়ে রাখি। নিজে যেটা ঠিক মনে করি সেটার উপর আমল করি অন্যটাকে আক্রমন না করে।

    "যদি দ্বিন শেষ হয়ে যেতে থাকে আমার চোখের সামনে?"

    শেষ হবে না। শান্ত থাকেন। ১৪০০ বছর টিকে আছে এই দ্বিন। শেষ হয়ে যাচ্ছে মনে করে অস্থির হয়ে আমি যাই করি তাতেই দ্বিনের আরো ক্ষতি হবে।

    ফিতনার সময় যত ইনএকটিভ থাকতে পারবেন তত বেশি সোয়াব পাবেন একটিভ লোকদের থেকে।

    আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।

    "মডারেট মোজলেমদের" জন্য এই পোষ্ট ছিলো। যারা কোনো দলের পক্ষে এখনো কাজ করছেন না।

    23-Jan-2020 8:28 pm

    24-Jan-2020 7:10 am


    মানুষ দ্বিনদ্বার হচ্ছে - ৩


    দেশে একসময় ছিলো ভিসিআর। মানুষ বসে বসে হিন্দি ছবি দেখতো। এর পর আসলো ডিশ। কেসেট লাগে না। ফ্রি সারা দিন হিন্দি নাচ গান। এর পর ইন্টারনেট। দুনিয়ার যত খারাপ জিনিস বাচ্চাদের হাতে। মানুষ ধ্বংশের প্রান্তে, ঠিক?

    এর পর দেখলাম কি করে এই মন্দগুলোর ভেতর দিয়ে আল্লাহ তায়ালা ইয়ংদের মাঝে দ্বিনকে ছড়িয়ে দিলেন। ডিশের ভেতর দিয়ে পিস টিভি। ইন্টারনেটের ভেতর দিয়ে দ্বিনের শিক্ষা। ইয়ং জেনারেশন এখন দ্বিন সম্পর্কে যত জানে আর মানে, এটা ৪০ বছর আগে ছিলো না।

    মানুষ দ্বিনদ্বার হয়েছে।


    "Religion growth 1945-present" নামে একটা ভিডিও আছে নেটে।
    https://www.youtube.com/watch?v=_7TwTthongo
    দেখতে পারবেন কি করে সুন্নি মুসলিমদের সংখ্যা এই কিছু দিন আগেও পৃথিবীর ৭ম থেকে উঠে এখন ১ম।

    ইন্টারেস্টিং ফেক্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশ, ভারতবর্ষ, আরব, আফ্রিকা, মালয় সহ সারা দুনিয়ায় যত সংখ্যক সুন্নি মুসলিম ছিলো -- ৫ কোটি -- এখন শুধুমাত্র বাংলাদেশে আছে তার তিন গুন বেশি, ১৫ কোটি।

    "কিন্তু সব দিকেই তো জনসংখ্যা বেড়েছে।"

    ঠিক। কিন্ত সুন্নি মুসলিমরা বেড়েছে বহু বহু গুনে বেশি। আমি যখন ছোটো ছিলাম তখন বলা হতো বুদ্ধদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। এখন আর তা নেই। মুসলিমদের সংখ্যা সব ছাড়িয়ে উপরে।


    ৮০ দিক থেকেই দেখতাম দেশের মানুষ পশ্চিমে যাচ্ছে। সবাই যেতো দুনিয়ার জন্য। সেখানে দেখতো রেসিজম। এর পর মুসলিমদের মাঝে একটা কমুনিটি ফিলিং গ্রো করে। দেশে নামাজই পড়তো না, সে সেখানে গিয়ে নামাজি হয়ে যায়। বুঝে এটা আইডন্টিটি, আমাদের পরিচয়। ছেড়ে দিলেও বিদেশিদের কাছে আমাদের দাম বিন্দু মাত্র বাড়বে না।

    তাদের দ্বিনের চর্চা থেকে পশ্চিমাদের মাঝেও দ্বিনদ্বারি ছড়াচ্ছে। জানছে। যাদের হিদায়াৎ আল্লাহ তায়ালা রেখেছেন তারা মুসলিম হচ্ছে।

    আমেরিকায় ইসলামের যে চর্চা এখন আমি দেখছি। তার কিয়দাংশও ছোটকালে ছিলো না। মানুষ ইসলামের নামও জানতো না।


    "কিন্তু দলে-দলে যে ঝগড়া দ্বন্ধ বাড়ছে?"

    এটা গ্রোথ প্রবলেম। বাড়তে থাকলে যা হয়। ছোট দলগুলোও এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাই তাদের মাঝে দ্বন্ধ। কিন্তু এই সমস্যাটা হচ্ছে এই কারনেই যে মানুষ দলে দলে দ্বিনদ্বার হচ্ছে।

    নয়তো কেউ খেয়াল করতো না দ্বিনের কি অবস্থা। সবাই দুনিয়া নিয়েই যুদ্ধে লিপ্ত থাকতো।

    24-Jan-2020 7:10 am

    24-Jan-2020 5:12 pm


    বেরলভী :

    আইনুল হুদা ভাইয়ের লেকচার দেখলাম। উনার ব্যখ্যা এখন রাসুলুল্লাহ ﷺ এর রুহ কেবল নূরের সৃষ্টি। দেহ মুবারক না। এবং এগুলো আকিদার কোনো অংশ না।

    এর পর আর আমার কিছু বলার থাকে না। এর পর ছুন্নি বনাম দেওবন্দিদের মাঝে আকিদাগত দূরত্ব কমে আসে। দ্বন্ধ এর পর শুধু পলিটিক্যল।

    Waiting for the fallout. কোনদিকে যায়। প্লাস এটা তরিকত পন্থিদের মাঝে বিভাজন সৃষ্টি করে কিনা। তবলিগের মতো।

    বিশাল একটা পরিবর্তনের দিকে যাচ্ছে ছুন্নি জামাতে গত কয়েক বছরে।

    24-Jan-2020 5:12 pm

    24-Jan-2020 9:40 pm


    ইবনে মুয়াফফেক নামে এক বুজুর্গ বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ এর তরফ থেকে কয়েকবার বদলি হজ্জ করি।

    একবার রাতে স্বপ্নে দেখি রাসুলুল্লাহ ﷺ বলছেন :
    "তুমি কি আমার পক্ষ থেকে হজ্জ করেছো?"
    বললাম, "জ্বি, হুজুর।"

    "তুমি কি আমার পক্ষ থেকে লাববায়েক বলেছো?"
    বললাম, "জ্বি হুজুর।"

    উনি ﷺ বললেন "আমি এর প্রতিদান দেবো। কিয়ামতের দিন ঐ সময়ে তোমার হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো যখন অন্যান্যরা হিসাব কিতাব নিয়ে ব্যস্ত থাকবে।"

    - ফাজায়েলে হজ্জ।

    #মডারেট

    24-Jan-2020 9:40 pm

    25-Jan-2020 12:59 am


    6.8 earthquake hits Turkey. Note that any quake over 6.6 is news and should cause damage if it's shallow.

    This one was at only 10 km depth, and several buildings collapsed. Expect casualty.

    Happened on Friday evening, before sunset. The shock was felt in Syria, Lebanon upto Israel.

    25-Jan-2020 12:59 am

    25-Jan-2020 7:30 am


    China :

    || Images and videos of people falling on street and hospital floor.

    Report : "People in Wuhan are falling on streets. One person (a famous entrepreneur) died without any symptom. No coughing no fever. His wife is dead too. Potential variation in the virus which is mutating."

    Another report : "My friend left the city and phoned to tell me things are worse than reported. People are falling down without symptoms. Nurse told me the virus has mutated to be more deadly."

    || China won't had quarantined cities unless its that bad

    16 cities in lock down. 35 million people quarantined. Roads are empty like in apocalyptic movies. No transport on road, all shops closed. Local hospitals full. Lock down extending to more cities.

    || The numbers

    40 dead from 1000 infections. Indicating a 4% death rate officially. But China lied previously to hide numbers.

    || The other side

    Maybe that's hysteria. And people fall on the street all the time, add the stress and fear and it doesn't take long to make it look like a Walking Dead like scene.

    Infection death rate at 4% is still bellow other more deadly flu. Total death isn't higher than any other normal flu season which sees 50,000 dead in UK or USA in any average year.

    25-Jan-2020 7:30 am

    25-Jan-2020 12:34 pm


    Defend the undefendable এর জন্য পরবর্তি কেন্ডিডেট খুজছি।

    এর পর কে?

    25-Jan-2020 12:34 pm

    25-Jan-2020 2:34 pm


    Looks like all hell are breaking lose in Hubai province in China. All roads dug off using excavators so that no one can escape. Troops guarding roads. Health care broken down and virologists locking themselves up. Rumors : 150k inf*d and 1k d*d.

    Good if you have been watching those apocalyptic movies, or played games or even read too many fiction novels.

    Next, keep your crowbar ready.

    FAQ. "Why a crowbar, and not something better, say like a gun?"

    A. You will run out of ammo.

      Comments:
    • টপিকে আলোচনা ৮ মিনিট করে হলে আরো ভালো হতো। আর প্রশ্নোত্তর ২ মিনিট প্রতিটা প্রশ্ন। এর থেকে লম্বা হলেও মানুষ টেনে ঠিক অতটুুকুই দেখে।

    25-Jan-2020 2:34 pm

    25-Jan-2020 3:42 pm


    I ain't going to vote this time. It doesn't matter how close you are to me, how much you beg me, how much you think it will save the world or the starving kitten, or how badly the evil will win if I don't vote this one time.

    I won't. Now go find someone else to beg to save the world.

    25-Jan-2020 3:42 pm

    26-Jan-2020 1:03 am


    শায়েখ ইব্রাহিম ইবনে শায়বান বলেন।

    হজ্জের পরে মদিনা পৌছি।
    রওজা শরিফে পৌছে রাসুলুল্লাহ ﷺ কে সালাম দেই।

    জবাবে হুজরা শরিফ থেকে "ওয়ালাইকা আসসালাম" শুনতে পারি।

    - ফাজায়েলে হজ্জ।

    #মডারেট

      Comments:
    • GoT was written like 25 years ago. But he couldn't finish it because of his procrastination. Right now he is too old. The earlier problems persist.

    26-Jan-2020 1:03 am

    26-Jan-2020 2:35 am


    Beijing will be quarantined from tomorrow. No car, plane, train or human can come in or go out. Note Beijing is China's capital.

    The port cities are Shanghai, Shenzhen and Ningbo-Zhoushan. Watch if any one of these cities get quarantined. Business will stop and you can count the whole country then as quarantined.

    btw, Hong Kong has closed all schools till mid February.

    And 5 infections diagnosed in Singapore.

    As for BD the nearest hit area is Nepal. No news from India yet.

    Next, what if it hits BD? Remember Dengue? Situation will be like that, but worse on all scale.

    26-Jan-2020 2:35 am

    26-Jan-2020 11:15 am

  • A new city being quarantined, the first one outside of Hubei province, and 1000 km away from it.

    - Investigators interviewed the first infected persons and found half of them didn't have any link with the animal market.

    - Largest virus research facility in China is in Wuhan, the epicenter of the infection, near that animal market. This one is the "Umbrella Corp" of Resident Evil.

    - 15% mortality from the first 41 people who were infected.

    - From the very beginning it was clear that *unlike* regular flu which kills only elderly this one was killing young and elderly equally. China hid it and published age of elderly only.

      Comments:
    • ফিতনার সময় বসে থাকা দাড়িয়ে থাকা থেকে উত্তম, দাড়িয়ে থাকা হাটার থেকে উত্তম -- একটা হাদিস পাবেন।

    26-Jan-2020 11:15 am

  • 26-Jan-2020 6:42 pm


    আমাদের আযহারি বনাম দেওবন্দি - ফাইট চলছেই।
    জিহাদি বনাম মডারেট - চলছেই।
    তবলিগের ইন্টারনেল গন্ডোগোল তো আছেই।
    পুরানো আথারি বনাম আশারিও কমে বাড়ে।

    সব কিছুর মাঝে মাথা ঠান্ডা রেখে চুপ থাকা।
    কোনো দিকে না তাকানো।
    যে মার খাক, যে হারুক জিতুক "আমার কিছু না"।

    এর পর যদি দরজায় দাড়িয়ে কেউ চ্যলেঞ্জ করে?
    তবে মরে যাওয়া, তবুও এই যুদ্ধে না জড়ানো।

    "কিছুতে আমার কিছু আসে যায় না", এটিচিউড

    সমাজে বসে এটা করতে না পারলে জংগলে যেতে হবে।

    আল্লাহ তায়ালা যেন আমাকে হকের উপর রাখেন।

    #মডারেট

    26-Jan-2020 6:42 pm

    27-Jan-2020 12:02 am


    In China you can't buy fuel, live in a hotel, ride a train or make a purchase from a store unless you show your ID.

    Others cried about privacy.
    I thought : well if I have nothing to hide, then...

    And then this coronavirus struck. Right now anyone from Hubei, the large area where the virus is spreading, tries to find a shelter somewhere out of his region, he is out of luck.

    No gas station will sell him gas, no hotel will allow him in, no ride, no food once they see his Hubei ID. He is untouchable. He doesn't need to have lived in Hubei, just because he is carrying an id is enough of a reason to deny him service.

    He is like a fugitive in his own country and the only way he can be accepted and be at home, is by returning to Hubei.

    Which is why we need : Privacy.

    27-Jan-2020 12:02 am

    27-Jan-2020 12:56 am


    Jan/2020
  • Sulaimani's assassination.
  • Australia burning.
  • China's coronavirus.

    27-Jan-2020 12:56 am

  • 27-Jan-2020 2:09 am


    "Bangladesh" the new country that is shaking up the world. More incidents.

    Pompeo and a female reporter ended up arguing on record. Off-record Pompeo asked the reporter to point where Ukrain is on an unmarked map. The reporter says she marked it perfectly.

    Pompeo went online and claimed "Bangladesh is not Ukrain."

    So why Bangladesh? And not say India?

    Mark of the time. Keep an eye on Bangladesh.

    And I was wondering since yesterday why Bangladesh was trending at top on Twitter.

    27-Jan-2020 2:09 am

    27-Jan-2020 4:46 am


    Anyone can land a plane. At least that's what I believe after playing flight simulators :-) . But what mere mortals like us can't do is land a plane in crosswind. It's like floating the plane sideways facing the wrong direction and landing it. And as soon as it touches the runway, turn the face instantly forward. Though there is no mechanism in a plane to do so.

    More like drifting on a car. Driving while moving on the impossible side.

    This post had an attachment, which is now missing

    27-Jan-2020 4:46 am

    27-Jan-2020 5:22 am


    সানিন ভাইয়ের আইডি দেখছিলাম। একটা আপডেট "আমি ফিরে এসেছি" এর পরে আর কোনো পোষ্ট নেই। ডিপ্রেসড? কমপ্রোমাইজড? জ* সংশ্লিষ্ঠতা? নাকি ফান্ড কালেকশনের কারনে? কে জানে? কে কেয়ার করে?

    চার দিকে মার খাওয়ার গান। আবার চিন্তে করি যদি সব বিজয়ের গান হতো তবে এত বিজয়িদের মাঝে আরেক বিশাল যুদ্ধ লেগে যেতো।

    কিন্তু মার খেয়ে কয়দিন? যতদিন না আল্লাহ তায়ালা সন্তুষ্ট হচ্ছেন আমরা ঠিকপথে এসেছি।

    তবে ঠিক হবার পথ কি? সেটার তালাশে এখনো।

    সেল্ফ রাইটাসনেস "আমি ঠিক পথে আছি" কোনো প্রমান না যে আল্লাহ তায়ালাও আমাকে সঠিক পথে দেখছেন।

    27-Jan-2020 5:22 am

    27-Jan-2020 6:49 am


    Rumors : something major is about to happen in Iraq.

    That comes after US Embassy was attacked with 3 rockets today. Many wounded, but no death.

    Previously, any attack on any embassy resulted in a Taken like response : "Where ever you are, I will find you and kill you". But after Sulaimani and Iran missile attack, Embassy attack has turned into another kids afternoon play.

    USA most likely doesn't want to keep it that way.

    What's next? Keep watching.

    27-Jan-2020 6:49 am

    27-Jan-2020 7:09 am


    I plan to buy a box of surgical masks today, inshaAllah, as when shit hits the fan, masks won't be available in the market anymore.

    It doesn't prevent the disease, as you can get infected through your eyes. But at least it reduces the chance.

    Also note : it won't infect you through your skin. Only breath, mouth and eyes.

    27-Jan-2020 7:09 am

    27-Jan-2020 12:11 pm


    একটা এক্সট্রিমের বিপক্ষে বলতে গিয়ে আমি নিজেও যদি এক্সট্রিম হয়ে যাই তবে আমি তার মতই হলাম। আরেকটা উদাহরন :

    শিশু বক্তা নিকৃষ্ট ভাবে আযহারি সাহেবের বিরুদ্ধে বললেন।
    উপরোক্ত কারনে আরেকজন নিকৃষ্ট ভাবে শিশু বক্তাকে আক্রমন করলেন।

    পরে খবর : শিশু বক্তা আসলে শিশু না। একটা রোগ নাম হাইলেন্ডার সিনড্রোম। আসল বয়স ২৩। দেখতে লাগে ৬। প্লাস উনি আযহারি সাহেবের বিরুদ্ধেও বলছিলেন না, অন্য কারো ব্যপারে।

    কিন্তু যে বক্তা, উনাকে শিশু মনে করে আক্রমন করলো? তার কথা এখন ভাইরাল।

    এই কারনে খারাপের বিরুদ্ধে তার মতো খারাপ হতে হয় না। যদিও সেরকম হবার দিকে মানুষের মন টানে বেশি, "যে যেমন তার সাথে তেমনই করতে হবে" "প্রতিশোধ"।

    নিজের আদর্শ-শিক্ষা-নিতির সাথে লেগে থাকতে হয়। বিপক্ষ যেমনই হোক। এটা পার্থক্য যে আমি তার মতো না।

    যেমন কেউ গালি দিলে - পাল্টা গালি দেবো না। আবার গাল পেতেও দেবো না।
    নিষ্ঠুর ভাবে সে খুন করেছে? তাকে বিচারে নিয়ে আসবো, পাল্টা নিষ্ঠুর ভাবে খুন না। আবার ক্ষমাও না।
    কেউ আমাকে "কাফের" বললো। তাকে পাল্টা কাফের বলবো না। আবার ভাইও বানাবো না।

    কি করবো সেগুলো আমার নিতি-আদর্শ-শিক্ষা।
    আমি যার উপর চলি।

    27-Jan-2020 12:11 pm

    27-Jan-2020 2:58 pm


    বাংগালিদের পক্ষে :

    চারদিকে বাংলার প্রতি মানুষের এত ঘৃনা দেখে হিন্যমনতা আসতে পারে। তাই পক্ষে বলছি। undefendable সিরিজের পরবর্তি পোষ্ট :

    প্রথম কথা ভারতের কেন্দ্র এই বৃটিশ আমলেও ছিলো কলকাতা-বাংলা। দিল্লি না। সবচেয়ে বেশি পপুলেশন এই জায়গায়। এটাই ছিলো ক্ষমতার কেন্দ্র। ১৯০০ সালের ডকুমেন্টগুলোতে এসব পাবেন।

    দ্বিতীয়তঃ বৃটিশরা প্রথমে বাংলা দখল করেছে কারন তখন বাংলা ছিলো সবচেয়ে সম্পদশালি। সুডো ভারতের রাজধানী। এর পর বাকি ভারত। ঐ সময়ে দিল্লির সুলতানরা ছিলো না। তাদের সমাপ্তি হয়েছিলো তারও অনেক আগে।

    তৃতীয়তঃ ভারতকে গত ১০০০ বছর পর্যন্ত শাসন করেছে মুসলিমরাই। হিন্দু শাসনের উত্থান ভারতবর্ষে গত ২০ বছরের কম। স্বাধিনতার পরে ছিলো সেকুলার।

    চতুর্থতঃ দৃশ্যতঃ এই বাংলার মাটিও এমন পাপিদের বেশিদিন রাখে না। নাস্তিকরা দেশ ছেড়েছে। লুট-পাট করে যারা খেয়েছে তারাও বিদেশে বাড়ি করে চলে যাচ্ছে।

    তাই হতাশ হবার কারন নেই। টিকে থাকি। আল্লাহ তায়ালা দেয়া দায়িত্ব আমার উপর পূর্ন করি।

    শেষ বাড়ি জান্নাতে।

    #undefendable?

    27-Jan-2020 2:58 pm

    27-Jan-2020 5:11 pm


    3 plane-crashes today :

    - A 737 plane slipped the runway and ended up in the middle of a busy high way, near a densely populated place in Iran.

    - Kobe Bryant, the second best known NBA player after Michael Jordan dies in Helicopter crash, with his daughter. Total 9 death.

    - Plane crash in Afghanistan, killing 90.

    All three are making headlines.

    27-Jan-2020 5:11 pm

    27-Jan-2020 6:33 pm


    The plane crashed in Afghanistan was a "Bombardier E-11" Business Jet that also worked as communication relay node.

    This was taken down by Taliban. Who claimed to have downed it from the beginning. 5 to 7 dead including one USA service men with his id, though 15 people were on board. Video and photo are on Twitter. The area is Taliban controlled. No news yet on how they downed it. No news on where rest of the survivors are.

    No comment from USA yet. This will be bad news for USA if there were any high ranking officials on it.

    27-Jan-2020 6:33 pm

    27-Jan-2020 7:34 pm


    Ding! News in comment. A man originally from China who arrived in BD on 20th Jan, has been admitted to hospital in Dhaka with cough and fever.

    I am running to build my doomsday stock. Note that you *can't* contain it or prevent it. Rather you *have* to survive it.

    You sure you are regularly reading those survival prayers?

    In the same time India is reporting two cases. One in Calcutta.

    Brace yourself.

      Comments:
    • https://www.prothomalo.com/bangladesh/article/1636612/
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156449468228176
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156449468228176
    • indeed. corrected. jajakallah.
    • Highlander syndrome? Don't know. Every status I share now seem to have a film reference in it. Maybe it's my sinful mind that's reading too much in everything :-)

    27-Jan-2020 7:34 pm

    27-Jan-2020 10:45 pm


    এক শায়েখের প্রশ্নোত্তর ভিডিও দেখছিলাম নেটে :

    ভিডিও টাইটেল "বাসায় বসে অনলাইনে কাজ করে কি করে আয় করা যায় এক মেয়ে জানতে চাচ্ছেন"

    আমি খুশি : এটা আমিও জানতে চাই!

    ক্লিক প্লে। জবাব : মেয়েদের টাকা কামাইয়ের চিন্তা করারই দরকার নেই। তাদের পরিপালনের দায়িত্ব সম্পূর্ন তাদের পিতা বা স্বামির উপর। এর উপর ২০ মিনিট লেকচার।

    আমি বললাম : হুম।

    পরের ভিডিও :

    "প্রথম প্রশ্ন : শায়েখ জীবনের উদ্দ্যেশ্য কি?"
    "দ্বিতীয় প্রশ্ন : বিজ্ঞান থাকতে কোরআনের প্রয়োজন কি?"

    শায়েখের উত্তর : জীবনের উদ্দেশ্য কি সেটা বিজ্ঞানে পাবেন না, কোরআনে পাবেন। এজন্য প্রয়োজন।

      Comments:
    • Only face mask.

    27-Jan-2020 10:45 pm

    28-Jan-2020 12:34 am


    Trump's peace plan of the century for middle east to be unveiled when this status is 24 hours old.

    Rumors : it says that Israel is going to annex all occupied territories whether Palestinians like it or not. But if they accept the plan and want peace they have to recognize Israel and disarm themselves. In exchange they get, well nothing.

    Unlikely to succeed.

    But then again, its unlikely to fail too. Israel has already annexed its occupied territories and will do the same for the rest.

    No reaction. Nothing new. Not holding my breath.

    28-Jan-2020 12:34 am

    28-Jan-2020 1:26 am


    50% of the power of every dictator comes from having a worshipable figure. Someone, a poster figure, that will make the evil look like a saint. That will turn the ruler into a cult leader. After which every torture is worth it, for the cult.

    In case someone was wondering why so much emphasize has been given to leader worshiping in BD.

    Link in comment.

      Comments:
    • https://www.facebook.com/aman.abduhu/posts/1307905262736654

    28-Jan-2020 1:26 am

    28-Jan-2020 7:10 am


    News in comment on Munshiganj deaths. 2 dead within a day of catching fever. Might not be coronavirus, but something new.

    The panic within the population as always, because these deaths can somehow be linked with China. Otherwise it won't have been any news whatsoever.

    News link in comment.

    28-Jan-2020 7:10 am

    28-Jan-2020 7:21 am


    As for KSA's ongoing changes :

    Gender segregation at Saudi restaurants have not only been abolished, but also *outlawed*. Now you can't have a separate section for male and female. Bound to join the two.

    Arab news report
    https://www.arabnews.com/node/1619161/saudi-arabia

    And as of Saudi's competition with Dubai to be the tourist hub, it's now allowing tourists from any religion to visit the city of Medina. Which was forbidden till now.

    Someone has recorded his experience here
    https://www.youtube.com/watch?v=9np1b4C3XnE

    ^^^ Now I am torn about this last change. That non-muslims can't visit Medina possibly is a Hanbali thing which started since this Saudi regime came to power and wasn't there before, and isn't in Hanafi fiqh -- me thinks. Though I don't know for sure.

    28-Jan-2020 7:21 am

    28-Jan-2020 7:52 am


    Ana dammi Falastini, My blood is Palestinian.

    The original had heavy music. Trimmed the music off and here's the vocal. Now listenable.

    This one is generally performed with Dabka dance.

    video:/img/photos_and_videos/videos/84277725_165872861370817_8126344218730823680_n_10157029109623176.mp4

    28-Jan-2020 7:52 am

    28-Jan-2020 1:56 pm


    I was wondering where in BD is Munshiganj?
    Figured out it's part of old larger Dhaka district.

    Next, how far is the area named Louhaganj from Padma bridge under construction?
    Figured out adjusted.

    Next the village named Jashaldia, where is it?
    In pic bellow. As must adjusted as it can be.

    The area where 2 died in Munshiganj and Padma bridge under construction. The same location.

    Well, what does everything mean?
    Can't say. As the saying goes, "নাম বললে চাকরি থাকবে না।" :-)

    28-Jan-2020 1:56 pm

    28-Jan-2020 2:16 pm


    Planning to jump from Banglish to Aranglish. Someone wrote a sample on what it looks like. :-)

    বাংলিশ স্টেটাস থেকে আরাবিক-ইংলিশে যাবার প্লেন করছি। দেখা যাচ্ছে একজন লিখেও দিয়েছে কেমন হবে এর স্ট্রাকচার।

    (collected)

    Don’t read this article, ان لم تكن تتقن لغتين على الاقل

    Having fun with اللغات is enjoyable and intriguing في نفس الوقت. You can do fascinating stuff بمجرد تحريك your lips و your لسان. Language هي أهم thing that keeps us مع بعض. Think about it للحظة. It gets more interesting عندما you combine لغتين في the same time, فأنت تجمع even more people.

    أنا على يقين that there are العديد of people who can do this بمهارة فائقة. And إذا كنت أو كنتي one of these people, I want you أن تعرف(ي) أنك unique and your brain is فريد. It defied all الحدود and now إنه يقوم ب a wonderful job that is tremendously صعبة and sometimes even مستحيلة to most people. لهذا السبب I want you (أن تتوقف(ي and أن تفكر(ي) في what makes you واحد(ة) من the select few الذين يستطيعون actually فعل what you are doing في هذه اللحظة.

    لقد نجحت(ي) في learning اثنان من the most wonderful لغات in the world, لغتان that are spoken by عدد هائل of beautiful and peaceful people من مختلف parts of the world. (تخيل(ي if everyone can read هذا النص, they will يدركون أن these seemingly different لغات are so متشابهة بشكل مدهش. But واحسرتاه, except for you, العالم بأسره thinks أن these two languages مختلفتين and incompatible. They also يقولون they cannot coexist. (وأنا أعلم بأنك(ي you don’t agree لانه if they cannot, you wouldn’t be able (أن تقرأ(ي these sentences. So, if they can perfectly coexist في جملة صغيرة و قصيرة why can’t they coexist in massive societies.

    Give credit لنفسك for being able أن تقرأ(ي) هذا language cocktail الذي يتعدى حدود ال geography. Not أي واحد can do this. The fact أنه you can read it بدون stopping to think is مذهل and يثبت once more (بأن دماغك(ي is beyond amazing. المرجو عدم اتخاده for granted.

    If you had بعض المرح reading this نص, please share it مع أصدقائك on Facebook. I wish you a great rest of the day/night. إلى اللقاء.

      Comments:
    • প্রতিটা verb এর পর (ي) লিখা বাড়াবাড়ি। Rather stick with one form.

    28-Jan-2020 2:16 pm

    28-Jan-2020 3:17 pm


    "এত পোষ্টার প্রচারনা মিছিল গানের কোনো পয়েন্ট দেখছি না, যেখানে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে যার জন্য দোয়া করেছি সে নিশ্চিৎ জিতবে এটা জানি। আর এখনকার এই ডিজিটাল যুগে মানুষের নাকি তাহাজ্জুদ পড়ারও দরকার নেই। তবে এত এই খরচ কিসের জন্য?", উস্তাদের কাছে জানতে চাইলাম।

    উস্তাদ বলে, "আগেকার দিনের রাজা বাদশাহরা অভিষেকের দিন কি করতো জানো? প্রথম যেদিন রাজা হয়ে সে সিংহাসনে বসলো?"

    "উজিরকে রাজ্যে আনন্দ করার ঘোষনা দিতো। যেমন চল্লিশ দিন ব্যপি উৎসব। সে দিনটা তার আনন্দের দিন যেহেতু।"

    "সেটাই। নাকি তুমি চাও মাস ব্যপি অভিষেকের আনন্দ-অনুষ্ঠান হতে হবে নির্বাচনের পরে?"

    আমি চুপ। That makes sense.

    28-Jan-2020 3:17 pm

    28-Jan-2020 3:26 pm


    আড়ংয়ে যাবার আগে দ্বিতীয়বার চিন্তা করুন। লিংক কমেন্টে।

    28-Jan-2020 3:26 pm

    28-Jan-2020 5:37 pm


    Coronavirus updates :

    - China might not have quarantined the whole country yet, but every country bordering it has closed border crossing with China. Mark an acceleration.

    - No human to human contamination *outside* of China was reported till date. And today two such cases occurred simultaneously. Someone in Japan has caught the virus who never visited China. And in Germany someone meet with a woman in China, and later was diagnosed infected. Note that in the German case the man was 33 years old.

    - No one outside of China has died from Coronavirus -- yet.

    But the main point I still am waiting to see is the mortality rate. You most probably CAN'T prevent it. You will get it and have to survive it. Mortality rate comes in handy in these cases to get an idea on your possibilities.

    28-Jan-2020 5:37 pm

    28-Jan-2020 7:38 pm


    First Coronavirus death outside of China reported. Where could it be?

    Right, it's next door in Calcutta!

    Those that felt relaxed that no coronavirus case was reported in India.

    Link in comment. :-)

    28-Jan-2020 7:38 pm

    28-Jan-2020 10:31 pm


    Sharing before Trump's "deal of the century."
    This post had an attachment, which is now missing

    28-Jan-2020 10:31 pm

    28-Jan-2020 11:47 pm


    Trump's proposal unveiled. Nothing new. As I said before. "You accept Israel, we accept you." But you get only the land that you already have.

    28-Jan-2020 11:47 pm

    29-Jan-2020 12:20 am


    More than the peace plan it's the Arab reaction. Waiting for it.

    The end game is just about at the corner. Buckle your belt.

      Comments:
    • * three more years.

    29-Jan-2020 12:20 am

    29-Jan-2020 1:31 am


    "This conspiracy in the name of deal will be thrown into history's trash." - Palestine's President Abbas.

    So it begins. Trump gave Palestinians 4 years to decide.

    update/1 : Protests and fire in Gaza, Jordan, Lebanon. And they are approaching the fence. Lets watch how that ends.

    29-Jan-2020 1:31 am

    29-Jan-2020 1:43 am


    And as if that wasn't enough -- 7.3 quake on seabed near Cuba at 10km depth.

    Tsunami? Guatnamo isn't far from that point.

    update/1 : Upgraded to mag 7.7
    update/2 : movement was sideways. no large tsunami.
    update/3 : largest quake in the world, in 8 months.

    29-Jan-2020 1:43 am

    29-Jan-2020 7:32 am


    "When Jerusalem will flourish, Medina will fall.
    When Medina will fall, huge war will start..."

    Part of a hadith from Abu-Daud.

    Jerusalem didn't flourish till date as Israelis wanted to keep it the old way. The old culture, constructions, roads and markets.

    We Muslims trend to believe that flourishment has to come in Jerusalem under Muslim rule.

    That might or might not be the case.

    Next watch if the new "undivided capital" of Israel start to flourish and to what degree.

    29-Jan-2020 7:32 am

    29-Jan-2020 2:37 pm


    "The Mask"

    - Traditional surgical masks are tk. 5 per piece. But those don't prevent virus.

    - For it you need N95 mask. Not available in pharmacy but selling on Daraz online store. Tk. 100 to 300 per piece. And those can't be worn a second time. You need to throw those out. Not throwing out after use increases your chance of infection than not wearing any at all.

    - Masks "just slightly" reduce possibility of an infection. Not worth the cost or hassle. The China styled "everyone must wear a mask while outdoors" law isn't supported by CDC, the US body, which I take as more reliable and less showing off "look the government is doing something."

    - Masks are selling out in all countries in the west, Australia, Thailand, Philippines, China, Honk Kong. Plus the largest producers are China/HK who have banned all mask export further increasing the crisis worldwide.

    - Now do I need to buy masks? Not if you are practical and can move against the tide. But you *will* have to, if you own a family who will inevitably cry "can't you just provide us a simple mask!" :-)

    29-Jan-2020 2:37 pm

    29-Jan-2020 9:52 pm


    Premier Bank's cash officer. Was a gambler and took bank's cash from vault to gamble. Possibly hoping that he will keep the profit and return the cash to the vault the next day.

    Wasn't a thief or a crook. Honestly took it as lend without asking, but ended up losing all in 2 years in his gambling spree. Everytime thinking that this time he will make up all his previous loss to cover it all.

    So if you are an employer : Don't employ someone who's too much into share business or gambling or MLM or any cash oriented business, even Forex.

    Job seeker? You thought, "Only if I could have had this amount for only 14 days, I would have got rich!" Well no. You would have lost it all *unexpectedly* like how you lost all your previous money while blaming your *bad luck*. Now get over it.

    Bonus : the one in news had a 1.5 crore profit making business beside his job. Still couldn't pay his father or his wife anything over the years.

    May Allah forgive us for our weakness and misguidance.

    29-Jan-2020 9:52 pm

    29-Jan-2020 10:42 pm


    Reminder : Forex is a zero-sum-game which is made negative-sum because of the "small" monthly charge and fees you have to pay to play it.

    Exception for going out doors on the street and buying from one market and selling into another which our "Currency Exchange Dealers" on the street do. Then you are serving the people. Instead sit on a laptop and buy and sell, you will lose money *slowly*, no matter how "expert" a player you are. And then the arrangers will blame your in-expertise for your loss.

    Wrote on it previously here [ in Bengali ] :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154036374488176

    29-Jan-2020 10:42 pm

    30-Jan-2020 12:09 am


    Brexit will happen on 31st Jan. 2 days to go. Deal reached.

    Whether James Bond will need a visa hence after to chase criminals across Europe has to be negotiated after that. UK has until the end of this year for that.

    30-Jan-2020 12:09 am

    30-Jan-2020 6:37 am


    High resolution surface image of the sun, that has been taken recently. Of course the surface isn't solid, it's gas, or rather plasma, but still shows structure in it. The structures shown in picture are 1000 km wide.

    Also note that the outer surface of the sun is hotter than the inner core. The opposite of what's the case for earth.

    30-Jan-2020 6:37 am

    30-Jan-2020 6:56 am


    How to stock for Coronavirus :

    - First off, you don't need to stock for foods. Even if you do, you will end up wasting those food items, getting expired or left un-consumed. Your loss.

    - Second, masks aren't effective. But you might still have to buy when you see the rush of everyone buying those, and feel like you are missing out and need to go with the tide. Masks will sell out on the first day this rush strikes BD [ হুজুগ ].

    - I am yet to be convinced that it's more scary than the normal flu. To get better numbers, watch how many are getting diagnosed for coronavirus in the western countries and how many of them are dying. None yet.

    - Even most of the people in China are getting infected silently and recovering silently, without ever realizing they ever caught it. That's the case for most virus infections. Imagine how many of us are getting attacked by TB everyday but never get sick.

    - But the panic might kill you more than the virus. Getting rejected by the society, locked indoors, forced to live with sick or quarantined, not being able to take care of your family, no work, business or earnings. These are harmful. And unfortunately that's what is happening in China.

    Keep watching.

    30-Jan-2020 6:56 am

    30-Jan-2020 12:59 pm


    some more facts on coronavirus :

    - only 30% of the infected will get sick. 70% won't ever get sick and will recover transparently.

  • treatment for the sick is oxygen supply. like how for dengue it was water and saline.
  • the spread will stop once the summer heats up. and then will then reappear next winter.

    well, i think that was enough of coronavirus and middle east related posts.

    time to find a new topic. :-)

    30-Jan-2020 12:59 pm

  • 30-Jan-2020 1:53 pm


    Quote : "প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে এতো অধিক নুসুস [দলিল] আছে যে, স্রেফ কুরআন ও হাদীস পড়ে যদি কোনো নির্দিষ্ট বিষয়ে বক্তা আলোচনা করে ওই একই বিষয়ে এক বছর লাগাতার বয়ান করলেও আলোচনা শেষ হয় না৷ এমতাবস্থায় অর্থহীন বাকবিতন্ডা করার সময় কোথায়?"

    লিংক কমেন্টে।

    তাই অর্থহীন তর্ক থেকে বেচে থাকি। যার যার মাজহাব মাসলাক মানহাজ জেনে তার উপর আমল করি। যে কেউ বিপরিত দলিল নিয়ে আসলে বুঝি যে তার কথার উল্টো দলিলও বহু আছে। খুজলেই পাবো। কিন্তু সময় নষ্ট। দরকার নেই।

    পার্থক্য দেখানোর সময় "এটাই ইসলামের কথা" "এটাই হক" "এটাই ঠিক" এই রকম না বলে বলি "এটা দেওবন্দি মত" "এটা সালাফি মত" "এটা আযহারি মত" "এটা জিহাদি মত" "এটা তবলিগের মত" এরকম। যে যেটা অনুসরন করে।

    "শুধু কোরআন হাদিসের" মত চান? তবে কাউকে জিজ্ঞাসা না করে, নিজে পড়ে দেখেন কি বুঝেন। তখন এটা আপনার মত।

    মতভেদ হয় শাখায়। মূল জিনিস সবারই ঠিক। সেখানে মতভেদ নেই।

      Comments:
    • https://www.facebook.com/permalink.php?story_fbid=1394815057345967&id=100004524586275

    30-Jan-2020 1:53 pm

    30-Jan-2020 2:46 pm


    I have a bad feeling that coronavirus will spread in India like wildfire. As it can't quarantine areas like in socialist China.

    Plus healthcare there is subpar.

    Anyway India has finally received coronavirus test kits, set a test center up in Pune and found first officialy confirmed infection. Link in comment.

    Expect this news to grow big over the day.

    30-Jan-2020 2:46 pm

    30-Jan-2020 9:06 pm


    নির্বাচনের পরে জীবন আরো কষ্টের হয়ে যাবে আশংকা করছি।
    কষ্টে ধর্য্য ধরে থাকা। কষ্টের ব্যপারে অভিযোগ না করে।
    এগুলো আল্লাহ তায়ালার পরিক্ষা। উনি যখন যে পরিক্ষা নিতে চান।

    কষ্ট আসে আমাদের আগের গুনাহ মাফের জন্য।
    জান্নাতে মর্যাদাকে বাড়ানোর জন্য।

    إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ
    إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ
    إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ
    وَلَمَنِ ابْتُلِيَ فَصَبَرَ فَوَاهًا
    সে সুখে আছে যে ফিতনা থেকে বেচেছে,
    সে সুখে আছে যে ফিতনা থেকে বেচেছে,
    সে সুখে আছে যে ফিতনা থেকে বেচেছে
    আর যে আক্রান্ত হয়ে ধৈর্য ধরে স্থির থেকেছে।

    - আবু দাউদ

    30-Jan-2020 9:06 pm

    31-Jan-2020 1:29 am


    Bloomberg covers the down slide of India's economy.

    People are too scared to spend anything, consumption has fallen, so has production, construction projects have stopped and people from the village are suffering as a result as now they have no job.

    This started with Modi's demonetization and then hard crackdown on taxes on the same year. Tax income might have increased but production has taken a hard toll, a screeching halt.

    Ditto, BD.

    31-Jan-2020 1:29 am

    31-Jan-2020 2:59 am


    Here's the "worst" case scenario for coronavirus : 7% of the population will die, where ever it spreads.

    As 30% of infected get sick. And 15% of the sick die. That makes 5%. Add 2% for social, medical system breakdown and the panic.

    Note the "worst" word above before you start to reply how it's wrong.

    31-Jan-2020 2:59 am

    31-Jan-2020 2:06 pm


    হকের দাওয়াত :

    লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দিবে। আল্লাহ ছাড়া কোনো খোদা নেই।

    এর পর সে আল্লাহর ইবাদত করবে : প্রতিদিন পাচ সময় নামাজ পড়বে। রমজান মাসে রোজা রাখবে। একবার হজ্জ করবে। সম্পদের ৪০ ভাগের একভাগ জাকাত দেবে।

    উপরেরগুলো যে করে সে হকের উপর আছে।

    31-Jan-2020 2:06 pm

    31-Jan-2020 2:44 pm


    Meanwhile in the Middle East :

    - Turkey has deployed warships, tanks, rockets and arms in Libya. Along with thousands of paid mercenaries hired from Syria.

    - In Syria the last base of all rebels, Idlib is falling to Assad-Russia force. They are on winning spree. People are emptying the city.

    - In Palestine-Israel war flaring up once again. Basically this time Israel bombing and destroying Palestinian fields, crops among others.

    31-Jan-2020 2:44 pm

    31-Jan-2020 3:17 pm


    Tech/Software :

    1
    Monolith is the way to go. Micro-services are just distributed-monolith. Except when the task is too much isolated from the system. And then it's a service, not a micro-service.

    https://changelog.com/posts/monoliths-are-the-future

    2
    AWS and other managed services will cost you 10 times more than virtual or raw boxes. Both for small or large usage. And it's not admin-cost-free either. Rather now you have to pay a troop of deployment expert that manage those services instead of servers. Taking it overall the cost is always at least 2 times higher for services.

    31-Jan-2020 3:17 pm

    31-Jan-2020 3:48 pm


    How panic is killing in China :

    People are scanned on the road and if anyone has high temperature he is being forcefully quarantined immediately. Leading to scenarios like these :

    - Someone had a son at home. As he was suddenly quarantined his son starved to death at home.

    - As hospitals are out of bed, infected people are sent home and their doors are being nailed locked, or welded using iron bars. News of elderly dying starving in house alone, specially those that survive on social care.

    - Communities are locking themselves up, putting up walls on the road. When someone returned to his village after new year tour, his neighbors killed him hitting his head for breaking their isolation.

    - Hospitals are overwhelmed. An elder patient died as she can't open the cover of food being served. Nurses were too busy with 1000s of patients.

    - Two men lying on the street, shot to death. They tried to cross the isolation border because that was important for them. Rather died being shot.

    Empathy. Live too long under a Nazi like strict rule and you will lose it eventually. Only thing then that matters is your own survival, as otherwise you are dead.

      Comments:
    • ^ military is two group of *willing* people that want to kill each other, doing it. like a duel but on a larger scale.
    • নিজের জন্য পড়া যায়।

    31-Jan-2020 3:48 pm

    31-Jan-2020 9:35 pm


    Coronavirus facts :

    - India bans facemask export. Hoarding begins in India.

    - You can get infected a second time. Incomplete immunity plus mutating virus.

    - India's smartphone hit by supply woes from China.

    - China realizes it's overdoing, calls for calm, no panic.

    - Worst case scenario : whole China might get quarantined.

    - Things will improve once summer heat falls in.

      Comments:
    • More like "surface tension" in work.

    31-Jan-2020 9:35 pm

    31-Jan-2020 10:20 pm


    Graph from NYT on coronavirus. It's not much harmful than common cold. The axis are infectious vs mortality. The whole orange bar is the range of possibilities. Worst case is still better than the bad ones we experienced.

    I won't spend exorbitant amount of money now on face masks, as prices have already doubled now.

    31-Jan-2020 10:20 pm