আকিদা শিক্ষা : হানাফি Point of view থেকে
১
দ্বিনের ব্যপারে যা শিখেছি, অধিকাংশ শেখা হয়েছে স্কুল ছাত্র অবস্থায় ৮০র দিকে। তখন লাইব্রেরি লাইব্রেরিতে ঘুরতাম, কারন ইন্টারনেট কম্পিউকার মোবাইল কিছু ছিলো না। মাসলা মাসায়েলের উপর প্রচুর বই পড়েছি কিন্তু "আকিদা" নামে কোনো বই চোখে পড়ে নি। মাসলার বইয়ে আকিদা নামে কোনো চ্যাপ্টার চোখে পড়েছে বলে মনে পড়ে না।
তাই আকিদা আমার শেখা হয় নি, শিক্ষার বয়সে।
২
২০০০ এর পর থেকে সালাফি আলেমরা মদিনা ভার্সিটি থেকে দেশে ফেরা আরম্ভ করলেন। আকিদা শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন।
এখন কি করবো? উনাদের থেকে শিখবো? কি কতটুকু?
৩
"আকিদা" শব্দে সাথে অপরিচিত ছিলাম তা না। ৮০র দিকেও হানাফি আলেমদের বলতে শুনতাম "এটা কুফরি কারন আকিদা বিরোধি"। আকিদা কি? কে জানে! ধরে নিতাম আলেমদের নিজস্ব শিক্ষার কোনো একটা বিষয়। যেটা আম পাবলিককে শেখানো হয় না।
আকিদার প্রয়োগ তখন সবচেয়ে বেশি চোখে পড়তো মূলতঃ অন্যকে কুফরি বা বাতেল বলার ক্ষেত্রে।
৪
ইদানিং ঘটনা। লাইব্রেরিতে গেলাম। আকিদার বই চোখে পড়লো দুটো। একটা বেলাল ফিলিপসের