এই শুক্রুবার সৌদির তাবুক এলাকার ছবি।
৮০র দশকে আমি চিন্তে করতাম বরফের উপর দিয়ে হামাগুড়ি? কিন্তু আরবের মরূভুমিতে বরফ কোথায়?
ব্যাখ্যা ছিলো :
১। হাদিসের এই অংশটা সহি না।
২। এটা একটা আরবি প্রবাদ, যার অর্থ কষ্টের মধ্য দিয়ে। "আপনি আরবি কিছু পড়েছেন? জানেন? না জেনে কথা বলবেন না" পার্টির এর সাথে আরো কিছু সংযোগ।
যতক্ষন না লিটারেলি এটা হবার মতো পরিবেশ হচ্ছে।
কেউ আবার বলেন না "সৌদিতে শীতকালে বরফ সবসময় পড়ে"
প্রচন্ড ঠান্ডা পড়তো কিন্তু বরফ না।
সোর্স :
https://twitter.com/Ha2936/status/1215620440460341249
- Comments:
- কেউ এগুলো নিয়ে এখানে কমেন্ট করলে আমার আইডি নাই হয়ে যাবার আশংকা আছে। তাই যে যা বুঝেন, আইডি বাচানোর জন্য এখানে এই বিষয় নিয়ে কমেন্ট/প্রশ্ন করবেন না প্লিজ।