#undefendable?
"তারেক মনোয়ার সাহেব বলেছেন উনি তিন বছর অক্সফোর্ড ইউনিভার্সিটির শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন।"
ধারনা করছি উনি বৃটেনের নাগরিক।
উনার জীবনি ঘাটলাম, পেলাম নাগরিক না। বরং সেখানে এক মসজিদের ইমাম হিসাবে ছয় বছর ছিলেন।
ধারনা করছি উনি কোনো স্কুলে পড়িয়েছে ঐ সময়ে সেই স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন তিন বছর। কমিয়ে বললে শ্রেষ্ঠ না, কিন্তু হয়তো বিশেষ পুরষ্কার দেয়া হয়েছিলো। যেটাকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার উনি বলছেন।
"কিন্তু স্কুলের শিক্ষক, ভার্সিটির শিক্ষক হয় কি করে?"
আমাদের Cambridge O-level দেখেছেন না? এই সার্টিফিকেটকে উনি হয়তো ক্যমব্রিজের শিক্ষক বলছেন। সেখানে হয়তো Oxford এরও এরকম স্কুল সার্টিফিকেট আছে।
খুজে দেখলাম আছে।
তাই উত্তর : উনি বৃটেনের কোনো স্কুলের শিক্ষক ছিলেন যেটা Oxford O-level এর মতো কোনো সার্টিফিকেট দেয়। সেখান "উত্তম চরিত্রের জন্য পুরষ্কার" এর মতো কোনো পুরষ্কার পেয়েছিলেন তিন বছর।
এটাকেই একটু বাড়িয়ে বলেছেন "অক্সফোর্ডের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন তিন বছর।"
লিটারেলি না নিয়ে সফ্টলি নেন -- সব কিছু মিলাতে পারবেন। বা "অত উল্টোপাল্টা" লাগবে না।