Post# 1579276352

17-Jan-2020 9:52 pm


আর দুটো বিষয়ে না লিখলেই না।

প্রথমতঃ আইডিয়াল স্কুল। আমি যখন পড়তাম তখন হিন্দুদেরও টুপি পড়তে হতো। লিখেছিলাম এখানে,
https://www.facebook.com/habib.dhaka/posts/10153467947718176

এর পর খবর, আইডিয়ালে এত পরিবর্তন যে এখন হিন্দুদের টুপি তো দুরের কথা, মুসলিম মেয়েদের হিজাব তো দূরের কথা, ওড়না পর্যন্ত পড়া নিষেধ। অথচ আইডিয়াল ছিলো এই শহরের প্রথম উড়না প্রবর্তনকারিদের একজন।
লিখেছিলাম এখানে।
https://www.facebook.com/habib.dhaka/posts/10155934865398176

এখন প্রথম কথা হলো ওড়না নিষেধের কথা কতটুকু সত্যি?
পুরো সত্যি। গেটের কাছে দাড়ওয়ান দাড় করিয়ে রেখে ওড়না খুলে এর পর প্রবেশ করিয়েছে অনেক দিন। ওড়না ভাজ করে ব্যাগে।

এরপর ফেসবুকে যখন খবরটা ভাইরাল হয়, তখন এর ডিক হেড আজকে ঘোষনা দিয়ে বলেছে "আমরা ওড়না নিষেধ করি নি, যার ইচ্ছে পড়বে যার ইচ্ছে পড়বে না।" মানে "তরা মিথ্যাবাদি, আমি সত্যিবাদি।"

আমার শিক্ষা এ থেকে?

৪০ বছর আগের এক অতিরিক্তকে [হিন্দুদের টুপি] আল্লাহ তায়ালা ৪০ বছর পরে উল্টে দিচ্ছেন এভাবে।

এ থেকে যা শিক্ষা।

    Comments:
  • কিছু শ্লেংগ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এখানে। কিন্তু আশা করছি বাংগালি বুঝবে না।

17-Jan-2020 9:52 pm

Published
17-Jan-2020