আলহামদুলিল্লাহ। এবার ইজতেমা কোনো ঝামেলা বিপদ এক্সিডেন্ট বৃষ্টি হুড়োহড়ি গন্ডোগোল ছাড়া হয়েছে। - একটা নিদর্শন/সাইন।
আগে প্রায় বছরই যে ইজতেমায় বৃষ্টি হতো? - সেটাও একটা সাইন/ইংগিত।
ভাইরে আমি কখনো নিজেকে "হক পথের পথিক" মনে করি না। তাই সবসময় উল্টো দিকের যুক্তি শুনি, গুরুত্ব দেই -- যাচাই করার জন্য "আমি কি আসলেই সঠিক পথে আছি?" চেক করতে। একারনেই সব দলের আকিদা শিক্ষাকে নিয়ে ছোট ছোট পয়েন্টে আলোচনা করি। এগুলো সমালোচনা করার জন্য না। ভুল ধরার জন্য না। কিন্তু ঠিকটা বের করতে গিয়েছিলাম, হয়তো পাই নি। তাই।
আচ্ছা, এতাতিদের ইজতেমা কেমন হতে যাচ্ছে?
জানি না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মোনাজাতের পর পর ড্রেনের পানি অভার ফ্লো করে পুরো মাঠ "ময়লা" [ to put it mildly ] পানিতে ডুবে গিয়েছে। আর এতাতিদের ইজতেমা কাল পরশু থেকে আরম্ভ। - A bad sign.
Keep watching.
সব কিছু আবার উল্টে যেতে পারে সামনের সপ্তাহে।
- Comments:
- FAQ : "হক না-হক আপনি দলিল থেকে দেখবেন, এগুলো দিয়ে দেখেন কেন?"
A. মানে দলিল থেকে যখন বুঝতে পারি না, কারন সব পক্ষেরই দলিল আছে, তখন এই সব দেখি আরকি। :-) - https://www.facebook.com/mohammadka2/videos/pcb.514397355949755/10213069884541373/