সা'দ সাহেবের :
যে সমস্যাগুলো আমি দেখছি, তাই উনার পক্ষে এখনো না।
যেগুলো আমার কাছে কোনো সমস্যা না :
এগুলো ফিকহি পার্থক্য। এবং কোনোটাই নতুন না। সাদ সাহেবের আগে থেকেই কথাগুলো তবলিগে ছিলো। উনি নতুন করে চালু করেন নি।
কিন্তু সমস্যা এখানে এক্সট্রিমিজমে। উনি এগুলোকে অতিরিক্ত জোর দিয়ে বলা আরম্ভ করেছিলেন। এর আগে সফটলি, নিজেদের মাঝে উপদেশের মতো হয়তো বলা হতো। তাই সমস্যা হতো না।
এগুলো আগে কভার করেছি। যেমন মুসা আঃ এর ঘটনা।
https://www.facebook.com/habib.dhaka/posts/10155238661273176
এর পর সাদ সাহেব যখন বলেছেন "দেওবন্দিরা যে তফসির পড়ে সেই তফসিরেই এই কথাগুলো আছে", তখন দেওবন্দ থেকে বলে "তফসিরের গ্রন্থও আমাদের দলিল না, আমাদের দলিল শুধু সালাফদের কথা" -- তখন আমার এই সংক্রান্ত হতাশা, পথহারা অবস্থার কথা।
https://www.facebook.com/habib.dhaka/posts/10155273284098176