Post# 1579627325

21-Jan-2020 11:22 pm


তৌবা :


সকলের ইচ্ছা গুনাহ মাফ করানোর। অনেক দোয়া আছে সুফি কিতাবে অনেক সোয়াবের। এমন দোয়া/তৌবা খুজছিলাম যেটার ক্ষেত্রে বলা আছে "এটা পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে।" একটাও পাই নি। "অনেক গুনাহ মাফ হবে" "সমূদ্র সমান গুনাহ মাফ হবে" এগুলো আছে। কিন্তু এটা পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এরকম পাই নি। একটা নোট।


সকল গুনাহ মাফ করানোর উপায়। আমি যেগুলো পেয়েছি।

- হজ্জ বা উমরা করে আসলে।

  • রমজান মাসে পুরো রমজানে রোজা রাখলে।
  • এতেকাফ করলে।
  • বহু দিন গুনাহ থেকে বিরত থাকলে, মানুষের ক্ষতি না করে নামাজ কালাম পড়লে।


    উপরের চার নম্বরটার উপর লিখছি আগে। মু'মিন নিয়ত করে গুনাহ করে না। ভুল করে করে। সংগে সংগে তৌবা করে ফেলবেন, যে মুহুর্তে আফসোস আসবে ভুল করেছি।

    "কিন্তু তৌবা করার মতো পরিবেশ অন্তর এখনো নেই। নামাজ পড়ার সময় করবো"
    না এখনই। তৌবা করার পরে আল্লাহ তায়ালা সেই অন্তর দিয়ে দেবেন যেটার জন্য অপেক্ষা করছেন।


    কোনো কোনো সময় মানুষ বড় কোনো কবিরা গুনাহতে ডুবে থাকে কিন্তু সে বুঝতে পারে না। অন্য ছোটোগুলো নিয়ে তৌবা করে। কিতাব বাদ দেন। কবিরা গুনাহের লিষ্ট হাদিস থেকে দেখেন। বেশির ভাগ হাদিসে কেবল তিনটা তিনটা করে বলা আছে। এগুলো কোনোটার মাঝে আপনি আছেন কিনা আগে দেখেন। এগুলো সবচেয়ে আগে প্রায়োরিটি।


    মু'মিন নিয়ত করে গুনাহ করে না।

    যুক্তি দিয়ে করে। "আমার ঐ কাজ গুনাহ না, কারন আল্লাহ তায়ালা বলেছেন <এটা> করতে, তাই <এটা> করতে গেলে ঐ কাজটা হবেই।"

    দেখেন এরকম কিছু আছে কিনা।


    আগের পোষ্ট যা লিখেছিলাম। কোনো লিখাই স্পষ্ট না যদিও। সবগুলো ছিলো সেল্ফরিমাইন্ডার।

    যুক্তি দিয়ে গুনাহ
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154957713143176
    পথহারা হয়ে গুনাহ
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154943938658176
    পাপকে গোপন রাখা
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153880904213176
    তৌবার পরে কষ্ট
    https://www.facebook.com/habib.dhaka/posts/10153573839993176

    #মডারেট

    21-Jan-2020 11:22 pm

  • Published
    21-Jan-2020