Post# 1579371652

19-Jan-2020 12:20 am


ঐক্য? :

ডঃ খন্দকার জাহাঙ্গির স্যার কয়েকটা লেকচারে বলেছিলেন : "দেখবেন খানকা পন্থিদের মাঝে কোনো ঝগড়া নেই। এক জন আরেক জনের বিরুদ্ধে বলছে না। সবাই যার যার দরবারে তার তার মতো ব্যবসা করে। যত গন্ডোগোল দেখবেন আমাদের আহলে হকদের মাঝে।" নোট, উনি দেওবন্দিদের আহলে হক মনে করতেন। সবাই এরকম করে না।

ঐ অবস্থা তখন ছিলো। এখন আর নেই। এখন আমি যে দিকে তাকাই কেবল "ছুন্নি" দের মাঝে ঝগড়া আর ঝগড়া। ছুন্নি বলতে এখানে আমি তরিকত পন্থিদের বুঝাচ্ছি।

তাদের নিজেদের মাঝে গন্ডোগোল কখন আরম্ভ হয়েছে বুঝার চেষ্টা করছিলাম। সম্ভবতঃ তারা "সুন্নি ঐক্য ফেডারেশন" বা এই ধরনের ঐক্য করার চেষ্টা আরম্ভ করেছে তার পর। সবাই যখন এক হবার চেষ্টা চালিয়েছে দেখছে কেউ কাউকে সহ্য করতে পারে না। এক দরবারের চোখে অন্য দরবারের আকিদা কুফরি। তাদের ঈমান নেই।

এটা দুই বছর আগে দেখেছি আইনুল হুদা সাহেব যখন দেশে এসে সুন্নি কনফারেন্স করার চেষ্টা করেছেন। সবাইকে এক মঞ্চে এনে। গন্ডোগোল আরম্ভ। এর পর উনার সাথে রেজভি দরবারের ঝগড়া, কাফের।

কিন্তু উনার সাথে ছিলো আলাউদ্দিন জিহাদি সাহেব। পরের বছর দেখলাম উনারা দুইজনই একে অপরকে কাফের বলছেন।

আজকে ইউটুবে আরেক সুন্নি সম্মেলনের ওয়াজ মাহফিল। দুই বক্তার মাঝে ঝগড়া, "ঈমান নেই" "আকিদার ঠিক নেই", যদিও দুজনই ছুন্নি। সম্ভবতঃ দুই জন দুই দরবারের। কিন্তু ঐক্যবদ্ধ হবার চেষ্টা করে একসাথে ওয়াজ করছিলেন। লিংক কমেন্টে।

তাই প্রশ্ন হলো জাহাঙ্গির স্যারের সময়ে "সবাই যার যার দরবার থেকে প্রচার করে" থেকে এখন কি বদলিয়েছে?

সমস্যা তৈরি করেছে -> ঐক্যের চেষ্টা।

ঐক্য হয় নি। উল্টো চেষ্টা করা দ্বারা নিজেরাই আরো তিক্ত-বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। যেটা এর আগে ছিলো না।

শিক্ষা? ঐক্যের চেষ্টাও অনেক সময় ক্ষতিকর।

    Comments:
  • https://www.youtube.com/watch?v=gasD5SXGoLE
  • অন্য কোনো শব্দ দিন তাহলে?
  • কারন উনি দেওবন্দি না।
  • ঠিক আছে বদলিয়ে দিচ্ছি।
  • Done.
  • ব্যসিক্যলি "আকিদা" -- যে যেটাকে যত জোর গলায় বলতে পারে এটাই ঠিক। না মানলে কাফের।

19-Jan-2020 12:20 am

Published
19-Jan-2020