Post# 1580203049

28-Jan-2020 3:17 pm


"এত পোষ্টার প্রচারনা মিছিল গানের কোনো পয়েন্ট দেখছি না, যেখানে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে যার জন্য দোয়া করেছি সে নিশ্চিৎ জিতবে এটা জানি। আর এখনকার এই ডিজিটাল যুগে মানুষের নাকি তাহাজ্জুদ পড়ারও দরকার নেই। তবে এত এই খরচ কিসের জন্য?", উস্তাদের কাছে জানতে চাইলাম।

উস্তাদ বলে, "আগেকার দিনের রাজা বাদশাহরা অভিষেকের দিন কি করতো জানো? প্রথম যেদিন রাজা হয়ে সে সিংহাসনে বসলো?"

"উজিরকে রাজ্যে আনন্দ করার ঘোষনা দিতো। যেমন চল্লিশ দিন ব্যপি উৎসব। সে দিনটা তার আনন্দের দিন যেহেতু।"

"সেটাই। নাকি তুমি চাও মাস ব্যপি অভিষেকের আনন্দ-অনুষ্ঠান হতে হবে নির্বাচনের পরে?"

আমি চুপ। That makes sense.

28-Jan-2020 3:17 pm

Published
28-Jan-2020