Post# 1579712463

22-Jan-2020 11:01 pm


"হাদিসের এই রাবির শেষ বয়সে কয়েক বছর মাথা উল্টোপাল্টা হয়ে গিয়েছিলো"


খুবই কমন একটা উক্তি। বহুবার শুনেছি। বিভিন্ন জনের লেকচারে, লিখায়। এই উক্তিটাকে একটা ইংগিত হিসাবে আমি নেই। এই লাইনটার সামনের পেছনের বিষয়বস্তু না দেখেই।

আমি বুঝি যে এই উক্তিকারি মরিয়া হয়ে আছেন এই হাদিসটাকে অগ্রহনযোগ্য প্রমান করার জন্য।


সারা জীবন একজন হাদিসের খেদমত করলো, ৯০ বছরে গিয়ে মৃত্যুর আগে স্বরন শক্তি কমে গিয়েছিলো তাই তার সারা জীবনের কাজ বাতিল।

কোনো হাদিস বাতিল করার জন্য এটা সম্ভবতঃ সবচেয়ে সহজ পদ্ধতি। এর জন্য প্রয়োগ বেশি।


এক উদাহরনে এও দেখেছি বক্তা বলছেন এই রাবির বর্নিত হাদিস "বুখারি আর মুসলিম শরিফে সহি হিসাবে আছে। কিন্তু এই হদিস বলার সময় উনার স্মরন শক্তি ঠিক ছিলো না।"

কিভাবে জানলেন? আমার জানা নেই, উনারা জানেন।


এইভাবে একই রাবির কোনো হাদিস সহি আবার কোনো হাদিস জাল করা নিয়েই লুৎফুর রহমান ফারায়েজি বনাম <নাম বললাম না> এর লাগে।

কনজেসটেন্সির অভাব।


এ তো গেলো আলেমদের কথা। আমাদের "আম"-দের মাঝেও এ নিয়ে লাগে। আপনি হয়তো কোনো হাদিস কোট করলেন, আপনার বিরোধি পক্ষের যদি সেটা পছন্দ না হয় তবে সে মরিয়া হয়ে যাবে হাদিসটা জাল প্রমান করার জন্য। কমন পদ্ধতি যেটা আমি দেখছি "ঐ রাবির মাথা শেষ বয়সে মাথা খারাপ হয়ে গিয়েছিলো।"

এ তর্কে আপনি জিততে পারবেন না। বিপরিত পক্ষ একই রাবিকে কখনো নিবে নির্ভরযোগ্য, আবার কখনো আনির্ভরযোগ্য।

এই খেলা আপনি খেলতে পারবেন না।

22-Jan-2020 11:01 pm

Published
22-Jan-2020